Chapter 8 -
জীবের প্রজনন কিভাবে হয়?
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: প্রজনন কাকে বলে?
উত্তর: নতুন জীব উৎপন্ন করার প্রক্রিয়াকেই প্রজনন বলে। এটি জীবের একটি গুরুত্বপূর্ণ জীবন প্রক্রিয়া।
প্রশ্ন ২: প্রজননের কত প্রকারভেদ আছে? লিখ।
উত্তর: প্রজনন প্রধানত দুই প্রকার:
-
অলিঙ্গ প্রজনন (Asexual reproduction)
-
লিঙ্গ প্রজনন (Sexual reproduction)
প্রশ্ন ৩: অলিঙ্গ প্রজনন কাকে বলে?
উত্তর: যেখানে একক পিতা বা মাতার মাধ্যমেই নতুন জীবের সৃষ্টি হয়, তাকেই অলিঙ্গ প্রজনন বলে। এই প্রক্রিয়ায় লিঙ্গ কোষের প্রয়োজন হয় না।
প্রশ্ন ৪: উদাহরণসহ অলিঙ্গ প্রজননের দুইটি পদ্ধতি লেখ।
উত্তর:
-
বিভাজন (Binary fission): অ্যামিবা নিজের দেহকে দুই ভাগে বিভক্ত করে।
-
অঙ্কুরোদ্গম (Budding): ইস্ট বা হাইড্রা দেহে একটি কুঁড়ি তৈরি হয়, যা বড় হয়ে নতুন জীব হয়।
প্রশ্ন ৫: উদ্ভিদে লিঙ্গ প্রজনন কিভাবে হয়?
উত্তর: উদ্ভিদের ফুলে থাকা পুরুষ ও স্ত্রী জনন অঙ্গের মাধ্যমে পরাগায়ণ ও নিষেকের পর বীজ তৈরি হয় এবং তাতে নতুন গাছ জন্মায়।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: লিঙ্গ প্রজনন কাকে বলে?
উত্তর:
যেখানে দুটি অভিভাবক (পুরুষ ও স্ত্রী) লিঙ্গ কোষের মাধ্যমে নতুন জীব তৈরি করে, তাকে লিঙ্গ প্রজনন বলে।
প্রশ্ন ২: বীজ কিভাবে গাছ তৈরি করে?
উত্তর:
বীজে ভ্রূণ থাকে। অনুকূল পরিবেশে বীজ অঙ্কুরিত হয়ে নতুন গাছ তৈরি করে।
প্রশ্ন ৩: হাইড্রা কিভাবে বংশবৃদ্ধি করে?
উত্তর:
হাইড্রা তার দেহে একটি কুঁড়ির (bud) মাধ্যমে অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে।
প্রশ্ন ৪: পরাগায়ণ কাকে বলে?
উত্তর:
পুষ্পের পূরুষ অঙ্গ থেকে স্ত্রী অঙ্গে পরাগরেণু স্থানান্তর হওয়াকে পরাগায়ণ বলে।
প্রশ্ন ৫: উদ্ভিদে নিষেক কি?
উত্তর:
যখন পরাগরেণু স্ত্রী গর্ভকোষের সাথে মিলিত হয়, তখন নিষেক হয়। এতে ভ্রূণ গঠিত হয়।
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: অলিঙ্গ প্রজননে কটি পিতা-মাতার প্রয়োজন হয়?
A. দুইটি
B. একটিও না
C. একটি
D. চারটি
উত্তর: C. একটি
প্রশ্ন ২: কোন জীবটি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে?
A. হাইড্রা
B. অ্যামিবা
C. গোলাপ
D. ইস্ট
উত্তর: B. অ্যামিবা
প্রশ্ন ৩: অঙ্কুরোদ্গম দেখা যায় —
A. গোলাপে
B. হাইড্রা ও ইস্টে
C. গরুতে
D. সাপে
উত্তর: B. হাইড্রা ও ইস্টে
প্রশ্ন ৪: ফুলের কোন অংশে বীজ তৈরি হয়?
A. পাপড়ি
B. বৃতি
C. গর্ভাশয়
D. পরাগদাণু
উত্তর: C. গর্ভাশয়
প্রশ্ন ৫: লিঙ্গ প্রজননে কোন কোষ অংশ নেয়?
A. দেহকোষ
B. হরমোন
C. লিঙ্গ কোষ
D. নিউরন
উত্তর: C. লিঙ্গ কোষ
প্রশ্ন ৬: কোনটি লিঙ্গ প্রজননের উদাহরণ?
A. ইস্ট
B. অ্যামিবা
C. মানুষ
D. প্লান্ট ক্লোন
উত্তর: C. মানুষ