Chapter 11  - 

আদিম মানুষের অর্থনৈতিক কাম ও স্থায়ী বসবাস (নব্য প্রস্তর যুগ) 

 ১. উত্তরটি লেখো: 

(ক) সুমনের স্কুল বোন আগের দিন সম্পর্কে কী ব্যাখ্যা করেছিল?

উত্তর: সুমনের স্কুলের শিক্ষক অন্যদিন আদিম মানুষ সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন।

(খ) আদিম মানুষ বনের ফলের গাছ সম্পর্কে কী লক্ষ্য করেছিল?

উত্তর: আদিম মানুষ লক্ষ্য করত কিভাবে বীজ থেকে নতুন গাছ জন্মে, যেখানে ফলের গাছ বেশিরভাগ ফলের গাছেই জন্মে।

(গ) আদিম মানুষ কৃষিকাজের সরঞ্জাম তৈরিতে কী ব্যবহার করত?

উত্তর: আদিম মানুষ কৃষিকাজের জন্য পাথরের হাতিয়ার তৈরি করত।

(ঘ) আদিম মানুষ কোন কোন কারণে পশুপালন করত?

উত্তর: আদিম মানুষ মাংস ও দুধের মতো খাদ্য সংগ্রহের পাশাপাশি কৃষি ও পরিবহনের জন্য পশুপালন করত।

(ঙ) চাকার ব্যবহার আদিম মানুষকে কী করতে সাহায্য করেছিল?

উত্তর: চাকার ব্যবহার ভারী বোঝা বহন করার পাশাপাশি এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাওয়ার কষ্ট কমাতেও চাকা ব্যবহার করা হত। তারা মৃৎশিল্প তৈরিতে চাকা ব্যবহার শুরু করে।

(চ) গ্রামে দলবদ্ধভাবে বসবাস করে আদিম মানুষরা কী কী সুবিধা পেত?

উত্তর: গ্রামে দলবদ্ধভাবে বসবাসের মাধ্যমে আদিম মানুষের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হত।

(ছ) প্রাথমিক মানুষরা কী কী কারণে মৃৎশিল্প ব্যবহার করত?

উত্তর: আদিম মানুষ রান্না এবং খাবার সংরক্ষণের জন্য মৃৎপাত্র ব্যবহার করত।