Chapter 4 -
কার্বন এবং ইহার যৌগ
পাঠ্যপুথির প্ৰশ্নোত্তৰ (Textbook Question Answers)
প্রশ্ন ১: নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) কার্বন কি ধাতু না অধাতু?
উত্তর: কার্বন একটি অধাতু।
(খ) কার্বনের দুটি রূপের নাম লেখো।
উত্তর: হীরা (Diamond) ও গ্রাফাইট (Graphite)।
(গ) কয়লা কিসের তৈরি?
উত্তর: কয়লা প্রধানত কার্বন দিয়ে তৈরি।
(ঘ) কাঠকয়লা কিভাবে তৈরি হয়?
উত্তর: কাঠকে বাতাসের অনুপস্থিতিতে উত্তপ্ত করলে কাঠকয়লা তৈরি হয়।
(ঙ) হীরার দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
-
হীরা খুবই কঠিন পদার্থ।
-
এটি স্বচ্ছ ও উজ্জ্বল, গহনাতে ব্যবহৃত হয়।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Questions & Answers)
প্রশ্ন ১: কার্বনের উৎস কী কী?
উত্তর: কার্বন প্রাকৃতিকভাবে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, গাছপালা ও প্রাণীর দেহে পাওয়া যায়।
প্রশ্ন ২: গ্রাফাইটের বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো।
উত্তর:
বৈশিষ্ট্য:
-
এটা নরম ও বিদ্যুৎ পরিবাহী।
-
ধাতুর মত চকচকে।
ব্যবহার: -
পেন্সিলের সীসে।
-
বৈদ্যুতিক কন্ডাক্টর হিসাবে।
প্রশ্ন ৩: হীরা ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য লেখো।
বিষয় | হীরা | গ্রাফাইট |
---|---|---|
কঠোরতা | পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ | নরম |
বিদ্যুৎ পরিবাহিতা | পরিবাহক নয় | পরিবাহক |
ব্যবহার | গহনা, কাটিং যন্ত্র | পেন্সিল, বৈদ্যুতিক কন্ডাক্টর |
প্রশ্ন ৪: কাঠকয়লা ও কোক-এর মধ্যে পার্থক্য লেখো।
বিষয় | কাঠকয়লা | কোক |
---|---|---|
উৎস | কাঠ | খনিজ কয়লা |
ব্যবহার | জ্বালানী, শোষণকারী পদার্থ | ধাতু গলানোর কাজে |
প্রশ্ন ৫: কয়লার ব্যবহার লেখো।
উত্তর:
-
জ্বালানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনে।
-
শিল্পে ধাতু গলানোর কাজে।
-
গৃহস্থালী রান্নায় (পূৰ্বে)।
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: নিচের কোনটি কার্বনের রূপ নয়?
A. হীরা
B. গ্রাফাইট
C. সোডিয়াম
D. কোক
উত্তর: C. সোডিয়াম
প্রশ্ন ২: কার্বনের একটি বৈশিষ্ট্য হলো—
A. ধাতু
B. তাপ পরিবাহক নয়
C. কঠিন পদার্থ নয়
D. বিদ্যুৎ সবসময় পরিবাহক
উত্তর: B. তাপ পরিবাহক নয়
প্রশ্ন ৩: কোন রূপের কার্বন গহনাতে ব্যবহৃত হয়?
A. কাঠকয়লা
B. গ্রাফাইট
C. হীরা
D. কোক
উত্তর: C. হীরা
প্রশ্ন ৪: নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহক অধাতু?
A. হাইড্রোজেন
B. গ্রাফাইট
C. অক্সিজেন
D. নাইট্রোজেন
উত্তর: B. গ্রাফাইট
প্রশ্ন ৫: কাঠকয়লা তৈরি হয়—
A. কয়লা পুড়িয়ে
B. কাঠ পচিয়ে
C. কাঠকে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করে
D. জল মিশিয়ে
উত্তর: C. কাঠকে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করে
প্ৰশ্ন ৬: কোক-এর একটি ব্যবহার কী?
A. খাবার তৈরি
B. পেন্সিল তৈরি
C. ধাতু গলানো
D. গহনা তৈরি
উত্তর: C. ধাতু গলানো