Chapter 21 -
সরকারের ধারণা এবং বিভিন্ন প্রকারের সরকার
No subjects found. Create Your Profile
Chapter 21 -
সরকারের ধারণা এবং বিভিন্ন প্রকারের সরকার
1) উত্তর লিখুন-
(ক) সরকার বলতে কী বোঝায়?
উত্তৰঃ যে প্রতিষ্ঠান একটি দেশ পরিচালনা করে তাকে সরকার বলে।
(খ) আপনার দৈনন্দিন জীবনে সরকার প্রদত্ত সেবা সম্পর্কে তিনটি বাক্য লেখ।
উত্তৰঃ
1) সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ করুন।
2. পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টা।
3) বিদ্যুৎ সরবরাহ।
(গ) আমাদের দেশে কি ধরনের সরকার শাসন করে? আমাদের গণতন্ত্রের তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তৰঃ আমাদের দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে।
১) গণতন্ত্রে নিয়মিত বিরতিতে নির্বাচন হয়।
২) 18 বছরের বেশি বয়সী সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ভোট দিতে পারেন। তারা সরকার গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
৩) নির্বাচিত প্রতিনিধিরা জনগণের আস্থার ওপর নির্ভরশীল।
(d) রাজতন্ত্র ও সমাজতন্ত্র সহ একটি দেশের নাম বলুন।
উত্তৰঃ রাজতন্ত্রের দেশ- ইংল্যান্ড
সমাজতন্ত্রের দেশ - চীন।
2) সংক্ষিপ্ত উত্তর লিখুন-
ক) ভারতীয় নাগরিকরা কোন বয়সে ভোট দিতে পারেন?
উত্তৰঃ 18 বছর বয়সের পর।
খ) জনগণ কি স্বৈরাচারে স্বাধীনতা ভোগ করতে পারে?
উত্তৰঃ স্বৈরশাসকের অধীনে জনগণ কোনো ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করতে পারে না। জনগণ সরকারের বিরুদ্ধে যেতে পারবে না। তাদের কঠোর নিয়ম-নীতির মধ্যে থাকতে হয়।
3) পার্থক্য লিখুন-
ক) গণতন্ত্র ও রাজতন্ত্র
উত্তৰঃ রাজতন্ত্রে রাজা দেশ শাসন করেন। গণতন্ত্রে, দেশ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়, যার অর্থ জনগণই সরকারের উত্স।
B. একনায়কতন্ত্র ও সমাজতন্ত্র
উত্তৰঃ একনায়কত্ব হল শাসক দ্বারা পরিচালিত একটি সরকার ব্যবস্থা। এখানে জনগণ সরকারের বিরোধিতা করতে পারে না। সব সময় কঠোর নিয়ম-কানুন আছে।
সমাজতন্ত্র ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত করতে চায়। ব্যক্তিগত স্বার্থের চেয়ে সামাজিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেশের সরকার উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। আর্থ-সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে।
৪) শুদ্ধ-অশুদ্ধ বাছি উলিওৱা-
ক) সরকার শুধুমাত্র কেন্দ্রীয় স্তরে নিয়ম করে।
উত্তৰঃ অশুদ্ধ।
খ) আমাদের দেশে একটি গণতান্ত্রিক সরকার আছে।
উত্তৰঃ শুদ্ধ।
গ) গণতন্ত্র ও রাজতন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই।
উত্তৰঃ অশুদ্ধ।
ঘ) গণতন্ত্রে জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উত্তৰঃ শুদ্ধ।
ঙ) গণতন্ত্রে নারী ও পুরুষের ভোট সমান মূল্যবান।
উত্তৰঃ শুদ্ধ।
Loading...
No subjects found. Create Your Profile
Install Our Applications for use Advanced Features