Chapter 4 

 হ্যালো বরাক!

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

১. বরাক উপত্যকা কোথায় অবস্থিত?

→ বরাক উপত্যকা আসাম রাজ্যের দক্ষিণ অংশে অবস্থিত।

২. বরাক উপত্যকার প্রধান নদীর নাম কী?

→ বরাক উপত্যকার প্রধান নদীর নাম বরাক নদী।

৩. বরাক উপত্যকার তিনটি জেলা কী কী?

→ বরাক উপত্যকার তিনটি জেলা হল – কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি।

৪. বরাক উপত্যকার মানুষ কোন কোন ভাষায় কথা বলে?

→ বরাক উপত্যকার মানুষ প্রধানত বাংলা ভাষায় কথা বলে, তবে অন্যান্য ভাষার মানুষও এখানে বাস করে।

৫. বরাক উপত্যকার প্রধান উৎসবগুলির নাম লেখ।

→ বরাক উপত্যকায় দুর্গাপূজা, ঈদ, দীপাবলি, বিসু (দিমাসা উৎসব), খাসি-পানখো জাতির উৎসবসহ বিভিন্ন সম্প্রদায়ের উৎসব পালিত হয়।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question & Answer)

১. শূন্যস্থান পূরণ করো (Fill in the blanks):

(a) বরাক উপত্যকা আসাম রাজ্যের _____ অংশে অবস্থিত।

→ দক্ষিণ

(b) বরাক নদী _____ রাজ্যে প্রবাহিত হয়ে মেঘালয় ও মিজোরামের পাহাড় থেকে উৎপন্ন হয়েছে।

→ আসাম

(c) বরাক উপত্যকার প্রধান ভাষা হলো _____.

→ বাংলা

(d) কাছাড় জেলার প্রধান শহর হলো _____.

→ শিলচর

২. সত্য বা মিথ্যা (True or False):

(a) বরাক উপত্যকার তিনটি জেলা আছে।

→ সত্য

(b) বরাক নদী পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়।

→ মিথ্যা

(c) বরাক উপত্যকার মানুষ শুধু বাংলা ভাষায় কথা বলে।

→ মিথ্যা

(d) শিলচর বরাক উপত্যকার বৃহত্তম শহর।

→ সত্য

৩. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Short Answer Questions):

(a) বরাক উপত্যকার ভৌগোলিক বৈশিষ্ট্য কী?

→ বরাক উপত্যকা পাহাড়বেষ্টিত একটি সমতল অঞ্চল, যেখানে বরাক নদী ও তার শাখানদীগুলি প্রবাহিত হয়।

(b) বরাক উপত্যকার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল?

→ বরাক উপত্যকার অর্থনীতি কৃষি, চা-বাগান, ছোটো শিল্প এবং ব্যবসার উপর নির্ভরশীল।

(c) বরাক উপত্যকা কেন গুরুত্বপূর্ণ?

→ বরাক উপত্যকা তার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ।