Chapter - 5
জাপানের আঞ্চলিক ভূগোল
MCQ (বহুনির্বাচনি প্রশ্ন)
প্রশ্ন ১: জাপান একটি —
A) মহাদেশ
B) ভূখণ্ড
C) দ্বীপরাষ্ট্র
D) প্রান্তিক অঞ্চল
উত্তর:  C) দ্বীপরাষ্ট্র
প্রশ্ন ২: জাপানের প্রধান খাদ্য শস্য কী?
A) গম
B) যব
C) ধান
D) ভুট্টা
উত্তর:  C) ধান
প্রশ্ন ৩: জাপান কোন অঞ্চলে ভূমিকম্প বেশি ঘটে?
A) অন্ধ্র উপকূল
B) রিং অফ ফায়ার
C) সাহারা মরুভূমি
D) অ্যামাজন অঞ্চল
উত্তর:  B) রিং অফ ফায়ার
প্রশ্ন ৪: জাপানের কোন দ্বীপটি সবচেয়ে বড়?
A) হোক্কাইডো
B) কিউশু
C) শিকোকু
D) হোনশু
উত্তর:  D) হোনশু
প্রশ্ন ৫: নিচের কোন শিল্পটি জাপানে খুব উন্নত?
A) কাগজ শিল্প
B) চামড়া শিল্প
C) ইলেকট্রনিক্স শিল্প
D) বস্ত্র শিল্প
উত্তর: C) ইলেকট্রনিক্স শিল্প
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: জাপানের অবস্থান কোথায়?
উত্তর: জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত। এটি মূলত চারটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত— হোনশু, হোক্কাইডো, কিউশু ও শিকোকু। জাপান ২৪° উত্তর অক্ষাংশ থেকে ৪৬° উত্তর অক্ষাংশ এবং ১২৩° পূর্ব দ্রাঘিমাংশ থেকে ১৪৬° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বিস্তৃত।
প্রশ্ন ২: জাপানের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য কী কী?
উত্তর:
- 
একটি দ্বীপ-দেশ
 - 
অধিকাংশ এলাকা পর্বতময়
 - 
ভূমিকম্পপ্রবণ অঞ্চল
 - 
অল্প সমভূমি
 - 
আগ্নেয়গিরির উপস্থিতি
 - 
ছোট নদী ও হ্রদ
 
প্রশ্ন ৩: জাপানে কৃষি চাষের প্রধান বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
- 
সীমিত জমিতে উচ্চ উৎপাদন
 - 
ধান প্রধান শস্য
 - 
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার
 - 
তীব্র শ্রমনির্ভরতা
 - 
সবজি ও ফলের উৎপাদনে দক্ষতা
 
প্রশ্ন ৪: জাপানের প্রধান প্রধান শিল্পগুলির নাম লেখো।
উত্তর:
- 
ইলেকট্রনিক্স
 - 
মোটরগাড়ি
 - 
জাহাজ নির্মাণ
 - 
রোবট প্রযুক্তি
 - 
ইস্পাত ও যন্ত্রপাতি
 
প্রশ্ন ৫: জাপানের জনসংখ্যা বণ্টনের বৈশিষ্ট্য কী?
উত্তর:
- 
অধিকাংশ মানুষ শহরে বাস করে
 - 
পূর্ব উপকূল ঘনবসতিপূর্ণ
 - 
পর্বতাঞ্চলে জনসংখ্যা কম
 - 
উন্নত নগরায়ন
 - 
জনসংখ্যার ঘনত্ব বেশি
 
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: জাপান ভূমিকম্পপ্রবণ দেশ কেন?
উত্তর: জাপান প্রশান্ত মহাসাগরীয় "রিং অফ ফায়ার" অঞ্চলে অবস্থিত। এখানে কয়েকটি টেকটোনিক প্লেট একে অপরের সংস্পর্শে রয়েছে, ফলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ বেশি ঘটে।
প্রশ্ন ২: জাপানের পরিবহন ব্যবস্থার বৈশিষ্ট্য কী?
উত্তর:
- 
দ্রুতগতির বুলেট ট্রেন (Shinkansen)
 - 
আধুনিক ও সুশৃঙ্খল সড়ক ও রেল ব্যবস্থা
 - 
শহরগুলিতে ব্যাপক পাবলিক ট্রান্সপোর্ট
 - 
আন্তর্জাতিক বন্দর ও বিমানবন্দর
 - 
পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে অগ্রগতি
 
প্রশ্ন ৩: জাপানের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
- 
প্রধানত উষ্ণমণ্ডলীয় ও উপউষ্ণমণ্ডলীয় জলবায়ু
 - 
গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র
 - 
শীতকালে ঠান্ডা ও তুষারপাত
 - 
ঘনবৃষ্টিপাত
 - 
টাইফুন বা ঝড়প্রবণ