Chapter 16 -

প্রাকৃতিক সম্পদের পরিচালনা 

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: প্রাকৃতিক সম্পদ কী?
উত্তর: প্রকৃতির থেকে প্রাপ্ত সেই সমস্ত উপাদান যেগুলি মানুষের উপকারে আসে, তাদের প্রাকৃতিক সম্পদ বলে। যেমন – জল, মাটি, খনিজ, বন, বায়ু ইত্যাদি।

প্রশ্ন ২: প্রাকৃতিক সম্পদের দুটি শ্রেণির নাম লেখ।
উত্তর:

  1. নবীকরণযোগ্য সম্পদ (Renewable resources)

  2. অ-নবীকরণযোগ্য সম্পদ (Non-renewable resources)

প্রশ্ন ৩: জল একটি গুরুত্বপূর্ণ সম্পদ কেন?
উত্তর: জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এটি খাদ্য উৎপাদন, পানীয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।

প্রশ্ন ৪: বন সংরক্ষণ কেন জরুরি?
উত্তর: বন আমাদের অক্সিজেন দেয়, ভূমিক্ষয় রোধ করে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এবং জীবজন্তুর আবাসস্থল হিসেবে কাজ করে। তাই বন সংরক্ষণ অত্যন্ত জরুরি।

প্রশ্ন ৫: প্রাকৃতিক সম্পদের অপচয় রোধে কী কী করতে পারি?
উত্তর:

  1. জল অপচয় বন্ধ করা

  2. বিদ্যুৎ ও জ্বালানি বাঁচানো

  3. পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার

  4. গাছ লাগানো ও বনভূমি রক্ষা করা

 অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: নবীকরণযোগ্য ও অ-নবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর:

  • নবীকরণযোগ্য সম্পদ: সহজে পুনরায় ব্যবহারযোগ্য। যেমন – সূর্যরশ্মি, বায়ু, জল।

  • অ-নবীকরণযোগ্য সম্পদ: একবার শেষ হলে পুনরায় পাওয়া যায় না। যেমন – কয়লা, পেট্রোলিয়াম।

প্রশ্ন ২: জলদূষণের দুটি কারণ লেখ।
উত্তর:

  1. কলকারখানার বর্জ্য জলাশয়ে ফেলা

  2. কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার

প্রশ্ন ৩: বন উজাড়ের দুটি ক্ষতিকর প্রভাব লেখ।
উত্তর:

  1. ভূমিক্ষয় ঘটে

  2. বৃষ্টিপাত হ্রাস পায় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়

প্রশ্ন ৪: “Reduce, Reuse, Recycle” কী বোঝায়?
উত্তর: এই তিনটি শব্দ পরিবেশ সংরক্ষণের মূল মন্ত্র।

  • Reduce: কম ব্যবহার

  • Reuse: বারবার ব্যবহার

  • Recycle: পুনঃপ্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার

প্রশ্ন ৫: খনিজ সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখ।
উত্তর:

  1. অপচয় বন্ধ করা

  2. বিকল্প জ্বালানি উৎস ব্যবহার করা

Multiple Choice Questions (MCQ) with Answers

প্রশ্ন ১: কোনটি নবীকরণযোগ্য সম্পদ?
A. কয়লা
B. পেট্রোল
C. সূর্যরশ্মি
D. প্রাকৃতিক গ্যাস
উত্তর: C. সূর্যরশ্মি

প্রশ্ন ২: প্রাকৃতিক সম্পদের প্রধান উৎস হল —
A. কলকারখানা
B. বাজার
C. প্রকৃতি
D. দোকান
উত্তর: C. প্রকৃতি

প্রশ্ন ৩: বন উজাড়ের ফলে —
A. ভূমিক্ষয় হয় না
B. পরিবেশ শুদ্ধ হয়
C. প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়
D. বৃষ্টিপাত বাড়ে
উত্তর: C. প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়

প্রশ্ন ৪: “Reduce, Reuse, Recycle” এই নীতির উদ্দেশ্য হল —
A. কেবল অর্থ সাশ্রয়
B. বন সংরক্ষণ
C. জল অপচয়
D. পরিবেশ সংরক্ষণ
উত্তর: D. পরিবেশ সংরক্ষণ

প্রশ্ন ৫: নিচের কোনটি অ-নবীকরণযোগ্য সম্পদ?
A. বায়ু
B. জল
C. সূর্য
D. কয়লা
উত্তর: D. কয়লা