Chapter 2 - 

The First World War (প্রথম বিশ্বযুদ্ধ)

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: প্ৰথম বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয়?
উত্তর: প্ৰথম বিশ্বযুদ্ধ ২৮ জুলাই ১৯১৪ সালে শুরু হয় আৰু ১১ নভেম্বর ১৯১৮ সালে শেষ হয়।

প্রশ্ন ২: প্ৰথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি কী ছিল?
উত্তর: প্ৰথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি হল—

  1. সাম্রাজ্যবাদের প্রতিযোগিতা

  2. সামরিক শক্তি বৃদ্ধি

  3. জার্মানি ও ব্রিটেনের মধ্যে নৌবাহিনীর প্রতিযোগিতা

  4. জাতীয়তাবাদ

  5. বলকান সংকট

  6. সারায়েভো হত্যাকাণ্ড (তাত্ক্ষণিক কারণ)

প্রশ্ন ৩: সারায়েভো হত্যাকাণ্ড কাকে হত্যা করে?
উত্তর: ২৮ জুন ১৯১৪ সালে সারায়েভো শহরে অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দ ও তাঁর পত্নীকে হত্যা করা হয়।

প্রশ্ন ৪: প্ৰথম বিশ্বযুদ্ধে কোন দুটি প্রতিদ্বন্দ্বী জোট ছিল?
উত্তর:

  1. মিত্র শক্তি (Allied Powers): ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পরে যুক্তরাষ্ট্র

  2. কেন্দ্রীয় শক্তি (Central Powers): জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক

প্রশ্ন ৫: যুদ্ধের ফলাফল কী হয়েছিল?
উত্তর:

  1. লক্ষ লক্ষ মানুষের মৃত্যু

  2. ইউরোপের অর্থনৈতিক ধ্বংস

  3. নতুন রাষ্ট্রের সৃষ্টি

  4. ভার্সাই চুক্তি

  5. লীগ অব নেশনের গঠন

  6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি তৈরি হয়

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: বলকান সংকট কী ছিল?
উত্তর: বলকান অঞ্চল ছিল জাতিগতভাবে অস্থির এবং রাজনৈতিকভাবে জটিল। এই অঞ্চলে অস্ট্রিয়া-হাঙ্গেরি ও রাশিয়ার প্রভাব বিস্তার নিয়ে সংঘাত চলছিল, যা যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল।

প্রশ্ন ২: ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলি কী ছিল?
উত্তর:

  1. জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী ঘোষণা করা হয়

  2. তাকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়

  3. তার সামরিক শক্তি সীমিত করা হয়

  4. অঞ্চল হ্রাস পায়

  5. লীগ অব নেশনে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হয়

প্রশ্ন ৩: লীগ অব নেশনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বিশ্ব শান্তি রক্ষা ও ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ করা।

প্রশ্ন ৪: প্ৰথম বিশ্বযুদ্ধ ভারতের ওপর কিভাবে প্রভাব ফেলেছিল?
উত্তর:

  1. ভারতীয় সেনারা যুদ্ধ অংশগ্রহণ করে

  2. ভারতে খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধি ঘটে

  3. জাতীয়তাবাদের বিকাশ ঘটে

  4. ব্রিটিশদের ওপর ক্ষোভ জন্মায়

Multiple Choice Questions (MCQ) with Answers

প্রশ্ন ১: প্ৰথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
A. ১৯১৭
B. ১৯১৪
C. ১৯১৯
D. ১৯২০
উত্তর: B. ১৯১৪

প্রশ্ন ২: সারায়েভো হত্যাকাণ্ডের শিকার কে ছিলেন?
A. উইনস্টন চার্চিল
B. ফ্রান্স ফার্দিনান্দ
C. নেপোলিয়ন
D. হিটলার
উত্তর: B. ফ্রান্স ফার্দিনান্দ

প্রশ্ন ৩: নিম্নলিখিত কোনটি কেন্দ্রীয় শক্তির অন্তর্গত ছিল?
A. ব্রিটেন
B. ফ্রান্স
C. জার্মানি
D. যুক্তরাষ্ট্র
উত্তর: C. জার্মানি

প্রশ্ন ৪: ভার্সাই চুক্তি কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত হয়?
A. ফ্রান্স
B. ব্রিটেন
C. জার্মানি
D. রাশিয়া
উত্তর: C. জার্মানি

প্রশ্ন ৫: লীগ অব নেশনস গঠিত হয় —
A. ১৯১৯
B. ১৯২১
C. ১৯১৮
D. ১৯৩৯
উত্তর: A. ১৯১৯