Chapter 23 -
কেন্দ্রীয় এয়ং রাজ্য সরকার
উত্তর লেখো-
ক) কেন্দ্রীয় সরকারের অন্যান্য অংশ কি কি?
উত্তৰঃ কেন্দ্রীয় সরকারের তিনটি বিভাগ রয়েছে:
১) আইনসভা,
২) নির্বাহী,
৩) বিচার বিভাগ।
খ) লোকসভা ও রাজ্যসভার আরও দুটি নাম লেখ।
উত্তৰঃ লোকসভা এবং রাজ্যসভার জন্য আরও দুটি নাম রয়েছে- লোকসভার নিম্নকক্ষ হল রাজ্যসভার উচ্চকক্ষ।
গ) লোকসভা ও রাজ্যসভার সদস্য সংখ্যা কত?
উত্তৰঃ লোকসভার সদস্য সংখ্যা হল
রাজ্যসভার সদস্য সংখ্যা হল
d) কে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন?
উত্তৰঃ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
ঙ) কে কেন্দ্রীয় মন্ত্রীদের পোর্টফোলিও বন্টন করে?
উত্তৰঃ প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের দপ্তর বণ্টন করেন।
চ) বিচার বিভাগের কাজ কি?
উত্তৰঃ বিচার বিভাগ ন্যায়-অন্যায় বিচার করে। তারা দেশের মানুষকে স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করে।
ছ) রাজ্য সরকারের অন্যান্য প্রধান অংশগুলি কী কী?
উত্তৰঃ রাজ্য সরকার তিনটি ভাগে বিভক্ত:
১) আইনসভা
২) নির্বাহী
৩) বিচার বিভাগ
জ) পরিষদে নির্বাচিত সদস্যকে কী বলা হয়?
উত্তৰঃ বিধানসভায় নির্বাচিত সদস্যকে বিধায়ক বলা হয়।
i) রাষ্ট্রপ্রধান কে?
উত্তৰঃ গভর্নর হলেন রাষ্ট্রের প্রধান।
j) মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ কে নিয়োগ করেন?
উত্তৰঃ একটি রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন।
চ) আসামের হাইকোর্ট কোথায় অবস্থিত?
উত্তৰঃ আসামের হাইকোর্ট গুয়াহাটিতে অবস্থিত।
2) শূন্যস্থান পূরণ করুন-
(ক) বিধানমণ্ডলে আইন প্রস্তুত করে।
(খ) নির্বাহী আইন কারজাকারি করে
(গ) বিচার বিভাগ ন্যায় তারা বিচার করে।
(ঘ) বিধানসভার মেয়াদ ৫ বছর
(ঙ) রাজ্যপাল হল রাষ্ট্র হেড.
3) সঠিক উত্তর চয়ন করুন:
(a) আসামে 116/126/136 বিধানসভা কেন্দ্র রয়েছে
উত্তৰঃ ১২৬ টা।
(b) বর্তমানে ভারতে 25/23/29টি রাজ্য রয়েছে
উত্তৰঃ 29টি দেশ।
(c) লোকসভার কার্যকাল 4/5/6 বছর
উত্তৰঃ 5 বছর।
(d) রাজ্যে 1/2/6 প্রধান বিচারপতি আছেন
উত্তৰঃ ১জন।
(ঙ) রাজ্যসভার সদস্য নং 545/250/1
উত্তৰঃ ২৫০ টা।