Chapter 1 - 

সৌরজগতে আমাদের পৃথিবী


১) সৌরজগৎ কী?

উত্তর: সৌরজগৎ হল সূর্যের পরিবার যা পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা এবং গ্রহাণু সহ সূর্যের চারপাশে গঠিত।

(খ) সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুসারে তাদের নাম লেখ।

উত্তর: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।

(গ) সূর্য কী? সূর্য সম্পর্কে সংক্ষেপে লিখ।

উত্তর: সূর্য একটি উত্তপ্ত নক্ষত্র। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা সূর্যের বয়স ৬ বিলিয়ন বছর বলে অনুমান করেন। সূর্য হলো শক্তির উৎস এবং পৃথিবীতে জীবন টিকে থাকার কারণ। সূর্যই পৃথিবীতে দিনরাত্রি, ঋতু পরিবর্তন, আবহাওয়া পরিবর্তনের কারণ।

২.  (ক) নিজস্ব আলো বিশিষ্ট নক্ষত্রদের কী বলা হয়?

উত্তর: তারা।

(খ) রাতের আকাশে গ্রহগুলিকে কী আলোকিত করে?

উত্তর: তারা।

(গ) যে নক্ষত্র থেকে আমরা তাপ এবং আলো পাই তার নাম কী?

উত্তর: সূর্য।

(ঘ) রাতের আকাশে দ্রুত গতিতে চলা এবং ধ্বংসপ্রাপ্ত উজ্জ্বল বস্তুগুলিকে কী বলা হয়?

উত্তর: উল্কাপিণ্ড।

(৩) পাঠে সৌরজগতের চিত্রটি দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন: আমাদের সৌরজগত (ক) সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কী?

উত্তর: নেপচুন।

(খ) ইউরেনাস কোন দুটি গ্রহের মাঝখানে অবস্থিত?

উত্তর: শনি এবং নেপচুন।

(গ) সূর্য থেকে পৃথিবীর অবস্থান কী?

উত্তর: তৃতীয়।

(ঘ) সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী?

উত্তর: বৃহস্পতি।

(ঙ) কোন গ্রহের মধ্যে গ্রহাণু গুচ্ছ দেখা যায়?

উত্তর: মঙ্গল ও বৃহস্পতি।

(৪) সঠিক উত্তরটি লেখ: 

(ক) কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়?

 (১) বুধ 

(২) শুক্র 

(৩) মঙ্গল 

(৪) শনি 

উত্তর: (২) শুক্র।

(খ) সৌরজগতে অস্থায়ীভাবে প্রবেশকারী উজ্জ্বল বাষ্পীয় বস্তুগুলি হল: 

(১) ধূমকেতু 

(২) গ্রহাণু 

(৩) উপগ্রহ 

(৪) তারা 

উত্তর: (১) ধূমকেতু।