Chapter 11 - 

মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব

 পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: মানুষের চোখ কীভাবে কাজ করে?
উত্তর: মানুষের চোখে আলো প্রবেশ করে কর্নিয়ালেন্স এর মাধ্যমে। লেন্স আলোকে প্রতিসরণ করে রেটিনা-তে প্রতিচ্ছবি তৈরি করে। রেটিনার কোষগুলি সেই সংকেত অপটিক নার্ভ এর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়, ফলে আমরা দেখতে পাই।

প্রশ্ন ২: কর্নিয়া ও আইরিশ এর কাজ কী?
উত্তর:

  • কর্নিয়া: চোখের সামনের স্বচ্ছ স্তর যা আলোকে চোখের ভিতরে প্রবেশ করায়।

  • আইরিশ: কর্নিয়ার পেছনে রঙিন স্তর, যা আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে এবং পিউপিল কে ছোট-বড় করে।

প্রশ্ন ৩: রেটিনা কি?
উত্তর: রেটিনা চোখের পিছনের একটি অংশ, যেখানে আলো পড়ে প্রতিচ্ছবি গঠিত হয়। এতে আলোকসংবেদী কোষ থাকে।

প্রশ্ন ৪: চোখে রঙ চিনতে কোন কোষ কাজ করে?
উত্তর: কন কোষ (Cone Cells) চোখে রঙ চিনতে সাহায্য করে।

প্রশ্ন ৫: আমরা কেন বর্ণময় জগত দেখতে পাই?
উত্তর: আমাদের চোখের কন কোষ বিভিন্ন রঙের আলো গ্রহণ করতে পারে, তাই আমরা বিভিন্ন রঙ দেখতে পারি।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: চোখের লেন্স কেমন ধরনের লেন্স?
উত্তর: চোখের লেন্স একটি উত্তল (Convex) লেন্স, যা আলোকে সমবিন্দু করে রেটিনাতে প্রতিচ্ছবি তৈরি করে।

প্রশ্ন ২: পিউপিলের কাজ কী?
উত্তর: পিউপিল চোখে আলো প্রবেশের দরজা। এটি আলো বেশি হলে সংকুচিত হয় এবং কম আলো হলে প্রসারিত হয়।

প্রশ্ন ৩: চোখে যদি আলো না পড়ে, তাহলে কি আমরা দেখতে পারি?
উত্তর: না, কারণ আলো ছাড়া চোখে কোনো প্রতিচ্ছবি তৈরি হয় না।

প্রশ্ন ৪: অপটিক নার্ভের কাজ কী?
উত্তর: অপটিক নার্ভ রেটিনাতে গঠিত সংকেত মস্তিষ্কে পৌঁছে দেয়, যা দ্বারা আমরা বস্তু চিনতে পারি।

প্রশ্ন ৫: রঙ কীভাবে গঠিত হয়?
উত্তর: সাদা আলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের রঙে বিভক্ত হয়ে বিভিন্ন রঙ তৈরি করে। এই বিভাজনকে বর্ণচ্ছটা (Spectrum) বলে।

 Multiple Choice Questions (MCQ) with Answers

প্রশ্ন ১: চোখে আলো প্রবেশ করে —
A. রেটিনা দিয়ে
B. আইরিশ দিয়ে
C. কর্নিয়া ও পিউপিল দিয়ে
D. অপটিক নার্ভ দিয়ে
উত্তর: C. কর্নিয়া ও পিউপিল দিয়ে

প্রশ্ন ২: চোখের কোন অংশে প্রতিচ্ছবি গঠিত হয়?
A. কর্নিয়া
B. আইরিশ
C. রেটিনা
D. পিউপিল
উত্তর: C. রেটিনা

প্রশ্ন ৩: কোন কোষ রঙ চিনতে সাহায্য করে?
A. রড কোষ
B. কন কোষ
C. রেটিনা
D. লেন্স
উত্তর: B. কন কোষ

প্রশ্ন ৪: চোখের লেন্স হলো —
A. অবতল লেন্স
B. উত্তল লেন্স
C. সমতল আয়না
D. কাচ
উত্তর: B. উত্তল লেন্স

প্রশ্ন ৫: সাদা আলো বিভাজিত হলে যে রঙ গঠিত হয় তাকে বলে —
A. আলো প্রতিফলন
B. বর্ণচ্ছটা
C. অপটিক বিভাজন
D. অন্ধকার
উত্তর: B. বর্ণচ্ছটা

প্রশ্ন ৬: অপটিক নার্ভ —
A. চোখে আলো প্রবেশ করায়
B. প্রতিচ্ছবি তৈরি করে
C. মস্তিষ্কে সংকেত পাঠায়
D. চোখের রঙ নির্ধারণ করে
উত্তর: C. মস্তিষ্কে সংকেত পাঠায়