Chapter 6 - 

ভারতের আঞ্চলিক ভূগোল

 MCQ (বহুনির্বাচনি প্রশ্ন)

প্রশ্ন ১: ভারতের দক্ষিণে কোন সাগর অবস্থিত?
A) আরব সাগর
B) বঙ্গোপসাগর
C) ভারত মহাসাগর
D) লাল সাগর
উত্তর:  C) ভারত মহাসাগর

প্রশ্ন ২: নিচের কোন নদী হিমালয় থেকে উৎপন্ন হয়?
A) গোধাবরী
B) কৃষ্ণা
C) গঙ্গা
D) নর্মদা
উত্তর:  C) গঙ্গা

প্রশ্ন ৩: ভারতের বৃহত্তম মালভূমি অঞ্চল কোনটি?
A) তিব্বত মালভূমি
B) দাক্ষিণাত্য মালভূমি
C) মালভূমি অঞ্চল
D) রাজস্থানের মরুভূমি
উত্তর:  B) দাক্ষিণাত্য মালভূমি

প্রশ্ন ৪: হুগলি শিল্পাঞ্চল কোন রাজ্যে অবস্থিত?
A) বিহার
B) গুজরাট
C) পশ্চিমবঙ্গ
D) মহারাষ্ট্র
উত্তর:  C) পশ্চিমবঙ্গ

প্রশ্ন ৫: ভারতের মৌসুমী বৃষ্টিপাত প্রধানত কোন মৌসুমে হয়?
A) গ্রীষ্ম
B) শীত
C) বর্ষা
D) বসন্ত
উত্তর:  C) বর্ষা

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: ভারতের অবস্থান ও বিস্তার সম্পর্কে লেখো।

উত্তর: ভারত দক্ষিণ এশিয়ার একটি বিস্তৃত দেশ। এটি ৮°৪'N থেকে ৩৭°৬'N অক্ষাংশ এবং ৬৮°৭'E থেকে ৯৭°২৫'E দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ভারতের উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য প্রায় ৩,২০০ কিমি এবং পূর্ব থেকে পশ্চিমে প্রস্থ প্রায় ২,৯০০ কিমি।

প্রশ্ন ২: ভারতের প্রধান ভৌগোলিক অঞ্চলগুলি কী কী?

উত্তর: ভারতের প্রধান ভৌগোলিক অঞ্চলগুলি হলঃ

  1. হিমালয় পর্বত অঞ্চল

  2. উত্তর ভারতীয় সমভূমি

  3. উপদ্বীপীয় মালভূমি

  4. উপকূলীয় সমভূমি

  5. থার মরুভূমি

  6. দ্বীপপুঞ্জ (আন্ডামান-নিকোবর ও লক্ষদ্বীপ)

প্রশ্ন ৩: ভারতের প্রধান নদীগুলি কী কী?

উত্তর: ভারতের প্রধান নদীগুলি হলঃ

  1. গঙ্গা

  2. ব্রহ্মপুত্র

  3. যমুনা

  4. গোধাবরী

  5. কৃষ্ণা

  6. নর্মদা

  7. মহানদী

প্রশ্ন ৪: ভারতের কৃষির বৈশিষ্ট্য কী?

উত্তর:

  1. প্রধানত মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল

  2. কৃষি প্রধান পেশা

  3. প্রধান ফসল – ধান, গম, ডাল, তুলা, আখ

  4. সেচ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে

  5. উচ্চ ফলনশীল জাত ব্যবহার

 অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।

উত্তর:

  1. মৌসুমী জলবায়ু

  2. গ্রীষ্ম, বর্ষা ও শীত – এই তিনটি ঋতু

  3. উত্তর ও দক্ষিণে জলবায়ুর তারতম্য

  4. বার্ষিক বৃষ্টিপাতের পার্থক্য

  5. জলবায়ু কৃষির উপর প্রভাব ফেলে

প্রশ্ন ২: ভারতের প্রধান শিল্পাঞ্চল কোনগুলি?

উত্তর:

  1. হুগলি শিল্পাঞ্চল (পশ্চিমবঙ্গ)

  2. মুম্বাই-পুনে শিল্পাঞ্চল

  3. আহমেদাবাদ-বরোদা শিল্পাঞ্চল

  4. দিল্লি-মেরঠ শিল্পাঞ্চল

  5. বেঙ্গালুরু-হায়দ্রাবাদ IT শিল্পাঞ্চল

প্রশ্ন ৩: ভারতের খনিজ সম্পদের প্রধান উৎস অঞ্চল কী?

উত্তর:

  1. ঝাড়খণ্ড – কয়লা, লোহা

  2. ওড়িশা – বক্সাইট, ম্যাঙ্গানিজ

  3. ছত্তিশগড় – কয়লা

  4. রাজস্থান – সিসা, জিংক

  5. কর্ণাটক – লৌহ আকরিক