Chapter 2 -
পরিবেশগত ভূগোল
MCQ (বহুনির্বাচনি প্রশ্ন)
প্রশ্ন ১: পরিবেশগত ভূগোল কী নিয়ে আলোচনা করে?
A) শুধু আবহাওয়া
B) কেবল জনসংখ্যা
C) প্রাকৃতিক ও মানব উপাদানের সম্পর্ক
D) অর্থনীতি
উত্তর: C) প্রাকৃতিক ও মানব উপাদানের সম্পর্ক
প্রশ্ন ২: নিচের কোনটি পরিবেশগত সংকট?
A) বৃক্ষরোপণ
B) জলদূষণ
C) পাখির বাসা তৈরি
D) নদীর সৃষ্টি
উত্তর: B) জলদূষণ
প্রশ্ন ৩: পরিবেশের জৈব উপাদান কোনটি?
A) মাটি
B) জল
C) গাছ
D) পাথর
উত্তর: C) গাছ
প্রশ্ন ৪: পরিবেশ রক্ষায় কোনটি সহায়ক নয়?
A) প্লাস্টিক ব্যবহার
B) বৃক্ষরোপণ
C) পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার
D) জ্বালানি সাশ্রয়
উত্তর: A) প্লাস্টিক ব্যবহার
প্রশ্ন ৫: ‘টেকসই উন্নয়ন’ বলতে কী বোঝায়?
A) সম্পদ অপচয়
B) ভবিষ্যতের কথা না ভেবে উন্নয়ন
C) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার
D) পরিবেশ ধ্বংস
উত্তর: C) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর: পরিবেশ হল আমাদের চারপাশের সমস্ত জৈব ও অজৈব উপাদানের সম্মিলিত রূপ, যা মানুষ ও অন্যান্য জীবের জীবনে প্রভাব ফেলে। উদাহরণ: বাতাস, জল, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি।
প্রশ্ন ২: প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদানের মধ্যে পার্থক্য কর।
উত্তর:
বিষয় | প্রাকৃতিক উপাদান | মানবসৃষ্ট উপাদান |
---|---|---|
উৎপত্তি | প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে | মানুষের দ্বারা তৈরি |
উদাহরণ | পাহাড়, নদী, গাছ | রাস্তাঘাট, বাড়ি, কলকারখানা |
প্রশ্ন ৩: পরিবেশগত সংকট কাকে বলে?
উত্তর: যখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং তা জীবের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, তখন তাকে পরিবেশগত সংকট বলে। উদাহরণ: বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন, বন উজাড় ইত্যাদি।
প্রশ্ন ৪: পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কী?
উত্তর:
-
বৃক্ষরোপণ করা
-
জল ও বিদ্যুতের অপচয় রোধ
-
পুনর্ব্যবহারযোগ্য বস্তু ব্যবহার
-
প্লাস্টিক বর্জন
-
পরিবেশ সচেতনতা ছড়ানো
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: পরিবেশগত ভূগোল কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: পরিবেশগত ভূগোল আমাদের শেখায় কীভাবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদান একে অপরকে প্রভাবিত করে এবং কিভাবে আমরা পরিবেশ রক্ষা করে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারি।
প্রশ্ন ২: পরিবেশ দূষণের প্রধান কারণ লেখো।
উত্তর:
-
কলকারখানার ধোঁয়া ও বর্জ্য
-
যানবাহনের ধোঁয়া
-
বন উজাড়
-
প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য
প্রশ্ন ৩: দূষণ নিয়ন্ত্রণে দুটি উপায় লেখো।
উত্তর:
-
নবায়নযোগ্য শক্তির ব্যবহার (যেমন – সৌর শক্তি)
-
কলকারখানায় ফিল্টার ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবহার