Chapter 6 - 

পৃথিবীর প্রধান ভূ-অবয়ব 

(১) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:

 (ক) অন্যান্য প্রধান ভূমিরূপগুলি কী কী?

উত্তর: চারটি প্রধান ভূমিরূপ রয়েছে। আর সেগুলো হলো পাহাড়, পাহাড়, মালভূমি এবং সমভূমি।

(খ) পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য কী?

উত্তর: পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য হল পর্বতমালার উল্লম্ব চূড়া থাকে। অন্যদিকে, মালভূমির চূড়ার পরিবর্তে, উপরের অংশটি প্রশস্ত এবং সমতল।

(গ) উৎপত্তি অনুসারে পর্বতমালার শ্রেণীবিভাগ কী কী?

উত্তর: উৎপত্তিস্থল অনুসারে পর্বতমালাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাগনিউ পর্বতমালা, ভাঙিল পর্বতমালা এবং স্তূপ পর্বতমালা।

(ঘ) মানুষের জন্য পাহাড়ের ব্যবহার কী?

উত্তর: পাহাড়ের খনিজ সম্পদ মানুষ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে। পাহাড়ি মাটি কিছু কৃষিকাজের জন্য উপযুক্ত। পাহাড়ে বিভিন্ন ধরণের ঔষধি গাছ পাওয়া যায়।

(ঙ) সমভূমি কিভাবে গঠিত হয়?

উত্তর: নদী ও স্রোতের প্রবাহমান পানি উচ্চভূমি থেকে পাথর, বালি, মাটি ইত্যাদি বহন করে নিম্নভূমিতে জমা করলে সমভূমি তৈরি হয়।

(চ) নদী উপত্যকাগুলি ঘনবসতিপূর্ণ কেন?

উত্তর: নদী উপত্যকায় পানির সহজলভ্যতার কারণে এই এলাকাটি ঘনবসতিপূর্ণ।

(ছ) পাহাড়ি এলাকায় জনবসতি কম কেন?

উত্তর: এই এলাকায় পানি সহজলভ্য নয় এবং মানুষকে অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। এছাড়াও, এখানে বসবাসকারী মানুষের জীবিকা সীমিত হওয়ার কারণে এলাকাটি জনবসতিহীন।

(২) সঠিকটি চিহ্নিত করুন- 

(ক) পাহাড় এবং পাহাড়ের মধ্যে পার্থক্যের প্রধান কারণগুলি হল: 

(১) উচ্চতা 

(২) ঢাল 

(৩) গঠন প্রক্রিয়া 

উত্তর: উচ্চতা।

(খ) হিমবাহগুলি যেসব স্থানে অবস্থিত তা হল: 

(১) সমভূমি 

(২) পর্বতমালা 

(৩) মরুভূমি 

উত্তর: পর্বতমালা।

(গ) দক্ষিণ মালভূমির অবস্থান- 

(১) চীনে 

(২) নেপালে 

(৩) ভারতে 

উত্তর: ভারতে।

(৩) শূন্যস্থান পূরণ- 

(ক) রোদ, বাতাস, বৃষ্টি ইত্যাদির কারণে জমির আকৃতির পরিবর্তন বাহ্যিক প্রক্রিয়ার কারণে পরিবর্তিত হয় বলে জানা যায়। 

(খ) হিমালয় এবং আল্পস ভঙ্গুর পর্বতমালা।

(গ) মালভূমিগুলি সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ।

(d) সমতল ভূমিতে পরিবহন খুবই সহজ।

(ঙ) সমভূমি গঠনে প্রবাহিত জল বিশেষ ভূমিকা পালন করে।

৫. মানুষ যদি অপরিকল্পিতভাবে পাহাড়, গাছ, পাথর, মাটি ইত্যাদি কেটে ফেলতে থাকে, তাহলে একদিন আমাদের কী কী সমস্যার মুখোমুখি হতে হতে পারে, তার উপর পাঠের উপর ভিত্তি করে একটি নোট লেখ। 

উত্তর: পাহাড়, গাছ, গাছপালা ইত্যাদি পৃথিবীর ভারসাম্য বজায় রেখে আসছে। অতএব, বন উজাড় এবং পরিবেশ ধ্বংসের গুরুত্ব বোঝা গুরুত্বপূর্ণ। প্রকৃতির উপর মানুষের ক্রমবর্ধমান অত্যাচারের কারণে প্রকৃতি দুর্যোগ সৃষ্টি করছে। অতিরিক্ত বন উজাড়ের কারণে প্রাণীদের থাকার জায়গা নেই। বন উজাড় অথবা মানুষের ব্যবহারের জন্য খনির কারণে পৃথিবীর পৃষ্ঠ ধসে পড়েছে। অতএব, প্রচণ্ড তাপ, বৃষ্টিপাত এবং খরার বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এটি অক্সিজেনের অভাব এবং জীবনের উল্লেখযোগ্য ক্ষতি। 

৬. মানচিত্রটি দেখে, হিমালয় থেকে উৎপন্ন কিছু নদীর নাম লেখ।

উত্তর: হিমালয় থেকে উৎপন্ন কিছু নদী হল গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু এবং রবি।