SEBA Class 6 Bangla Chapter 5 Answer 2025 - 2026 (SCERT Assam Board) | কৃত্রিম উপগ্রহ অধ্যায়ের উত্তর
Chapter 5 -
কৃত্রিম উপগ্রহ
পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
১. কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
→ মানুষের তৈরি যে উপগ্রহ মহাকাশে পাঠানো হয় এবং নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাকে কৃত্রিম উপগ্রহ বলে।
২. কৃত্রিম উপগ্রহ কীভাবে মহাকাশে পাঠানো হয়?
→ কৃত্রিম উপগ্রহকে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়।
৩. কৃত্রিম উপগ্রহের কিছু প্রধান ব্যবহার কী কী?
→ কৃত্রিম উপগ্রহের কিছু প্রধান ব্যবহার হলো –
যোগাযোগ ব্যবস্থা উন্নত করা
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া
বিজ্ঞান ও গবেষণার কাজে সহায়তা করা
দিকনির্দেশনা প্রদান করা (GPS)
টেলিভিশন সম্প্রচার করা
৪. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
→ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট, যা ১৯৭৫ সালে মহাকাশে পাঠানো হয়।
৫. জিওস্টেশনারি কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
→ যে উপগ্রহ পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে মিল রেখে একই স্থানে অবস্থান করে, তাকে জিওস্টেশনারি কৃত্রিম উপগ্রহ বলে।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question & Answer)
১. শূন্যস্থান পূরণ করো (Fill in the blanks):
(a) কৃত্রিম উপগ্রহ _____ মাধ্যমে মহাকাশে পাঠানো হয়।
→ রকেটের
(b) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম _____.
→ আর্যভট্ট
(c) GPS বলতে বোঝায় _____.
→ Global Positioning System
(d) কৃত্রিম উপগ্রহের সাহায্যে _____ পূর্বাভাস দেওয়া সম্ভব।
→ আবহাওয়ার
২. সত্য বা মিথ্যা (True or False):
(a) কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি।
→ সত্য
(b) কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে না।
→ মিথ্যা
(c) কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মোবাইল ও টিভি সম্প্রচার করা হয়।
→ সত্য
(d) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম ইনসাট-১এ।
→ মিথ্যা
৩. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Short Answer Questions):
(a) প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
→ প্রাকৃতিক উপগ্রহ হলো পৃথিবীর মতো গ্রহকে কেন্দ্র করে ঘোরে, যেমন – চন্দ্র। কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি, যা নির্দিষ্ট উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়।
(b) কৃত্রিম উপগ্রহ কত প্রকারের হয়?
→ কৃত্রিম উপগ্রহ সাধারণত তিন ধরনের হয় –
যোগাযোগ উপগ্রহ
আবহাওয়া উপগ্রহ
গবেষণা ও সামরিক উপগ্রহ
(c) কৃত্রিম উপগ্রহ কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে সহায়তা করে?
→ কৃত্রিম উপগ্রহ যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, মানচিত্র নির্ধারণ, টিভি ও মোবাইল সম্প্রচার এবং সামরিক নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SCERT Class 6 Bangla (BM)