Chapter 3 -
The World War Between the Two World Wars: 1919 – 1939 (দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী বিশ্বযুদ্ধ: ১৯১৯ - ১৯৩৯)
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: লীগ অব নেশনস গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর:
লিগ অব নেশনস গঠনের প্রধান উদ্দেশ্য ছিল —
-
বিশ্বশান্তি রক্ষা করা
-
আন্তর্জাতিক বিরোধ সমাধান করা
-
ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ করা
প্রশ্ন ২: ভার্সাই চুক্তির ফলে জার্মানির উপর কি প্রভাব পড়েছিল?
উত্তর:
-
জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করা হয়
-
বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে হয়
-
সামরিক শক্তি হ্রাস পায়
-
বহু অঞ্চল হারায়
-
জার্মান জাতির মধ্যে অসন্তোষ জন্মে, যার ফলে নাৎসিবাদের উত্থান ঘটে
প্রশ্ন ৩: নাৎসি পার্টি কবে ও কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: নাৎসি পার্টি ১৯২০ সালে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন ৪: ফ্যাসিবাদ কী?
উত্তর: ফ্যাসিবাদ হল একটি স্বৈরশাসক রাজনৈতিক মতবাদ যা একনায়কতন্ত্র, জাতীয়তাবাদ, ও গণতন্ত্র বিরোধিতার ওপর ভিত্তি করে গঠিত। ইটালিতে মুসোলিনির নেতৃত্বে এর উত্থান ঘটে।
প্রশ্ন ৫: ১৯৩৯ সালের আগত পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে কেন নিয়ে যায়?
উত্তর:
-
হিটলারের আগ্রাসী নীতি
-
ভার্সাই চুক্তির বিরুদ্ধে প্রতিক্রিয়া
-
লীগ অব নেশনসের ব্যর্থতা
-
মিউনিখ চুক্তি
-
পোল্যান্ড আক্রমণ
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: লীগ অব নেশনস ব্যর্থ হল কেন?
উত্তর:
-
যুক্তরাষ্ট্র এর সদস্য না হওয়াতে দুর্বল হয়ে পড়ে
-
নিজস্ব সেনাবাহিনী ছিল না
-
হিটলার, মুসোলিনির মতো আগ্রাসী নেতাদের রুখতে ব্যর্থ হয়
-
বিরোধ নিষ্পত্তিতে কঠোর পদক্ষেপ নিতে পারেনি
প্রশ্ন ২: হিটলারের শাসনের বৈশিষ্ট্যগুলি কী ছিল?
উত্তর:
-
একনায়কতন্ত্র কায়েম
-
নাৎসি মতবাদের প্রচার
-
ইহুদিদের উপর নিপীড়ন
-
আগ্রাসী বিদেশনীতি
-
সমরাস্ত্র নির্মাণে মনোনিবেশ
প্রশ্ন ৩: মুসোলিনির ফ্যাসিবাদী নীতির বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর:
-
রাষ্ট্রই সর্বোচ্চ
-
গণতন্ত্রের বিরোধিতা
-
বিরোধীদলের দমন
-
সামরিক শক্তি বৃদ্ধির প্রচেষ্টা
প্রশ্ন ৪: ১৯৩০-এর দশকে অর্থনৈতিক মন্দা কিভাবে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে?
উত্তর:
-
গণতন্ত্র দুর্বল হয়
-
চরমপন্থী দলগুলি শক্তিশালী হয়
-
নাৎসি ও ফ্যাসিস্ট মতবাদের উত্থান ঘটে
-
বিশ্ব রাজনীতি অস্থির হয়ে ওঠে
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: নাৎসি পার্টির নেতা কে ছিলেন?
A. মুসোলিনি
B. হিটলার
C. স্ট্যালিন
D. চার্চিল
উত্তর: B. হিটলার
প্রশ্ন ২: মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
A. জার্মানি
B. রাশিয়া
C. ইতালি
D. ফ্রান্স
উত্তর: C. ইতালি
প্রশ্ন ৩: ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় —
A. ১৯১৮
B. ১৯১৯
C. ১৯৩৩
D. ১৯৪৫
উত্তর: B. ১৯১৯
প্রশ্ন ৪: লীগ অব নেশনস গঠিত হয় —
A. প্রথম বিশ্বযুদ্ধের আগে
B. প্রথম বিশ্বযুদ্ধের পরে
C. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
D. ঠাণ্ডা যুদ্ধের সময়
উত্তর: B. প্রথম বিশ্বযুদ্ধের পরে
প্রশ্ন ৫: কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়?
A. হিটলারের জন্ম
B. যুক্তরাষ্ট্রের লীগে যোগ
C. পোল্যান্ড আক্রমণ
D. ভার্সাই চুক্তি
উত্তর: C. পোল্যান্ড আক্রমণ