Chapter 3 -

The World War Between the Two World Wars: 1919 – 1939 (দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী বিশ্বযুদ্ধ: ১৯১৯ - ১৯৩৯)

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: লীগ অব নেশনস গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর:
লিগ অব নেশনস গঠনের প্রধান উদ্দেশ্য ছিল —

  1. বিশ্বশান্তি রক্ষা করা

  2. আন্তর্জাতিক বিরোধ সমাধান করা

  3. ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ করা

প্রশ্ন ২: ভার্সাই চুক্তির ফলে জার্মানির উপর কি প্রভাব পড়েছিল?
উত্তর:

  1. জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করা হয়

  2. বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে হয়

  3. সামরিক শক্তি হ্রাস পায়

  4. বহু অঞ্চল হারায়

  5. জার্মান জাতির মধ্যে অসন্তোষ জন্মে, যার ফলে নাৎসিবাদের উত্থান ঘটে

প্রশ্ন ৩: নাৎসি পার্টি কবে ও কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: নাৎসি পার্টি ১৯২০ সালে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন ৪: ফ্যাসিবাদ কী?
উত্তর: ফ্যাসিবাদ হল একটি স্বৈরশাসক রাজনৈতিক মতবাদ যা একনায়কতন্ত্র, জাতীয়তাবাদ, ও গণতন্ত্র বিরোধিতার ওপর ভিত্তি করে গঠিত। ইটালিতে মুসোলিনির নেতৃত্বে এর উত্থান ঘটে।

প্রশ্ন ৫: ১৯৩৯ সালের আগত পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে কেন নিয়ে যায়?
উত্তর:

  1. হিটলারের আগ্রাসী নীতি

  2. ভার্সাই চুক্তির বিরুদ্ধে প্রতিক্রিয়া

  3. লীগ অব নেশনসের ব্যর্থতা

  4. মিউনিখ চুক্তি

  5. পোল্যান্ড আক্রমণ

 অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: লীগ অব নেশনস ব্যর্থ হল কেন?
উত্তর:

  1. যুক্তরাষ্ট্র এর সদস্য না হওয়াতে দুর্বল হয়ে পড়ে

  2. নিজস্ব সেনাবাহিনী ছিল না

  3. হিটলার, মুসোলিনির মতো আগ্রাসী নেতাদের রুখতে ব্যর্থ হয়

  4. বিরোধ নিষ্পত্তিতে কঠোর পদক্ষেপ নিতে পারেনি

প্রশ্ন ২: হিটলারের শাসনের বৈশিষ্ট্যগুলি কী ছিল?
উত্তর:

  1. একনায়কতন্ত্র কায়েম

  2. নাৎসি মতবাদের প্রচার

  3. ইহুদিদের উপর নিপীড়ন

  4. আগ্রাসী বিদেশনীতি

  5. সমরাস্ত্র নির্মাণে মনোনিবেশ

প্রশ্ন ৩: মুসোলিনির ফ্যাসিবাদী নীতির বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর:

  1. রাষ্ট্রই সর্বোচ্চ

  2. গণতন্ত্রের বিরোধিতা

  3. বিরোধীদলের দমন

  4. সামরিক শক্তি বৃদ্ধির প্রচেষ্টা

প্রশ্ন ৪: ১৯৩০-এর দশকে অর্থনৈতিক মন্দা কিভাবে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে?
উত্তর:

  1. গণতন্ত্র দুর্বল হয়

  2. চরমপন্থী দলগুলি শক্তিশালী হয়

  3. নাৎসি ও ফ্যাসিস্ট মতবাদের উত্থান ঘটে

  4. বিশ্ব রাজনীতি অস্থির হয়ে ওঠে

 Multiple Choice Questions (MCQ) with Answers

প্রশ্ন ১: নাৎসি পার্টির নেতা কে ছিলেন?
A. মুসোলিনি
B. হিটলার
C. স্ট্যালিন
D. চার্চিল
উত্তর: B. হিটলার

প্রশ্ন ২: মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
A. জার্মানি
B. রাশিয়া
C. ইতালি
D. ফ্রান্স
উত্তর: C. ইতালি

প্রশ্ন ৩: ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় —
A. ১৯১৮
B. ১৯১৯
C. ১৯৩৩
D. ১৯৪৫
উত্তর: B. ১৯১৯

প্রশ্ন ৪: লীগ অব নেশনস গঠিত হয় —
A. প্রথম বিশ্বযুদ্ধের আগে
B. প্রথম বিশ্বযুদ্ধের পরে
C. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
D. ঠাণ্ডা যুদ্ধের সময়
উত্তর: B. প্রথম বিশ্বযুদ্ধের পরে

প্রশ্ন ৫: কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়?
A. হিটলারের জন্ম
B. যুক্তরাষ্ট্রের লীগে যোগ
C. পোল্যান্ড আক্রমণ
D. ভার্সাই চুক্তি
উত্তর: C. পোল্যান্ড আক্রমণ