Chapter 12 - 

বিদ্যুৎ বিজ্ঞান

 পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: বিদ্যুৎ কী?
উত্তর: বিদ্যুৎ হলো একধরনের শক্তি যা আলো জ্বালাতে, তাপ উৎপন্ন করতে, শব্দ তৈরি করতে এবং যন্ত্র চালাতে ব্যবহৃত হয়।

প্রশ্ন ২: বৈদ্যুতিক বর্তনী কাকে বলে?
উত্তর: যখন বিদ্যুৎ উৎস (ব্যাটারি), পরিবাহী তার এবং বৈদ্যুতিক যন্ত্র একসাথে সংযুক্ত হয়ে বিদ্যুৎ প্রবাহিত করে, তখন তাকে বৈদ্যুতিক বর্তনী বলে।

প্রশ্ন ৩: সুইচের কাজ কী?
উত্তর: সুইচ বিদ্যুৎ প্রবাহ চালু বা বন্ধ করতে সাহায্য করে।

প্রশ্ন ৪: পরিবাহক এবং নিরোধকের মধ্যে পার্থক্য কী?
উত্তর:

  • পরিবাহক: যে বস্তু দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। যেমনঃ তামা, অ্যালুমিনিয়াম।

  • নিরোধক: যে বস্তু দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। যেমনঃ রাবার, কাঠ, প্লাস্টিক।

প্রশ্ন ৫: ব্যাটারির কাজ কী?
উত্তর: ব্যাটারি বিদ্যুৎ শক্তির উৎস। এটি রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: একটি সাধারণ বৈদ্যুতিক বর্তনী আঁকো এবং অংশগুলোর নাম লেখ।
উত্তর: (এই অংশে চিত্র আঁকা লাগিব, আপনি চাইলে আমি চিত্র সহ PDF বানাই দিব।)
উপাদান: ব্যাটারি, সুইচ, বাল্ব, তার।

প্রশ্ন ২: পরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও।
উত্তর: তামার তার, লোহার তার।

প্রশ্ন ৩: নিরোধক পদার্থের দুটি উদাহরণ দাও।
উত্তর: প্লাস্টিক, রাবার।

প্রশ্ন ৪: বৈদ্যুতিক শক্তির ৩টি ব্যবহার লেখ।
উত্তর:

  1. আলো জ্বালানো

  2. পাখা চালানো

  3. মোবাইল চার্জ করা

প্রশ্ন ৫: আলো জ্বালানোর জন্য একটি সরল বর্তনীতে কী কী লাগবে?
উত্তর: একটি ব্যাটারি, একটি বাল্ব, কিছু তার এবং একটি সুইচ।

প্রশ্ন ৬: বিদ্যুৎ চলাচল করতে গেলে বর্তনীটি কেমন হতে হবে?
উত্তর: বর্তনীটি বন্ধ (closed) থাকতে হবে, যাতে বিদ্যুৎ প্রবাহ বাধাহীনভাবে চলতে পারে।

Multiple Choice Questions (MCQ) with Answers

প্রশ্ন ১: নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহক?
A. কাঠ
B. তামা
C. রাবার
D. প্লাস্টিক
উত্তর: B. তামা

প্রশ্ন ২: সুইচ ব্যবহৃত হয়—
A. ব্যাটারি চার্জ করতে
B. বাল্ব জ্বালাতে
C. বিদ্যুৎ চালু ও বন্ধ করতে
D. বিদ্যুৎ উৎপাদন করতে
উত্তর: C. বিদ্যুৎ চালু ও বন্ধ করতে

প্রশ্ন ৩: ব্যাটারির কাজ কী?
A. তাপ তৈরি করা
B. আলো বন্ধ করা
C. বিদ্যুৎ সরবরাহ করা
D. বাল্ব জ্বালানো বন্ধ করা
উত্তর: C. বিদ্যুৎ সরবরাহ করা

প্রশ্ন ৪: কোনটি নিরোধক বস্তু?
A. লোহা
B. তামা
C. রাবার
D. সোনা
উত্তর: C. রাবার

প্রশ্ন ৫: একটি বর্তনী বিদ্যুৎ পরিবাহিতা করবে কখন?
A. সুইচ খোলা থাকলে
B. ব্যাটারি উল্টো হলে
C. বর্তনী খোলা থাকলে
D. বর্তনী বন্ধ থাকলে
উত্তর: D. বর্তনী বন্ধ থাকলে

প্রশ্ন ৬: বৈদ্যুতিক তার সাধারণত কোন ধাতুর তৈরি হয়?
A. রূপা
B. অ্যালুমিনিয়াম
C. তামা
D. লোহা
উত্তর: C. তামা