Chapter 22 -
গণতন্ত্র ও এর নীতিসমূহ
No subjects found. Create Your Profile
Chapter 22 -
গণতন্ত্র ও এর নীতিসমূহ
ক) গণতন্ত্রের একটি নীতির নাম দাও।
উত্তৰঃ গণতন্ত্রের অন্যতম মূলনীতি হল স্বাধীনতা।
খ) পুজোর ছুটিতে দম্পতি কোন ক্লাব খুলেছিলেন?
উত্তৰঃ পুজোর ছুটিতে ক্রিকেট ক্লাব খুলেছিলেন এই দম্পতি।
গ) মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন আন্দোলন শুরু করেছিলেন?
উত্তৰঃ মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন।
2) উত্তর-
ক) গণতন্ত্র জনপ্রিয় হওয়ার কারণ কী?
উত্তৰঃ দেশের শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
খ) নাগরিকদের অন্যান্য অধিকার কি কি?
উত্তৰঃ বর্তমানে, ভারতীয় নাগরিকদের 6টি মৌলিক অধিকার রয়েছে:
১) সমতার অধিকার
২) স্বাধীনতার অধিকার
৩) শোষণের বিরুদ্ধে অধিকার
৪) সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার
৫) সাংবিধানিক প্রতিকারের অধিকার
৬) ধর্মীয় অধিকার।
গ) দেশের জন্য আপনি করতে পারেন এমন দুটি দায়িত্বের নাম দিন।
উত্তৰঃ
১) গাছ লাগিয়ে পরিবেশ পরিষ্কার করা।
২) তারাই শিক্ষিত হয়ে দেশের উন্নয়নের বিভিন্ন হাতিয়ার উদ্ভাবন করেছে।
ঘ) প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য আপনি কী করবেন তা বলুন।
উত্তৰঃ
১) আমরা বিনা কারণে গাছপালা ও বন কাটা বন্ধ করতে পারি।
২) আমরা গাছ লাগাতে পারি।
৩) বন্যপ্রাণীর ক্ষতি না করা।
৪) প্লাস্টিক, পলিথিন দূষণকারী বন বা খোলা জায়গায় এড়ানো হবে।
৫) আমি অপ্রয়োজনীয় শব্দ করি না।
৬) মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আনব।
ঙ) দুটি অধিকারের নাম বলুন যা আমরা আমাদের দেশে উপভোগ করতে পারি।
উত্তৰঃ
১) আমি আমার অনুভূতি অন্যদের কাছে প্রকাশ করতে পারি।
২) আমি স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি।
3) শূন্যস্থান পূরণ করুন-
ক) আমরা আমাদের নিজস্ব রাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্র আমরা জমি কিনে বাড়ি বানাতে পারি।
খ) প্রারম্ভিক শৈশব শিক্ষা আইন ২০১০ এটি বাস্তবায়িত হয়েছিল
গ) ভারত এক তারা গণতান্ত্রিক দেশ।
ঘ) ভারতের ঐক্য আর সংহতি বজায় রাখা আমাদের মৌলিক দায়িত্ব।
4. হেক্টরের গল্প পড়ুন এবং কালো শ্রেণী কী অধিকার থেকে বঞ্চিত ছিল তা লিখুন।
উত্তৰঃ
১) দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের সমতার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। (জাতিগত বৈষম্য প্রচলিত ছিল)।
২) তারা স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত না। এক শ্রেণির মানুষ আরেক শ্রেণির সঙ্গে মিশতে পারেনি। অন্য কথায়, তারা স্বাধীনতার অধিকার থেকেও বঞ্চিত ছিল।
৩) শ্বেতাঙ্গরা কালোদের নিজেদের ভাষা না করে অন্য ভাষা শিখতে বাধ্য করত। অন্য কথায়, কালোদের কোনো সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার ছিল না।
5) টিমওয়ার্ক-
1. কেন আমাদের মৌলিক দায়িত্ব পালন করা উচিত তা আলোচনা করুন।
উত্তৰঃ একটি গণতান্ত্রিক দেশে মৌলিক কর্তব্য অপরিহার্য। গণতন্ত্রে, নাগরিকরা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই দায়িত্ব পালন করে, কিন্তু তারা সম্মিলিতভাবে দেশের স্বার্থও রক্ষা করে। মৌলিক দায়িত্ব পালনের মাধ্যমে জনগণ দেশের প্রতি তাদের ঐক্য ও দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করার সুযোগ পায়। এটি আমাদের ভাষা, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, ইতিহাস এবং বাস্তুতন্ত্রের প্রতি আমাদের দায়িত্ববোধের কথাও মনে করিয়ে দেয়। মৌলিক কর্তব্যের ক্ষেত্রে কোন বিশেষ আইনি বাধ্যবাধকতা নেই। তার মানে এই নয় যে এগুলো মূল্যহীন। মৌলিক দায়িত্ব পালনে নাগরিকদের বিবেক প্রয়োগ করতে হবে। তাদেরও সচেতন হওয়া উচিত যে তাদের দায়িত্ব পালনে অন্যের স্বার্থ যাতে হস্তক্ষেপ না করে।
Loading...
No subjects found. Create Your Profile