Chapter 7 -
নিয়ন্ত্রণ ও সমন্বয়
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: নিয়ন্ত্রণ ও সমন্বয় কাকে বলে?
উত্তর: জীবদেহে বিভিন্ন অঙ্গের কাজ সঠিকভাবে পরিচালনা ও একত্রিতভাবে পরিচালনার জন্য একটি পদ্ধতি থাকে, একেই নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে।
প্রশ্ন ২: প্রাণীদের মধ্যে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রধান দুই পদ্ধতির নাম লেখো।
উত্তর:
-
স্নায়ুতন্ত্র (Nervous system)
-
হরমোন তন্ত্র বা অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine system)
প্রশ্ন ৩: উদ্ভিদের মধ্যে নিয়ন্ত্রণ কিভাবে হয়?
উত্তর: উদ্ভিদে হরমোনের (প্লান্ট হরমোন) মাধ্যমে নিয়ন্ত্রণ ও সমন্বয় ঘটে, যেমন — অক্সিন, সাইটোকাইনিন ইত্যাদি।
প্রশ্ন ৪: স্নায়ু কাকে বলে?
উত্তর: স্নায়ু হলো এক ধরনের দড়ির মতো গঠনবিশিষ্ট কোষগুচ্ছ, যা মস্তিষ্ক বা মজ্জার সাথে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংকেত আদান-প্রদান করে।
প্রশ্ন ৫: নিউরন কী?
উত্তর: নিউরন হলো স্নায়ুতন্ত্রের একক বা মৌলিক একক। এটি স্নায়ুতন্ত্রের মাধ্যমে বার্তা বহন করে।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রয়োজন কেন?
উত্তর:
-
দেহের সব অঙ্গ যেন সঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করতে।
-
বাইরের পরিবর্তনের প্রতিক্রিয়ায় সাড়া দিতে।
-
দেহের অভ্যন্তরীণ পরিবেশ স্থিতিশীল রাখতে।
প্রশ্ন ২: হরমোন কাকে বলে?
উত্তর: হরমোন হলো রাসায়নিক পদার্থ, যা অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে গিয়ে শরীরের নির্দিষ্ট অঙ্গ বা কোষে প্রভাব ফেলে।
প্রশ্ন ৩: উদ্ভিদের হরমোনের কাজ কী?
উত্তর: উদ্ভিদের হরমোন উদ্ভিদের বৃদ্ধি, দিশা প্রতিক্রিয়া (tropism), ফুল ফোটা, ফল হওয়া ইত্যাদিতে সাহায্য করে।
প্রশ্ন ৪: মস্তিষ্কের প্রধান তিনটি অংশের নাম লেখো।
উত্তর:
-
সেরিব্রাম (Cerebrum) – চিন্তা, স্মৃতি, ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করে।
-
সেরিবেলাম (Cerebellum) – দেহের ভারসাম্য বজায় রাখে।
-
মেডুলা অবলংগাটা – হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাস ইত্যাদি নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন ৫: দৃষ্টান্তসহ উদ্ভিদে দিশা প্রতিক্রিয়া (tropism) ব্যাখ্যা করো।
উত্তর:
উদ্ভিদের কোনও অংশ বিশেষ দিকের প্রতি প্রতিক্রিয়া দেখালে তাকে ট্রপিজম বা দিশা প্রতিক্রিয়া বলে।
উদাহরণ:
– আলোর দিকে গাছের কান্ড বৃদ্ধি – আলোকদিশা প্রতিক্রিয়া (Phototropism)
– মাটির দিকে শিকড়ের বৃদ্ধি – মৌলিক প্রতিক্রিয়া (Geotropism)
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: নিউরন হলো —
A. পেশি কোষ
B. হাড়ের কোষ
C. স্নায়ু কোষ
D. রক্ত কোষ
উত্তর: C. স্নায়ু কোষ
প্রশ্ন ২: উদ্ভিদের হরমোন কোনটি?
A. অ্যাড্রিনালিন
B. অক্সিন
C. ইনসুলিন
D. থাইরক্সিন
উত্তর: B. অক্সিন
প্রশ্ন ৩: মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে —
A. হৃদয়
B. হাড়
C. সমস্ত দেহের কার্যাবলী
D. পেশি
উত্তর: C. সমস্ত দেহের কার্যাবলী
প্রশ্ন ৪: স্নায়ুতন্ত্রের মাধ্যমে কোনটি ঘটে?
A. হরমোন নিঃসরণ
B. বংশবৃদ্ধি
C. সংকেত পরিবহণ
D. হজম
উত্তর: C. সংকেত পরিবহণ
প্রশ্ন ৫: উদ্ভিদের কোন অঙ্গ আলোর দিকে বাড়ে?
A. শিকড়
B. কাণ্ড
C. ফুল
D. ফল
উত্তর: B. কাণ্ড
প্রশ্ন ৬: হরমোন নিঃসরণ করে —
A. বহিঃক্ষরা গ্রন্থি
B. অন্তঃক্ষরা গ্রন্থি
C. স্নায়ু
D. হাড়
উত্তর: B. অন্তঃক্ষরা গ্রন্থি