Chapter 6 - 

জীবন প্রক্রিয়া

পাঠ্যপুথির প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: জীবন প্রক্রিয়া কাকে বলে?
উত্তর:
 জীবের মধ্যে ঘটে চলা সমস্ত মৌলিক প্রক্রিয়া, যেমন — পুষ্টি, শ্বাস-প্রশ্বাস, রেচন, বংশবৃদ্ধি ইত্যাদিকে জীবন প্রক্রিয়া বলা হয়।

প্রশ্ন ২: উদ্ভিদের মধ্যে পুষ্টি গ্রহণের প্রক্রিয়াটি কী নামে পরিচিত?
উত্তর:
 উদ্ভিদের মধ্যে পুষ্টি গ্রহণের প্রক্রিয়াটিকে প্রকাশ্যপুষ্টি বা অটোট্রফিক নিউট্রিশন বলে।

প্রশ্ন ৩: সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
উত্তর
সবুজ উদ্ভিদ সূর্যালোক, কার্বন ডাই-অক্সাইড ও জল ব্যবহার করে পাতার ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াকে জৈবসংশ্লেষণ (Photosynthesis) বলে।

প্রশ্ন ৪: শ্বাসপ্রশ্বাস কাকে বলে?
উত্তর:
 জীবদেহে অক্সিজেন গ্রহণ করে খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে শ্বাসপ্রশ্বাস বলে।

প্রশ্ন ৫: এককোষী প্রাণী কীভাবে খাদ্য গ্রহণ করে?
উত্তর
এককোষী প্রাণী, যেমন অ্যামিবা, তাদের কোষঝিল্লি ব্যবহার করে খাদ্যকে ঘিরে ফেলে এবং তা শোষণ করে।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Questions & Answers)

প্রশ্ন ১: জীবন প্রক্রিয়ার কয়টি প্রধান ধাপ আছে? লিখ।
উত্তর: জীবন প্রক্রিয়ার প্রধান ধাপগুলি হলো:

(i) পুষ্টি

(ii) শ্বাসপ্রশ্বাস

(iii) রেচন

(iv) বংশবৃদ্ধি

(v) উত্তেজনাতত্ত্ব (Stimuli) প্রতিক্রিয়া

(vi) বর্জ্য অপসারণ

প্রশ্ন ২: হেটারোট্রফিক ও অটোট্রফিক পুষ্টির মধ্যে পার্থক্য লেখো।

বিষয়                        হেটারোট্রফিক              অটোট্রফিক
খাদ্য                        অন্য উৎস থেকে পায়                 নিজেরাই তৈরি করে
উদাহরণ                               মানুষ, পশু                         সবুজ উদ্ভিদ


প্রশ্ন ৩: শ্বসনের মাধ্যমে উৎপন্ন শক্তি জীব কিভাবে ব্যবহার করে?
উত্তর:
শ্বসনের মাধ্যমে উৎপন্ন শক্তি জীব দেহের বিভিন্ন কাজ যেমন — চলাফেরা, বৃদ্ধি, কোষ বিভাজন ও অন্যান্য জীবপ্রক্রিয়া সম্পাদনে ব্যবহার করে।

প্রশ্ন ৪: বর্জ্য পদার্থ দেহ থেকে বের হওয়াকে কি বলে?
উত্তর:
দেহে তৈরি অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে ফেলার প্রক্রিয়াকে রেচন (Excretion) বলে।

প্রশ্ন ৫: প্রাণীরা কীভাবে খাদ্য গ্রহণ করে?
উত্তর: প্রাণীরা মুখের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, পরে তা হজম হয় এবং দেহে শোষিত হয়।

Multiple Choice Questions (MCQ) with Answers

প্রশ্ন ১: জীবনের মৌলিক প্রক্রিয়া কোনটি নয়?
A. শ্বাসপ্রশ্বাস
B. খেলা দেখা
C. রেচন
D. পুষ্টি
উত্তর: B. খেলা দেখা

প্রশ্ন ২: সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম কী?
A. হজম
B. জৈবসংশ্লেষণ
C. শ্বসন
D. রেচন
উত্তর: B. জৈবসংশ্লেষণ

প্রশ্ন ৩: অ্যামিবা কীভাবে খাদ্য গ্রহণ করে?
A. দাঁত দিয়ে কেটে
B. হাত দিয়ে তোলে
C. কোষঝিল্লি দিয়ে ঘিরে ধরে
D. শিকড় দিয়ে吸吸 করে
উত্তর: C. কোষঝিল্লি দিয়ে ঘিরে ধরে

প্রশ্ন ৪: কোনটি শ্বাসপ্রশ্বাসের সময় ব্যবহৃত হয়?
A. নাইট্রোজেন
B. অক্সিজেন
C. কার্বন
D. হাইড্রোজেন
উত্তর: B. অক্সিজেন

প্রশ্ন ৫: রেচন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়?
A. খাদ্য হজম
B. শক্তি উৎপাদন
C. বর্জ্য অপসারণ
D. খাদ্য সংরক্ষণ
উত্তর: C. বর্জ্য অপসারণ

প্ৰশ্ন ৬: নিচের কোনটি এককোষী জীব?
A. মানুষ
B. গাছ
C. অ্যামিবা
D. কুকুর
উত্তর: C. অ্যামিবা