Chapter 8 -
Foreign policy of India (ভারতের পররাষ্ট্র নীতি)
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: ভারতের পররাষ্ট্র নীতি বলতে কী বোঝায়?
উত্তর: ভারতের পররাষ্ট্র নীতি এমন একটি নীতি যার মাধ্যমে ভারত অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন ও পরিচালনা করে। এই নীতির উদ্দেশ্য হল শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা।
প্রশ্ন ২: ভারতের পররাষ্ট্র নীতির মূল নীতিগুলি কী কী?
উত্তর: ভারতের পররাষ্ট্র নীতির মূল নীতিগুলি হল—
-
পঞ্চশীল নীতি
-
শান্তিপূর্ণ সহাবস্থান
-
জাতিসংঘের প্রতি শ্রদ্ধা
-
উপনিবেশবাদ ও বর্ণবাদের বিরোধিতা
-
জোট নিরপেক্ষতা
-
সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা
প্রশ্ন ৩: পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই-এর মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন ৪: পঞ্চশীল নীতির ৫টি মূল উপাদান কী কী?
উত্তর:
-
একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা
-
পারস্পরিক আক্রমণ না করা
-
একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা
-
সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা
-
শান্তিপূর্ণ সহাবস্থান
প্রশ্ন ৫: জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব কী ছিল?
উত্তর: জোট নিরপেক্ষ নীতির মাধ্যমে ভারত শীতল যুদ্ধের সময় কোনো সামরিক জোটে না গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এটি ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতির প্রতিফলন।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional QA)
প্রশ্ন ১: স্বাধীনতা-পরবর্তী ভারতের পররাষ্ট্র নীতিতে নেহেরুর অবদান কী?
উত্তর: নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তিনি পঞ্চশীল নীতি প্রবর্তন করেন এবং জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন। আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রশ্ন ২: জাতিসংঘে ভারতের ভূমিকা কী?
উত্তর: ভারত জাতিসংঘের একজন প্রতিষ্ঠাতা সদস্য। শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ, উপনিবেশবিরোধী আন্দোলনে সহায়তা এবং তৃতীয় বিশ্বের স্বার্থ রক্ষায় ভারতের অবদান উল্লেখযোগ্য।
প্রশ্ন ৩: ভারত আফ্রিকা ও এশিয়ার জাতিগুলির সঙ্গে কীভাবে সম্পর্ক গড়ে তোলে?
উত্তর: ভারত এসব জাতির উপনিবেশবিরোধী সংগ্রামে সহানুভূতি জানায়, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে এবং তাদের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করে।
Multiple Choice Questions (MCQ)
1. ভারতের পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য কী ছিল?
A. সামরিক জোটে যোগদান
B. অন্য দেশের শাসন
C. আন্তর্জাতিক শান্তি বজায় রাখা
D. পরমাণু অস্ত্র বিস্তার
উত্তর: C. আন্তর্জাতিক শান্তি বজায় রাখা
2. নিচের কোনটি পঞ্চশীল নীতির একটি উপাদান?
A. যুদ্ধ ঘোষণা
B. পারস্পরিক সুবিধা
C. সামরিক হস্তক্ষেপ
D. আক্রমণ চালানো
উত্তর: B. পারস্পরিক সুবিধা
3. পঞ্চশীল নীতির জন্ম কবে হয়?
A. ১৯৪৭
B. ১৯৫০
C. ১৯৫৪
D. ১৯৬১
উত্তর: C. ১৯৫৪
4. ভারতের জোট নিরপেক্ষ নীতি কাদের বিরোধিতা করে?
A. স্বাধীনতা আন্দোলন
B. সামরিক জোট
C. অর্থনৈতিক উন্নয়ন
D. জাতিসংঘ
উত্তর: B. সামরিক জোট
5. জাতিসংঘের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন?
A. শত্রুতাপূর্ণ
B. সহানুভূতিশীল ও শান্তিমূলক
C. নিরপেক্ষ
D. বাণিজ্যিক
উত্তর: B. সহানুভূতিশীল ও শান্তিমূলক