Chapter 8
পৃথিবীর ভূগোল
1. পৃথিবীর ভূমি ও জলের সারণী সম্পর্কে সংক্ষেপে লিখ।
উত্তরঃ- টেরেস্ট্রিয়াল জোন হল পৃথিবীর সেই অংশ যা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উপরে। ভূমির ভর ৭টি মহাদেশ নিয়ে গঠিত। এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা নিয়ে গঠিত। ভূমি এলাকার 29%। এই ভূমির বৃহত্তম অংশ (প্রায় 67%) উত্তর গোলার্ধে অবস্থিত। বিশ্বের জনসংখ্যার 90% উত্তর গোলার্ধে বাস করে।
জলাশয়:- জলাশয় হল পৃথিবীর পৃষ্ঠের বিশাল অংশ যা সমুদ্র সহ নদী, হ্রদ, জলাধার ইত্যাদি দ্বারা বেষ্টিত। জলের টেবিলটি পৃথিবীর পৃষ্ঠের 71% জুড়ে রয়েছে। বিশ্বের পাঁচটি প্রধান মহাসাগর হল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। জলের টেবিলের সিংহভাগ, 57%, দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
2. মহাদেশীয় স্থানচ্যুতি সূত্র অনুসারে শুরুতে পৃথিবীর অবস্থা কী ছিল?
উত্তরঃ- মহাদেশীয় স্থানচ্যুতি সূত্র অনুসারে, প্রায় 300 মিলিয়ন বছর আগে, পৃথিবীর ভূমি ভর একত্রিত হয়েছিল এবং জল দ্বারা বেষ্টিত ছিল। সেই রাজ্যে পৃথিবীর ভূমি ভর পেঞ্জিয়া নামে পরিচিত এবং জলের ভর পান্থলাসা নামে পরিচিত। উপদ্বীপের ডান দিক দিয়ে পূর্ব-পশ্চিমে একটি ফাটল দ্বারা একটি সরু এবং দীর্ঘ সমুদ্র গঠিত হয়েছিল। টেথিসের সাগর নামে পরিচিত সেই সাগর উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত করেছে। উত্তরের অংশটিকে বলা হয় আঙ্গারা ল্যান্ড (লরাশিয়া) এবং দক্ষিণের অংশটিকে বলা হয় গন্ডোয়ানাল্যান্ড। 250 মিলিয়ন বছর আগে, ভূত্বক ফাটল এবং মহাদেশীয় আন্দোলন আঙ্গারাল্যান্ড বা লরাশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ডকে নিরক্ষীয় এবং পশ্চিম দিকে অগ্রসর হওয়া বর্তমান মহাদেশগুলিতে বিভক্ত করেছিল। লরাশিয়া বিভক্ত হয়ে ইউরোপ ও এশিয়া মহাদেশ, উত্তর আমেরিকার উত্তরে, গ্রিনল্যান্ড এবং ভারতীয় উপমহাদেশ গঠন করে। অন্যদিকে, গন্ডোয়ানাল্যান্ড বিভক্ত হয়ে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মাদাগাস্কার, ভারত, আরব উপদ্বীপ, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, মালয়েশিয়া এবং অন্যান্য দ্বীপ গঠন করে।
3. সমুদ্রতলের ভূ তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।
উত্তরঃ- সমুদ্রতলের টপোগ্রাফি খুবই অসম। সমুদ্রের তলটি পাহাড়, উপত্যকা, সমুদ্রের টিলা এবং গিরিখাত দিয়ে ঘেরা। সমুদ্রের গড় গভীরতা 4,000 মিটার। গভীরতা ধীরে ধীরে উপকূল থেকে সমুদ্রের মাঝখানে বাড়তে থাকে। এখানে পাওয়া ভূমিরূপগুলি হল যথাক্রমে উপকূল, সমুদ্রের ঢাল, সমুদ্রের ঢাল, গভীর সমুদ্রতল, সমুদ্রতল উপত্যকা, সামুদ্রিক প্রাচীর, দ্বীপ এবং গভীর সমুদ্রতল। ঢালগুলি অনুসরণ করে, সমুদ্রপৃষ্ঠে গভীর সমুদ্রতল উপত্যকা (4000 মিটার গভীর পর্যন্ত), গভীরতম সমুদ্র অববাহিকা (গড় 8000 মিটার) এবং বিক্ষিপ্ত শিলা গঠন এবং দ্বীপ রয়েছে।
4. মহাসাগর ও মহাদেশের বন্টন সংক্ষেপে বর্ণনা কর।
উত্তরঃ- মহাদেশের বণ্টন:-
স্থল ভর হল পৃথিবীর অংশ যা সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উপরে। স্থল গোলক জল গোলক বিভক্ত করা হয়. ভূমির ভর চারটি বড় অংশে বিভক্ত।
· প্রথম, অংশ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ নিয়ে গঠিত
দ্বিতীয়ত, অংশটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ
তৃতীয়ত, ওশেনিয়া মহাদেশ, যা অস্ট্রেলিয়া এবং অনেক দ্বীপ নিয়ে গঠিত
চতুর্থত, বিভাগটি অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে গঠিত।
মহাসাগরের বন্টন:-
বিশ্বের পাঁচটি প্রধান মহাসাগর হল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর।
প্রশান্ত মহাসাগর 一 এশিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত।
আটলান্টিক মহাসাগর 一 একদিকে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং অন্যদিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত।
ভারত মহাসাগর 一 এশিয়ার দক্ষিণে, আফ্রিকার পূর্বে এবং ওশেনিয়ার পশ্চিমে অবস্থিত।
উত্তর মহাসাগর 一 উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া মহাদেশের উত্তরে অবস্থিত।
দক্ষিণ মহাসাগর 一 দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ওশেনিয়া মহাদেশগুলির দক্ষিণে অবস্থিত।
5. পৃথিবীর পৃষ্ঠের ভূমিরূপ সংক্ষেপে বর্ণনা কর।
উত্তরঃ- পাহাড়, পাহাড়, সমভূমি, মালভূমি ইত্যাদির উপস্থিতি ভূমি পৃষ্ঠকে অসম করে তোলে। পৃথিবীর সাতটি মহাদেশ - এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা - প্রতিটিরই আলাদা টপোগ্রাফি রয়েছে।
(ক) পর্বতমালা: এশিয়ার হিমালয়, কারাকোরাম, তিয়েনচাং, আরভালি; ইউরোপীয় ককেশাস, আল্পস; দক্ষিণ আমেরিকান আন্দিজ; উত্তর আমেরিকার রকি; ওশেনিয়ার তুষারময় পর্বতমালা উল্লেখযোগ্য। মাউন্ট এভারেস্ট (8848 মি) পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। একইভাবে, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা (8,000 কিমি) বিশ্বের বৃহত্তম।
(খ) সমভূমি:- গঙ্গা, ব্রহ্মপুত্র নদী উপত্যকা সমভূমি, হুয়াংহো, ইরাবদি, মেকং, এশিয়ার চিকিয়াং নদী উপত্যকা সমভূমি; ফ্রান্সের উপকূল থেকে ইউরাল পর্বতমালা পর্যন্ত ইউরোপের সমভূমি; আফ্রিকার কঙ্গো, নাইজার, লিম্পোপো এবং জাম্বেজির নদী উপত্যকা সমভূমি, উত্তর উত্তর আমেরিকার বিস্তীর্ণ উচ্চ সমভূমি, উপকূলীয় নিম্নভূমি, আমাজন, পারানা এবং পারগুয়েরা নদীর বিস্তীর্ণ সমভূমি এবং ওশেনিয়ার মুর এবং ডার্লিং নদীর সমভূমি।
(c) মালভূমি: পামির, তিব্বতি, সাইবেরিয়ান, মঙ্গোলিয়ান, আরব, ইরানী এবং এশিয়ার দক্ষিণ মালভূমি; দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এবং পারানা-পাটাগানিয়া মালভূমি ও ওশেনিয়ায় অস্ট্রেলিয়ার প্রভাব রয়েছে। পামির মালভূমিকে বিশ্বের বৃহত্তম মালভূমি বলে মনে করা হয়।
6. এশিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন।
উত্তরঃ- এশিয়া পর্বত, সমভূমি, মালভূমি, মরুভূমি, নদী, হ্রদ, দ্বীপ ইত্যাদি নিয়ে গঠিত। এদের মধ্যে কিছু পৃথিবীর অন্যান্য অংশে পাওয়া যায় না। এই বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ মহাদেশটিকে তার স্বতন্ত্রতা দেয়।
(ক) এশিয়ার পর্বতমালা: হিমালয়, কারাকোরাম, তিয়েনশান, আরভালি, ইউরালস ইত্যাদি মহাদেশটি মাউন্ট এভারেস্ট (8,848 মিটার), দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, গডউইন অস্টিন (8,661 মিটার) এবং তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চন জংঘা (8,586 মিটার) এর আবাসস্থল।
(b) এশিয়ার মালভূমি: তিব্বত মালভূমি, সাইবেরিয়ান মালভূমি, মঙ্গোলীয় মালভূমি, দক্ষিণ মালভূমি, আরবীয় মালভূমি, ইরানী মালভূমি ইত্যাদি। মহাদেশটি বিশ্বের সর্বোচ্চ পামির মালভূমির আবাসস্থল।
(c) এশিয়ার নদী: গঙ্গা, ব্রহ্মপুত্র, মধ্য-দক্ষিণে সিন্ধু, উত্তরে ইয়েনিচি, ওবি ও লেনা, পূর্বে আমুর, হুয়াংহো, চিকিয়াং, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ইরাবতী, মেকং, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ও নর্মদা বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম নদী, ব্রহ্মপুত্র, মাজরামা নদী ও উরল্যান্ডে অবস্থিত। যথাক্রমে নদী। এছাড়াও বিশ্বের বৃহত্তম উপসাগরীয় দ্বীপ সুন্দরবন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত।
(d) এশিয়ার হ্রদ:- এই মহাদেশে ছোট-বড় অনেক হ্রদ রয়েছে। বালখাচ, বৈকাল, সিল্কা, চাম্বার, ডাল, পুলিকাট, লোকটক ইত্যাদি। এদের মধ্যে বৈকাল হ্রদ পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম স্বাদু পানির হ্রদ।
(ঙ) এশিয়ার মরুভূমি:- এশিয়ায় গ্রীষ্মমন্ডলীয় এবং ঠান্ডা উভয় মরুভূমি রয়েছে। ঠান্ডা মরুভূমির মধ্যে রয়েছে মঙ্গোলিয়ার গোবি এবং উষ্ণ মরুভূমির মধ্যে রয়েছে ভারতের থার এবং আরবীয় মরুভূমি।
7. কারণ সহ উত্তর লিখুন
(ক) কেন বিশ্বের জনসংখ্যার প্রায় 90 শতাংশ উত্তর গোলার্ধে কেন্দ্রীভূত?
উত্তরঃ- ভূমির বৃহত্তম অংশ (প্রায় 67%) উত্তর গোলার্ধে অবস্থিত এবং তাই জনসংখ্যা বেশিরভাগই এই ভূমিতে পাওয়া যায়।
উত্তর গোলার্ধে তুলনামূলকভাবে উন্নত দেশ রয়েছে যেমন ইউরোপীয় দেশ, এশিয়ান জাপান, চীন, রাশিয়া, উত্তর আমেরিকা কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি। এই দেশগুলি অর্থনৈতিকভাবে উন্নত এবং তাই শিল্পায়ন, পরিবহন সুবিধা, খনিজ সম্পদ, কর্মসংস্থানের সুযোগের কারণে জনবহুল।
উত্তর গোলার্ধের জলবায়ু দক্ষিণ গোলার্ধের তুলনায় অপেক্ষাকৃত বেশি নমনীয়। জলবায়ু কৃষি থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের জন্য অনুকূল। তাই এই এলাকাগুলো ঘনবসতিপূর্ণ। বিপরীতে, দক্ষিণ গোলার্ধের একটি বড় অংশ দক্ষিণ মেরুতে বছরের বেশির ভাগ সময় বরফে আবৃত থাকে যাতে সেখানে মানুষের বসবাস ও কাজ করা অসম্ভব হয়ে পড়ে।
(খ) কেন অ্যান্টার্কটিকায় কোন স্থায়ী মানব বসতি নেই?
উত্তরঃ- পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত অ্যান্টার্কটিকাতে সূর্যের রশ্মি হেলে পড়ার কারণে একটানা ছয় দিন ও একটানা ছয় রাত আছে। নিম্ন তাপমাত্রার কারণে, অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশ বছরের বারো মাস বরফে ঢাকা থাকে, তাই সেখানে স্থায়ী বসতি নেই।
8. সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:
(ক) এশিয়া ও ইউরোপ মহাদেশের মধ্যে প্রাকৃতিক সীমানা কী গঠন করে?
উত্তরঃ- উরাল পর্বতমালা।
(b) পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি এবং এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ- আন্দিজ পর্বতমালা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম অংশ।
(c) আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম মহাদেশের নাম বল।
উত্তরঃ- বৃহত্তম মহাদেশ - এশিয়া
ক্ষুদ্রতম মহাদেশ 一 ওশেনিয়া
(d) বিশ্বের কোন দেশটি অন্য দুটি মহাদেশ পর্যন্ত বিস্তৃত?
উত্তরঃ- রাশিয়া।
(ঙ) আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশের নাম লেখ।
উত্তরঃ- বৃহত্তম দেশ - রাশিয়া।
ক্ষুদ্রতম দেশ - ভ্যাটিকান সিটি।
(f) উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? এটি মহাদেশের কোন অংশে অবস্থিত?
উত্তরঃ- রকি পর্বতমালা।
এটি মহাদেশের পশ্চিমে আলাস্কা থেকে মেক্সিকো পর্যন্ত উত্তর ও দক্ষিণে বিস্তৃত।
(g) বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি এবং এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ- সাহারা মরুভূমি এবং আফ্রিকা মহাদেশে অবস্থিত।
(জ) এশিয়ার উত্তর ও পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম বল।
উত্তরঃ- উত্তরে প্রবাহিত নদী - গঙ্গা ও লেনা।
পূর্ব দিকে প্রবাহিত নদী - সিন্ধু ও মেকং নদী।
(i) অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান পর্বতশ্রেণী, নদী এবং মরুভূমির নাম বল।
উত্তরঃ- মাউন্টেন রেঞ্জ - গ্রেট ডিভাইডিং রেঞ্জ।
নদী - ডার্লিং নদী।
মরুভূমি - গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি।
(j) ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের তিনটি দেশের নাম বল।
উত্তরঃ- ইতালি, ফ্রান্স ও গ্রিস।
9. একটি সংক্ষিপ্ত লিখুন:
(ক) পেনজিয়া:- মহাদেশীয় স্থানচ্যুতি সূত্র অনুসারে, প্রায় 300 মিলিয়ন বছর আগে, পৃথিবীর ভূমি ভর একত্রিত হয়েছিল এবং জল দ্বারা বেষ্টিত ছিল। সেই রাজ্যে পৃথিবীর ভূমি ভর উপদ্বীপ নামে পরিচিত। উপদ্বীপের ডান দিকটি পূর্ব থেকে পশ্চিমে বিভক্ত হয়ে একটি সরু এবং দীর্ঘ সমুদ্র তৈরি করেছে। টেথিসের সাগর নামে পরিচিত সেই সাগর পাঞ্জিয়াকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত করেছে। উত্তরের অংশটিকে বলা হয় আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণের অংশটিকে বলা হয় গন্ডোয়ানাল্যান্ড।
(খ) উত্তর মহাসাগর:- পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল উত্তর সাগর। সমুদ্র প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। উত্তর সাগর এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার উত্তর অংশ দ্বারা বেষ্টিত। সমুদ্রতলের গড় গভীরতা 3,500 মিটার। উত্তর মেরুতে অবস্থানের কারণে উত্তর সাগর বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে।
(গ) ওছেনিয়া মহাদেশঃ- ওশেনিয়া প্রায় 8 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এটি ভূমি এলাকার 5.4 শতাংশ জুড়ে। এটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। ওশেনিয়া বড় এবং ছোট 14 টি দেশ নিয়ে গঠিত। 2014 সালের হিসাবে, মহাদেশটির মোট জনসংখ্যা 38 মিলিয়ন। অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম দেশ এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়ার ওশেনিয়ার মূল ভূখণ্ড একটি প্রাচীন মালভূমি। মুর, ডার্লিং, বেলিয়ান্দো, ভিক্টোরিয়া এবং সোয়ান মহাদেশের প্রধান নদী। মহাদেশের কিছু মরুভূমি হল গ্রেট ভিক্টোরিয়া, গ্রেট স্যান্ডি, তানামি, সিম্পসন, গিবসন ইত্যাদি।
(ঘ) এশিয়ার নদী:- এশিয়ার নদীগুলি হল গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু মধ্য ও দক্ষিণ অংশে; উত্তর অংশে আইনিচি, ওবি এবং লেনা; পূর্বে আমুর, হুয়াংহো এবং চিকিয়াং; দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ইরাবদি, মেকং, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা ইত্যাদি। ব্রহ্মপুত্র নদ বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম নদী দ্বীপ যথাক্রমে মাজুলি এবং উমা নন্দার আবাসস্থল। এছাড়াও বিশ্বের বৃহত্তম উপসাগরীয় দ্বীপ সুন্দরবন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত।
(ঙ) আফ্রিকার হ্রদ:- আফ্রিকায় অনেক হ্রদ আছে। এই হ্রদগুলি হল ভিক্টোরিয়া, আলবার্ট, টাঙ্গানিকা, চাদ, ভোল্টা, নিয়াচা, কেবোরা বাচা, মালাউই, তুকার্না, কিভু, অ্যাবে ইত্যাদি।
(চ) ইউরোপের নদী:- ইউরোপে ছোট-বড় অনেক নদী আছে। দেশ অনুযায়ী নদী 一
দেশের নাম নদীর নাম
স্পেন এলব্রো
ফ্রান্স রোন এবং সেইন
জার্মানি রাইন এবং এলবে
পোল্যান্ড ওডার এবং ভিস্টুলা
অস্ট্রিয়া হাঙ্গেরি এবং রোমানিয়া দানিউব
বেলারুশ এবং ইউক্রেন নিপারস
ইটালী পো
গ্রেট ব্রিটেন টেমস
রাশিয়া ডন, ভলগা, ইউরাল
(ছ) অ্যাপালাচিয়ান হাইল্যান্ড অঞ্চল:- উত্তর আমেরিকার প্রাচীনতম পর্বতশ্রেণীগুলির মধ্যে একটি হল অ্যাপালাচিয়ান হাইল্যান্ডস। এটি উত্তরে নিউফাউন্ডল্যান্ড থেকে দক্ষিণে ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত। দুর্গম অঞ্চলটি পাহাড়, খাড়া উপত্যকা এবং ভাঙ্গা মালভূমি নিয়ে গঠিত। পুরো এলাকা জঙ্গলে ঢাকা। এই অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের খনিজ সম্পদের (কয়লা, লৌহ আকরিক, দস্তা ইত্যাদি) বিশাল আমানতের আবাসস্থল।
(h) উত্তর আমেরিকার হ্রদ:- উত্তর আমেরিকায় অনেক নদী এবং হ্রদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সুপিরিয়র, হুরন, মিশিগান, এরি, অন্টারিও, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ এবং গ্রেট সল্ট। এর মধ্যে সুপিরিয়র হল বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং উত্তর আমেরিকার বৃহত্তম মিঠা পানির হ্রদ।
10. পার্থক্য লিখুন:
(a) মহিষের মই এবং মহিষের ঢাল
উত্তরঃ-
মহীসোপান
ক) উপকূলের চারপাশে সমুদ্রের অগভীর অংশকে সমুদ্রতল বলে।
খ) গভীরতা প্রায় 200 মিটার পর্যন্ত।
মহীঢাল
ক) মহিষের সিঁড়ির পিছনের গভীর অংশকে মহিষের ঢাল বলে।
খ) গভীরতা প্রায় 2000 মিটার পর্যন্ত।
(b) মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট গডউইন অস্টিন
উত্তরঃ-
মাউন্ট এভারেস্ট
ক) এটি এশিয়ার হিমালয়ে অবস্থিত।
খ) এর উচ্চতা 8,848 মিটার
গ) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ।
D) অন্য কোনো নাম নাই।
গডউইন অষ্টিন শৃংগ
ক) এটি এশিয়ার কারাকোরাম পর্বতমালায় অবস্থিত।
খ) এর উচ্চতা 8,611 মি।
গ) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
D) মাউন্ট K₂
(c) ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা
উত্তরঃ-
ওছেনিয়া মহাদেশ
ক) এটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ 14 টি দেশ নিয়ে গঠিত।
খ) এর পাহাড়, মালভূমি, সমভূমি এবং নদীর মতো ভূমিরূপ রয়েছে।
C) জন সংখ্যা উপরে প্রায় 38 মিলিয়ন.
অ্যান্টার্কটিকা মহাদেশ
ক) অ্যান্টার্কটিকা কোন দেশে বিভক্ত নয়।
খ) এর টপোগ্রাফি বরফের পুরু স্তরে আবৃত বলে মনে হয়।
গ) এর কোন স্থায়ী জনসংখ্যা নেই
(d) গোবি মরুভূমি এবং আতাকামা মরুভূমি
উত্তরঃ- গোবি মরুভূমি
ক) অবস্থান এটি এশিয়ায় অবস্থিত।
খ) এটি একটি শীতল মরুভূমি।
আতাকামা মরুভূমি
ক) এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
খ) এটি একটি উত্তপ্ত মরুভূমি
11. সঠিক উত্তর চয়ন করুন:
(a) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
(1) প্রশান্ত মহাসাগর
(2) ভারত মহাসাগর
(3) আটলান্টিক মহাসাগর
(4) দক্ষিণ মহাসাগর
উত্তৰঃ- (3) আটলান্টিক মহাসাগর।
(খ) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
(1) উত্তর আমেরিকা মহাদেশ
(2) ইউরোপ মহাদেশ
(3) অ্যান্টার্কটিকা মহাদেশ
(৪) ওছেনিয়া মহাদেশ
উত্তরঃ- (৪) ওছেনিয়া মহাদেশ।
(c) ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
(1) আটলান্টিক মহাসাগর
(2) উত্তর মহাসাগর
(3) প্রশান্ত মহাসাগর
(4) ভারত মহাসাগর
উত্তরঃ- (1) আটলান্টিক মহাসাগর।
(d) কোন সাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে?
(1) ভূমধ্যসাগর
(2) লোহিত সাগর
(3) ক্যাম্পিয়ন সাগর
(4) আরব সাগর
উত্তরঃ- (1) ভূমধ্যসাগর।
(ঙ) প্রাকৃতিকভাবে এশিয়া ও ইউরোপ মহাদেশকে আলাদা করে কী?
(1) উরাল পর্বতমালা
(2) ককেশাস পর্বতমালা
(3) কাস্পিয়ান সাগর
(4) ভলগা নদী
উত্তরঃ- (1) উরাল পর্বতমালা।
(f) ইকুয়েডর কোন মহাদেশে অবস্থিত?
(1) উত্তর আমেরিকা
(2) দক্ষিণ আমেরিকা
(3) আফ্রিকা
(4) এশিয়া
উত্তরঃ- (2) দক্ষিণ আমেরিকা।
(g) ব্রাজিলের রাজধানী কি?
(1) রিও ডি জেনিরো
(২) চাও পাওলো
(৩) ব্রাসিলিয়া
(৪) লিমা
উত্তরঃ- (৩) ব্রাসিলিয়া।
অতিরিক্ত প্রশ্ন এবং প্রশ্ন ব্যাঙ্ক Q. উত্তর
1. এশিয়ার এলাকা এবং এর অবস্থান চিহ্নিত করুন।
উত্তরঃ- এশিয়া পৃথিবীর বৃহত্তম এবং জনবহুল মহাদেশ। এটি প্রায় 44.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং বিশ্বের ভূমি এলাকার 30 শতাংশ। মহাদেশটি উত্তরে 81° N অক্ষাংশ থেকে দক্ষিণে 11° S অক্ষাংশ, পূর্বে 26° E দ্রাঘিমাংশ থেকে পশ্চিমে 70° W দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। এশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ইউরোপ ও আফ্রিকা।
টেরিটরি, এশিয়ার বিভিন্ন ভূ-সংস্থান রয়েছে—উচ্চ পর্বত, বিস্তীর্ণ সমভূমি, নদী, হ্রদ এবং ঘনবসতিপূর্ণ এলাকা। এর মধ্যে রয়েছে হিমালয়, বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণী এবং বিস্তীর্ণ মালভূমি।
2. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি এবং এটি কোথায় অবস্থিত?
উত্তরঃ-বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা উত্তর আফ্রিকায় অবস্থিত।
3. এটি ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত। দুটি দেশের নাম বলুন যেখানে এটি অবস্থিত। [এইচএস এলসি]
উত্তরঃ- ইতালি এবং গ্রীস ইউরোপের দুটি দেশ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত।
4. উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণীর নাম কি?
উত্তরঃ-রকি পর্বত হল উত্তর আমেরিকার প্রধান পর্বতশ্রেণী।
5. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম বল।
উত্তরঃ-পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরকে বলা হয় আর্কটিক মহাসাগর।
6. ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত ইউরোপের দুটি দেশের নাম বল।
[HSLC'20]
উত্তরঃ ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত ইউরোপের দুটি দেশকে "স্পেন" এবং "ইতালি" বলা হয়।
7. এশিয়ার প্রধান ভৌগোলিক বিভাগগুলি বর্ণনা কর।
[HSLC '10]
উত্তরঃ এশিয়ার প্রধান ভৌগোলিক বিভাগগুলি হল:
উচ্চভূমি অঞ্চল: এই অঞ্চলটি মেঘালয়, হিমালয় এবং তিব্বত মালভূমি জুড়ে রয়েছে।
নদী এবং সমভূমি: এর মধ্যে রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এবং এনসি নদী।
মরুভূমি: বিশাল আধা-মরুভূমি, যেমন গারভাল, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তান অঞ্চল।
মালভূমি: মধ্য এশিয়ার বিভিন্ন মালভূমি, যেমন কাজাখস্তান এবং উজবেকিস্তান।
8. এশিয়ার জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত। কারণগুলো আলোচনা কর। [HSLC'13]
উত্তরঃ এশিয়ার জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কারণগুলি হল:
ভৌগলিক অবস্থান: মহাদেশের ব্যাপ্তি এবং ভূমির রূপ, যা জলবায়ুতে তারতম্য ঘটায়।
উচ্চতা: পর্বত এবং মালভূমির উচ্চতা জলবায়ু পরিবর্তন এবং তাপমাত্রাকে প্রভাবিত করে।
বায়ু প্রবাহ: পশ্চিম এবং পূর্ব বায়ু চলাচল, যা আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে।
নদী ও জলাধার: জলাভূমি এবং নদীগুলির অবস্থান এবং আকার জলবায়ু প্রকৃতিকে প্রভাবিত করে।
মানৱ কার্যকলাপ: শিল্প, কৃষি, এবং নগরায়ন, সেইসাথে বায়ুর গুণমান।
এই কারণগুলির সম্মিলিত প্রভাব এশিয়ায় জলবায়ুর তারতম্য ঘটায়।
9. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? এই মহাসাগরের মোট আয়তন কত? [এইচএস এলসি]
উত্তরঃ ছাত্রদের জন্য