Chapter 6
বাংলাভাষা ও সাহিত্য
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর
১. মাতৃভাষা কাকে বলে? আমাদের মাতৃভাষা কী?
উত্তর: মাতৃভাষা হলো সেই ভাষা, যা শিশু জন্মের পর পরিবারের সদস্য ও সমাজের লোকদের কাছ থেকে শেখে। সেই ভাষাতেই সে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। আমাদের মাতৃভাষা বাংলা।
২. বাংলা ভাষা কোন ভাষা-গোষ্ঠীর অন্তর্গত?
উত্তর: বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর অন্তর্গত।
৩. ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর কয়েকটি ভাষার নাম লেখ।
উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর কয়েকটি ভাষা হলো —
🔹 ইংরেজি
🔹 ফরাসি
🔹 জার্মান
🔹 গ্রীক
🔹 স্পেনীয়
🔹 ফারসি
🔹 হিন্দি ইত্যাদি।
৪. ভারতীয়-আর্য ভাষা-গোষ্ঠীর অন্তর্গত আধুনিক ভাষাগুলোর নাম লেখ।
উত্তর: বাংলা, অসমীয়া, ওড়িয়া, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি ইত্যাদি ভাষা ভারতীয়-আর্য ভাষা-গোষ্ঠীর অন্তর্গত।
৫. মাগধী প্রাকৃত থেকে জন্ম নেওয়া ভাষাগুলোর নাম লেখ।
উত্তর: বাংলা, অসমীয়া, ওড়িয়া, মৈথিলী, ভোজপুরী, মাগহী ভাষাগুলো মাগধী প্রাকৃত থেকে উৎপন্ন হয়েছে।
অতিরিক্ত প্রশ্নোত্তর
৬. বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কী?
উত্তর: বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন ‘চর্যাপদ’, যা বাংলা ভাষার প্রথম সাহিত্য হিসেবে গণ্য করা হয়। এটি ৮ম-১২শ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল।
৭. বাংলা সাহিত্যের প্রধান যুগসমূহ কী কী?
উত্তর: বাংলা সাহিত্যের প্রধান যুগসমূহ হলো —
1️⃣ প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রিস্টাব্দ)
2️⃣ মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রিস্টাব্দ)
3️⃣ আধুনিক যুগ (১৮০১-বর্তমান)
৮. বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ কী এবং এটি কেন তাৎপর্যপূর্ণ?
উত্তর: বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হলো ‘আনন্দমঙ্গল’, যা ১৭৭৮ সালে হালহেদ দ্বারা মুদ্রিত হয়েছিল। এই গ্রন্থ মুদ্রিত হওয়ার ফলে বাংলা ভাষার লিখিত সাহিত্য বিকশিত হতে সাহায্য করেছিল।
৯. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী এবং এটি কবে প্রকাশিত হয়?
উত্তর: বাংলা ভাষার প্রথম সংবাদপত্র ‘সমাচার দর্পণ’, যা ১৮১৮ সালে প্রকাশিত হয়েছিল।
১০. বাংলা ভাষার প্রধান উপভাষাগুলো কী কী?
উত্তর: বাংলা ভাষার প্রধান উপভাষাগুলো হলো —
🔹 রাঢ়ী বাংলা
🔹 পশ্চিমাঞ্চলীয় বাংলা
🔹 উত্তরাঞ্চলীয় বাংলা
🔹 পূর্বাঞ্চলীয় বাংলা
🔹 দক্ষিণাঞ্চলীয় বাংলা