Chapter 3 -
পৃথিবীর গতি
(১) নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও -
(ক) পৃথিবীর মেরুদণ্ড কক্ষীয় সমতলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থিত?
উত্তর: চারটি 66 ডিগ্রি কোণ ধরে আছে।
(খ) পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরতে কত সময় নেয়?
উত্তর: এতে ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে।
(গ) আলোক বৃত্ত কাকে বলে?
উত্তর: পৃথিবীতে দিন ও রাতের দুটি অংশ আলোর বৃত্ত নামে একটি কাল্পনিক বৃত্ত দ্বারা বিভক্ত।
(ঘ) বছরের কোন কোন তারিখে সূর্যের রশ্মি বিষুবরেখায় তির্যকভাবে পড়ে?
উত্তর: ২১শে মার্চ।
(২) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও: (ক) দৈনিক এবং বার্ষিক গতি বলতে কী বোঝায়?
উত্তর: পৃথিবী যে গতিতে তার মেরুদণ্ডের চারপাশে ঘোরে তাকে দৈনিক গতি বলে এবং পৃথিবী যে গতিতে তার কক্ষপথে ঘোরে তাকে বার্ষিক গতি বলে।
(খ) পৃথিবীতে দিবাগত গতির ফলে দিনরাত্রি কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।
উত্তর: একটি গোলক এবং একটি টর্চলাইট নিন। এবার একটা সার্চলাইট গোলকের দিকে জ্বালাও। এবার আরেকটা গোলকটিকে পূর্ব থেকে পশ্চিমে ঘুরিয়ে দাও। এটি যখন ঘুরবে, তখন এক অংশে আলো থাকবে এবং অন্য অংশে অন্ধকার থাকবে, ফলে পৃথিবীতে দিন ও রাত থাকবে।
(গ) অধিবর্ষ কাকে বলে?
উত্তর: প্রতি চার বছর অন্তর, ফেব্রুয়ারী মাস ২৮ দিনের সাথে আরও এক দিন বৃদ্ধি করে ২৯ দিন করা হয়। এইভাবে বছরে যে কোনও দিন যোগ করা হয় তাকে অধিবর্ষ বলা হয়।
(d) কর্কট এবং মকর রাশির মধ্যে পার্থক্য করো।
উত্তর: কর্কট সংক্রান্তির দিনে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে।
অন্যদিকে, মকর সংক্রান্তি হল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল।
(ঙ) পৃথিবীর বার্ষিক গতি ছাড়া পৃথিবীর পৃষ্ঠের পরিবেশ লেখো।
উত্তর: পৃথিবীতে কোনও বার্ষিক চলাচল থাকবে না - কোনও ঋতু থাকবে না, পোশাক, খাবারের কোনও পরিবর্তন হবে না, উদ্ভিদের কোনও পরিবর্তন হবে না, মানুষের দ্বারা উদযাপিত কোনও উৎসব থাকবে না।
(চ) পৃথিবীর কক্ষপথ কী?
উত্তর: পৃথিবী সূর্যের চারদিকে যে পথে ঘোরে। সেই পথটি গোলাকার নয় বরং উপবৃত্তাকার। সেই পথটিকে পৃথিবীর কক্ষপথ বলা হয়।