Chapter 14 - 

মহাজনপদ

১. সত্য না মিথ্যা তা নির্ধারণ করুন - 

(ক) প্রত্নতাত্ত্বিকরা খননের মাধ্যমে জনপদ সম্পর্কে তথ্য পেয়েছেন।

উত্তর: সত্য।

(খ) জনপদগুলির সময়ে, বিভিন্ন রঙের মাটির পাত্র তৈরি করা হত।

উত্তর: সত্য।

(গ) মহাজনপদ যুগে লোহা ব্যবহার করা হত না।

উত্তর: মিথ্যা।

(ঘ) মহাজনপদের সময়ে, শস্যের উপর ১/৬ ভাগ কর নির্ধারণ করা হয়েছিল।

উত্তর: মিথ্যা।

(ঙ) মহাজনপদগুলি সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

উত্তর: সত্য।


২. সঠিক উত্তরটি বেছে নিন: (ক) নিম্নলিখিত কোন মহাজনপদে রাজতন্ত্র ছিল না?

১) মগধ, ২) লিচ্ছবি, ৩) অঙ্গ, ৪) অবন্ত।

উত্তর: মগধ।

(খ) মগধ রাজ্য সংলগ্ন নদী।

১) গঙ্গা, ২) যমুনা, ৩) কোশী, ৪) মহানদী।

উত্তর: গঙ্গা।

(গ) নিচের কোন স্থানটি ষোলটি মহাজনপদে অন্তর্ভুক্ত নয়?

১) কোশল, ২) বৎস, ৩) হস্তিনাপুর, ৪) অবন্তী।

উত্তর: হস্তিনাপুর।

(ঘ) মহাজনপদে কোন কোন পেশা ছিল না?

১) কাঠমিস্ত্রি, ২) কুমোর, ৩) কারিগর, ৪) পেশাদার স্থপতি।

উত্তর: পেশাদার স্থপতি।

(ঙ) কোন রাজার রাজত্বকালে মগধ একটি সাম্রাজ্যে পরিণত হয়?

১) বিম্বিসার, ২) অজাতশত্রু, ৩) মহাপদ্মানন্দ, ৪) চন্দগুপ্ত মৌর্য।

উত্তর: চন্দগুপ্ত মৌর্য।

৩. উত্তরটি লেখ: (ক) মহাজনপদগুলির রাজত্বকালে খাদ্যশস্যের উৎপাদন কোন কোন উপায়ে বৃদ্ধি পেয়েছিল?

উত্তর: মহাজনপদে উন্নত লোহার সরঞ্জাম ব্যবহার করে এবং বীজ বপন ও চারা রোপণের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা হত।

(খ) রাজনকে কে নির্বাচিত করেছিলেন?

উত্তর: আর্যরা রাজনের পদ নির্বাচন করেছিল।

(গ) মহাজনপদের রাজারা কেন দুর্গ নির্মাণ করতেন?

উত্তর: মহাজনপদের রাজারা অন্যদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য এবং তাদের মর্যাদা বজায় রাখার জন্য দুর্গ নির্মাণ করতেন।

(ঘ) মগধের শক্তিশালীকরণের প্রধান কারণগুলি কী ছিল?

উত্তর: মগধের শক্তি ছিল এর প্রাকৃতিক সম্পদের কারণে। গঙ্গা ও সোনা প্রধান নদী মগধের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় এই বিশাল অঞ্চলটি উর্বর ছিল। এর ফলে পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি সুবিধাজনক হয়ে ওঠে। এছাড়াও, মগধের অনেক অংশ বনে ঢাকা ছিল। বনের হাতিদের ধরে আনা হত, প্রশিক্ষণ দেওয়া হত এবং সেনাবাহিনীতে ব্যবহার করা হত। অন্যদিকে, বনের মূল্যবান কাঠ ঘরবাড়ি, পশু টানা রথ এবং অন্যান্য জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হত। এছাড়াও, মগধের কিছু অংশে লোহার খনি আবিষ্কৃত হয়েছে। এগুলো অস্ত্র, কৃষি সরঞ্জাম এবং অন্যান্য আসবাবপত্র তৈরিতে সাহায্য করত। অতএব, মগধ এই সকল দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে।

(ঙ) মহাজনপদের রাজত্বকালে লিপির বিশেষ ব্যবহার কী ছিল?

উত্তর: মহাজনপদ যুগে, বিশেষ করে বণিকরা তাদের প্রয়োজনীয় হিসাব রাখার জন্য এবং দূরদূরান্তে বার্তা প্রেরণের জন্য লিপি ব্যবহার করত। লিপির সাহায্যে, রাজারা কর হিসাব লিখিতভাবে রাখতেন।