Chapter 2 -
The First World War (প্রথম বিশ্বযুদ্ধ)
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: প্ৰথম বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয়?
উত্তর: প্ৰথম বিশ্বযুদ্ধ ২৮ জুলাই ১৯১৪ সালে শুরু হয় আৰু ১১ নভেম্বর ১৯১৮ সালে শেষ হয়।
প্রশ্ন ২: প্ৰথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি কী ছিল?
উত্তর: প্ৰথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি হল—
-
সাম্রাজ্যবাদের প্রতিযোগিতা
-
সামরিক শক্তি বৃদ্ধি
-
জার্মানি ও ব্রিটেনের মধ্যে নৌবাহিনীর প্রতিযোগিতা
-
জাতীয়তাবাদ
-
বলকান সংকট
-
সারায়েভো হত্যাকাণ্ড (তাত্ক্ষণিক কারণ)
প্রশ্ন ৩: সারায়েভো হত্যাকাণ্ড কাকে হত্যা করে?
উত্তর: ২৮ জুন ১৯১৪ সালে সারায়েভো শহরে অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দ ও তাঁর পত্নীকে হত্যা করা হয়।
প্রশ্ন ৪: প্ৰথম বিশ্বযুদ্ধে কোন দুটি প্রতিদ্বন্দ্বী জোট ছিল?
উত্তর:
-
মিত্র শক্তি (Allied Powers): ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পরে যুক্তরাষ্ট্র
-
কেন্দ্রীয় শক্তি (Central Powers): জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক
প্রশ্ন ৫: যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
উত্তর:
-
লক্ষ লক্ষ মানুষের মৃত্যু
-
ইউরোপের অর্থনৈতিক ধ্বংস
-
নতুন রাষ্ট্রের সৃষ্টি
-
ভার্সাই চুক্তি
-
লীগ অব নেশনের গঠন
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি তৈরি হয়
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: বলকান সংকট কী ছিল?
উত্তর: বলকান অঞ্চল ছিল জাতিগতভাবে অস্থির এবং রাজনৈতিকভাবে জটিল। এই অঞ্চলে অস্ট্রিয়া-হাঙ্গেরি ও রাশিয়ার প্রভাব বিস্তার নিয়ে সংঘাত চলছিল, যা যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল।
প্রশ্ন ২: ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলি কী ছিল?
উত্তর:
-
জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী ঘোষণা করা হয়
-
তাকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়
-
তার সামরিক শক্তি সীমিত করা হয়
-
অঞ্চল হ্রাস পায়
-
লীগ অব নেশনে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হয়
প্রশ্ন ৩: লীগ অব নেশনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বিশ্ব শান্তি রক্ষা ও ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ করা।
প্রশ্ন ৪: প্ৰথম বিশ্বযুদ্ধ ভারতের ওপর কিভাবে প্রভাব ফেলেছিল?
উত্তর:
-
ভারতীয় সেনারা যুদ্ধ অংশগ্রহণ করে
-
ভারতে খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধি ঘটে
-
জাতীয়তাবাদের বিকাশ ঘটে
-
ব্রিটিশদের ওপর ক্ষোভ জন্মায়
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: প্ৰথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
A. ১৯১৭
B. ১৯১৪
C. ১৯১৯
D. ১৯২০
উত্তর: B. ১৯১৪
প্রশ্ন ২: সারায়েভো হত্যাকাণ্ডের শিকার কে ছিলেন?
A. উইনস্টন চার্চিল
B. ফ্রান্স ফার্দিনান্দ
C. নেপোলিয়ন
D. হিটলার
উত্তর: B. ফ্রান্স ফার্দিনান্দ
প্রশ্ন ৩: নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় শক্তির অন্তর্গত ছিল?
A. ব্রিটেন
B. ফ্রান্স
C. জার্মানি
D. যুক্তরাষ্ট্র
উত্তর: C. জার্মানি
প্রশ্ন ৪: ভার্সাই চুক্তি কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত হয়?
A. ফ্রান্স
B. ব্রিটেন
C. জার্মানি
D. রাশিয়া
উত্তর: C. জার্মানি
প্রশ্ন ৫: লীগ অব নেশনস গঠিত হয় —
A. ১৯১৯
B. ১৯২১
C. ১৯১৮
D. ১৯৩৯
উত্তর: A. ১৯১৯