উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে তক্ষশীলা থেকে পাটলিপুত্র পর্যন্ত একটি বৃহৎ রাস্তা নির্মিত হয়েছিল। সাম্রাজ্যের নিরাপত্তা এবং যোগাযোগের জন্যও এই গলিপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর রাজত্বকালে, তিনি কৃষিকাজের জন্য সেচের ব্যবস্থা করার জন্য সাম্রাজ্যের বিভিন্ন অংশে হ্রদ, জলাধার এবং খাল খনন করেছিলেন। তাঁর রাজত্বকালে সুদর্শন হ্রদ, যা বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত, একটি চমৎকার উদাহরণ। এগুলো চন্দ্রগুপ্ত মৌর্যের মানুষের কল্যাণের জন্য রচিত কাজ।
(ঘ) চাণক্য কে? তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে কীভাবে সাহায্য করেছিলেন?
উত্তর: চাণক্য চন্দ্রগুপ্তের রাজসভার একজন প্রধান সেনাপতি ছিলেন। শুরুতে, চন্দ্রগুপ্ত মৌর্য কোনও সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন না। চন্দ্রগুপ্ত মৌর্যকে তার সাম্রাজ্য প্রতিষ্ঠায় চাণক্য নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত সহায়তা করেছিলেন।
(ঙ) সম্রাট অশোককে রাজর্ষি অশোক বলা হত কেন?
উত্তর:বিশাল সাম্রাজ্যের শাসক হওয়া সত্ত্বেও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন বলে তাঁকে রাজর্ষি অশোক বলা হত।
(চ) সম্রাট অশোক কোন কোন ভাষায় শিলালিপি লিখেছিলেন?
উত্তর: তিনি পালি বা প্রাকৃত ভাষায় লিখতেন।
(ছ) মৌর্য শিল্পের উদাহরণ কোথায় দেখা যাবে?
উত্তর: স্তূপের মধ্যে, স্তূপে টেমপ্লেটটি পাওয়া যায়।
(জ) মৌর্য যুগে সমাজ ব্যবস্থা কেমন ছিল?
উত্তর: মৌর্য যুগের সমাজ ব্যবস্থা মেগাস্থিনিসের ইন্ডিকা এবং কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায়। চার-বর্ণ ব্যবস্থা তখনও প্রচলিত ছিল। মৌর্য যুগের সমাজব্যবস্থা এমনই ছিল।
২. সঠিক/ভুল বিচার করা- (ক) কৌটিল্যকে চাণক্য নামেও পরিচিত করা হত।
উত্তর: ঠিক।
(খ) মেগাস্থিনিস 'অর্থশাস্ত্র' রচনা করেন
উত্তর: ভুল।
(গ) সম্রাট আশুক তাঁর সন্তানদের বৌদ্ধধর্ম প্রচারের জন্য বিদেশে পাঠিয়েছিলেন।
উত্তর: ঠিক।
(d) চন্দ্রগুপ্তের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।