Chapter 5 -
মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন
পাঠ্যপুথির প্ৰশ্নোত্তৰ (Textbook Question Answers)
প্রশ্ন ১: মৌল কাকে বলে?
উত্তর: যেসব পদার্থ একটিমাত্র প্রকারের পরমাণু দিয়ে গঠিত, এবং যাকে রাসায়নিকভাবে সরলতর পদার্থে বিভক্ত করা যায় না, তাকে মৌল বলে।
উদাহরণ: হাইড্রোজেন (H), অক্সিজেন (O), লোহা (Fe) ইত্যাদি।
প্রশ্ন ২: মৌলসমূহকে শ্রেণিবদ্ধ করার প্রয়োজন কেন?
উত্তর:
-
মৌলসমূহের বৈশিষ্ট্য ও ব্যবহার সহজে বোঝার জন্য।
-
নতুন মৌল আবিষ্কারে সহায়ক হয়।
-
মৌলগুলোর গঠন, ধর্ম ও পারস্পরিক সম্পর্ক বোঝা যায়।
প্রশ্ন ৩: মৌলসমূহ কত ভাগে ভাগ করা হয়? লিখ।
উত্তর: মৌলসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় –
-
ধাতু (Metals)
-
অধাতু (Non-metals)
-
উপাধাতু (Metalloids)
প্রশ্ন ৪: আধুনিক পর্যায় সারণি কার তৈরি?
উত্তর: আধুনিক পর্যায় সারণি রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ (Mendeleev) প্রণয়ন করেন, এবং পরে এটি মোসেলি (Moseley) দ্বারা আধুনিকভাবে সংশোধিত হয়।
প্রশ্ন ৫: পর্যায় সারণিতে মৌলসমূহ কিভাবে সাজানো হয়?
উত্তর: আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী সাজানো হয়।
প্রশ্ন ৬: পর্যায় সারণিতে কতটি গ্রুপ এবং কতটি পিরিয়ড আছে?
উত্তর: আধুনিক পর্যায় সারণিতে
-
১৮টি গ্রুপ (Group)
-
৭টি পিরিয়ড (Period) থাকে।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Questions & Answers)
প্রশ্ন ১: ধাতু, অধাতু ও উপাধাতুর পার্থক্য লেখো।
বৈশিষ্ট্য | ধাতু | অধাতু | উপাধাতু |
---|---|---|---|
চকচকে | থাকে | থাকে না | কিছুটা থাকে |
তাপ/বিদ্যুৎ পরিবাহক | হ্যাঁ | না | মাঝারি |
উদাহরণ | তামা, লোহা | অক্সিজেন, গন্ধক | বোরন, সিলিকন |
প্রশ্ন ২: মৌল শ্রেণিবিন্যাসে মেন্ডেলিফের অবদান কী?
উত্তর:
-
মেন্ডেলিফ মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করেন।
-
তিনি মৌলগুলোর ধর্মের পুনরাবৃত্তি লক্ষ্য করেন।
-
তিনি ভবিষ্যতে আবিষ্কৃত হওয়া মৌলের জন্য ফাঁকা জায়গা রেখেছিলেন।
প্রশ্ন ৩: উপাধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
-
এরা ধাতু ও অধাতুর উভয় বৈশিষ্ট্যই কিছু কিছু দেখায়।
-
তাপ ও বিদ্যুৎ মাঝারি হারে পরিবাহক।
প্রশ্ন ৪: পারমাণবিক সংখ্যা কী?
উত্তর: কোনো মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা পারমাণবিক সংখ্যা নামে পরিচিত। এটি মৌল শনাক্ত করতে সাহায্য করে।
প্রশ্ন ৫: আধুনিক পর্যায় সারণির গুরুত্ব কী?
উত্তর:
-
মৌলসমূহের ধর্ম ও শ্রেণিবিন্যাস সহজ হয়।
-
একই গুণযুক্ত মৌল একই গ্রুপে থাকে।
-
নতুন মৌলের অবস্থান পূর্বাভাস দেওয়া যায়।
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: মৌল গঠিত হয় —
A. যৌগ থেকে
B. একই প্রকার পরমাণু থেকে
C. বিভিন্ন প্রকার পরমাণু থেকে
D. ধাতু ও অধাতু থেকে
উত্তর: B. একই প্রকার পরমাণু থেকে
প্রশ্ন ২: আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহ কী অনুযায়ী সাজানো হয়?
A. পারমাণবিক ভর
B. গাঠনিক গঠন
C. ধর্ম অনুযায়ী
D. পারমাণবিক সংখ্যা
উত্তর: D. পারমাণবিক সংখ্যা
প্রশ্ন ৩: নিচের কোনটি একটি উপাধাতু?
A. লোহা
B. অক্সিজেন
C. সিলিকন
D. হাইড্রোজেন
উত্তর: C. সিলিকন
প্রশ্ন ৪: পর্যায় সারণিতে গ্রুপ সংখ্যা —
A. ৭
B. ১০
C. ১৮
D. ২০
উত্তর: C. ১৮
প্রশ্ন ৫: মেন্ডেলিফ মৌলসমূহ শ্রেণিবদ্ধ করেছিলেন —
A. পারমাণবিক সংখ্যা অনুযায়ী
B. পারমাণবিক ভরের ভিত্তিতে
C. মৌলিক ধর্ম অনুযায়ী
D. রঙ অনুযায়ী
উত্তর: B. পারমাণবিক ভরের ভিত্তিতে
প্ৰশ্ন ৬: নিচের কোনটি ধাতু?
A. অক্সিজেন
B. হাইড্রোজেন
C. তামা
D. ক্লোরিন
উত্তর: C. তামা