Chapter 24 -
গণতন্ত্র
এবং প্রচার মাধ্যম
1. 1. সংক্ষিপ্ত
উত্তর লিখুন-
(ক)
প্রচার করার অর্থ কী?
উত্তৰঃ প্রোপাগান্ডা
মানে যেকোন সংবাদ, আদেশ, নির্দেশ, উপদেশ ইত্যাদি এক ব্যক্তি থেকে
অন্য স্থানে, এক স্থান
থেকে অন্য স্থানে ছড়িয়ে দেওয়া।
(খ)
মিডিয়ার বিভিন্ন অংশ কি কি?
উত্তৰঃ প্রিন্ট
এবং ইলেকট্রনিক- দুই ধরনের মিডিয়া রয়েছে।
(গ)
গণমাধ্যম কাকে বলে? উদাহরণ দিন।
উত্তৰঃ কিছু
মিডিয়া ব্যাপক এবং খুব অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক লোকের কাছে সংবাদ প্রচার
করতে পারে। তাদের বলা হয় গণমাধ্যম। যেমন সিনেমা, পথনাটক, পুতুল নাচ, নাটক, গান ইত্যাদি।
(d) প্রাচীনকালে
দুই ধরনের মিডিয়া কি কি ব্যবহৃত হত?
উত্তৰঃ প্রাচীনকালে, ঢোল পিটিয়ে এবং কাশির ঘণ্টা
বাজিয়ে প্রচার করা হত।
(ঙ) কে
এবং কখন প্রথম ছাপাখানা আবিষ্কার করেন?
উত্তৰঃ 16 শতকে জার্মানিতে ইয়োহান
গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন।
2. 2. উত্তর লেখ-
(ক)
মিডিয়ার ধরন কী এবং সেগুলি কী কী? কিভাবে এই মিডিয়া জনসাধারণকে সাহায্য করে?
উত্তৰঃ দুটি
ধরণের মিডিয়া রয়েছে - প্রিন্ট এবং ইলেকট্রনিক। মুদ্রিত মিডিয়ার মধ্যে রয়েছে
সংবাদপত্র, ম্যাগাজিন, বই ইত্যাদি।
ইলেকট্রনিক
মিডিয়ার মধ্যে রয়েছে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার, স্যাটেলাইট ইত্যাদি। প্রিন্ট
মিডিয়া মানুষকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয়ে
প্রচুর জ্ঞান অর্জনে সহায়তা করেছে এই মিডিয়াগুলি মানুষকে শিল্প ও সাহিত্য চর্চার
সুযোগও দিয়েছে। মানুষের মধ্যে সহজাত প্রতিভা বিকাশে গণমাধ্যমের উল্লেখযোগ্য অবদান
রয়েছে। কিছু মিডিয়া ব্যাপক এবং খুব অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক লোকের কাছে
সংবাদ প্রচার করতে পারে। তাদের বলা হয় গণমাধ্যম। এসব মাধ্যম মানুষের মধ্যে সচেতনতা, সচেতনতা, কৌতূহল, উদ্বেগ ইত্যাদি সৃষ্টি করে।
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ছাড়াও চলচ্চিত্র, নাটক, পথনাটক, পুতুল নাচ, গান, কবিতা ইত্যাদিও জনগণকে সহজেই আকৃষ্ট ও অনুপ্রাণিত
করতে পারে। ব্রিটিশদের বিরুদ্ধে সমগ্র ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য এই
মিডিয়াগুলি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রেখেছিল।
(খ)
গণতন্ত্রের শক্তিশালীকরণে গণমাধ্যম কীভাবে প্রভাব ফেলে?
উত্তৰঃ গণতন্ত্রে
গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র। জনমত গণতান্ত্রিক শাসনের ভিত্তি।
গণমাধ্যম সর্বদা জনমত প্রকাশে নেতৃত্ব দেয়। সংবাদপত্র, জনসভা, জনসভা, নাটক, চলচ্চিত্র, সাহিত্য পত্রিকা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির
পাশাপাশি আইনসভা, রাজনৈতিক
দল ইত্যাদিও জনমত গঠনের প্ল্যাটফর্ম। দেশ বা জাতির মিডিয়ার মাধ্যমে সরকার গঠন ও
বিলুপ্তি, পরামর্শ, অভিযোগ, মতামত, সমালোচনা ইত্যাদি সম্ভব হয়।
এছাড়াও, সময়ে
সময়ে সমাজে সংঘটিত বিভিন্ন গণমুখী সমষ্টিগত কল্যাণমূলক আন্দোলন এবং জনসচেতনতামূলক
প্রচারণার প্রচারে গণমাধ্যম নেতৃত্ব দেয়। সততা ও সততা গণতন্ত্রের মূল ভিত্তি। এই
ভিত মজবুত করতে মিডিয়া বড় ভূমিকা পালন করে। নির্বাচনে জনগণের অংশগ্রহণ, ভোটের অধিকার প্রয়োগ, দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচন
ইত্যাদি সময়োপযোগী কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস, দুর্নীতি ইত্যাদির মতো সময়ে
সময়ে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে এমন অপশক্তির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা
বৃদ্ধির প্রধান দায়িত্বও গণমাধ্যমের বহন করে।
3. 3. 3. শূন্যস্থান
পূরণ করুন
(ক) সিস্টেমের
সাথে জড়িত সমস্ত উপাদান যোগাযোগের একটি মাধ্যম।
উত্তরঃ
যোগাযোগ সিস্টেমের
সাথে জড়িত সমস্ত উপাদান যোগাযোগের একটি মাধ্যম।
(খ)
মানুষের মধ্যে মেধা
বিকাশে গণমাধ্যমের অবদান উল্লেখযোগ্য।
উত্তৰঃ মানুষের
মধ্যে অন্তর্নিহিত মেধা
বিকাশে গণমাধ্যমের অবদান উল্লেখযোগ্য।
(গ) ছাপাখানা
আবিষ্কার করেন।
উত্তরঃ
জোহান গুটেনবার্গ ছাপাখানা
আবিষ্কার করেন।
(d) অসমীয়া
ভাষায় কম্পিউটার এগুলোকে
যন্ত্র বলা হয়।
উত্তৰঃ অসমীয়া
ভাষায় কম্পিউটার হিসাব এগুলোকে
যন্ত্র বলা হয়।
(ঙ)
গণতন্ত্রে, সরকার ও
জনগণের মধ্যে, মিডিয়া
হয়।
উত্তৰঃ গণতন্ত্রে
সরকার ও জনগণের মধ্যে, লিঙ্ক মিডিয়া
হয়।
4. সঠিক উত্তর
চয়ন করুন-
(a) জ্যোতি
প্রসাদ অগ্রবালকে রূপকনওয়ার/সৈনিক শিল্পী বলা হয়।
উত্তৰঃ জ্যোতি
প্রসাদ অগ্রবাল রূপকনওয়ার 'স্টার ওয়ার' বলা হয়
(খ)
প্রাচীনকালে, রাজারা
জনগণকে খবর দেওয়ার জন্য মাইক্রোফোন/ড্রাম ব্যবহার করতেন।
উত্তৰঃ প্রাচীনকালে
রাজা প্রজাদের খবর দিতেন ঢােলৰ তিনি সাহায্য নেন।
(c) মুদ্রিত
মিডিয়া হল রেডিও/বই।
উত্তৰঃ মুদ্রিত
মাধ্যম হল বই।
(d) আর্কিমিডিস/মার্কনি, রেডিওর
উদ্ভাবক।
উত্তৰঃ রেডিওর
উদ্ভাবক মার্কনি।
(ঙ)
ইলেকট্রনিক মিডিয়া হল সংবাদপত্র/কম্পিউটার।
উত্তৰঃ ইলেকট্রনিক
মিডিয়া হল কম্পিউটার।