Chapter 7 -
The Non-Aligned Movement (জোট নিরপেক্ষ আন্দোলন)
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: জোট নিরপেক্ষ আন্দোলন একটি আন্তর্জাতিক রাজনৈতিক নীতি যার মাধ্যমে কোনো দেশ বৃহৎ শক্তির (যেমন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন) নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ না দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে।
প্রশ্ন ২: জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কী ছিল?
উত্তর:
-
শান্তি বজায় রাখা
-
ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই
-
উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা
-
বৃহৎ শক্তিগুলির প্রভাব থেকে স্বাধীনতা বজায় রাখা
-
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
প্রশ্ন ৩: জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনাকারী প্রধান নেতারা কারা ছিলেন?
উত্তর:
-
জওহরলাল নেহেরু (ভারত)
-
মার্শাল টিটো (ইউগোস্লাভিয়া)
-
গামাল আব্দেল নাসের (মিশর)
-
সুকর্ণো (ইন্দোনেশিয়া)
-
কোয়াম এনক্রুমাহ (ঘানা)
প্রশ্ন ৪: জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন ১৯৬১ সালে ইউগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: জোট নিরপেক্ষ আন্দোলনের পটভূমি কী ছিল?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়—পশ্চিমে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট এবং পূর্বে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট। এই দুই মহাশক্তির প্রভাব থেকে মুক্ত থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে গঠন হয় জোট নিরপেক্ষ আন্দোলন।
প্রশ্ন ২: ভারত জোট নিরপেক্ষ আন্দোলনে কী ভূমিকা পালন করেছিল?
উত্তর: ভারত এই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ। জওহরলাল নেহেরু 'পঞ্চশীল নীতি'র মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেন এবং উন্নয়নশীল দেশগুলির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।
প্রশ্ন ৩: পঞ্চশীল নীতির মূল উপাদান কী?
উত্তর:
-
একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা
-
পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা
-
পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে সমতা
-
শান্তিপূর্ণ সহাবস্থান
-
শক্তি প্রয়োগ না করা
প্রশ্ন ৪: জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান প্রাসঙ্গিকতা আছে কি?
উত্তর: হ্যাঁ, যদিও শীতল যুদ্ধ শেষ হয়েছে, তবুও বর্তমান বিশ্বে উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষায় ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে NAM এখনো গুরুত্বপূর্ণ।
Multiple Choice Questions (MCQs)
প্রশ্ন ১: জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা কবে হয়েছিল?
A. ১৯৪৭
B. ১৯৫৫
C. ১৯৬১
D. ১৯৭০
উত্তর: C. ১৯৬১
প্রশ্ন ২: জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
A. কায়রো
B. দিল্লি
C. বেলগ্রেড
D. জাকার্তা
উত্তর: C. বেলগ্রেড
প্রশ্ন ৩: নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের একজন প্রতিষ্ঠাতা নেতা?
A. হো চি মিন
B. মার্শাল টিটো
C. চার্চিল
D. রুজভেল্ট
উত্তর: B. মার্শাল টিটো
প্রশ্ন ৪: পঞ্চশীল নীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
A. সামরিক জোটে যোগদান
B. শক্তি প্রয়োগ
C. শান্তিপূর্ণ সহাবস্থান
D. পরমাণু অস্ত্র ব্যবহার
উত্তর: C. শান্তিপূর্ণ সহাবস্থান
প্রশ্ন ৫: NAM-এর অর্থ কী?
A. National Armed Movement
B. Non-Allied Movement
C. Non-Aligned Movement
D. National Association of Members
উত্তর: C. Non-Aligned Movement