Chapter 6 -
পুত্রভিক্ষা
Textbook Question & Answer (পাঠ্যবইয়ের প্রশ্ন-উত্তর)
প্রশ্ন ১: "পুত্রভিক্ষা" গল্পের মূল ভাব কী?
উত্তর: "পুত্রভিক্ষা" গল্পটি মা ও সন্তানের মধ্যকার গভীর ভালোবাসা এবং মায়ের আত্মত্যাগের গল্প। এটি বোঝায় যে একজন মা তার সন্তানের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন।
প্রশ্ন ২: গৌতম বুদ্ধের কাছে মা কেন গিয়েছিলেন?
উত্তর: গল্পের মা তার মৃত সন্তানের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য গৌতম বুদ্ধের কাছে গিয়েছিলেন। তিনি বুদ্ধের কাছে কাঁদছিলেন এবং তাঁর কাছে সন্তানের প্রাণভিক্ষা করছিলেন।
প্রশ্ন ৩: গৌতম বুদ্ধ মহিলাকে কী নির্দেশ দিলেন?
উত্তর: গৌতম বুদ্ধ মহিলাকে একটি এমন বাড়ি থেকে সরষে দানা আনতে বললেন, যেখানে কেউ কখনো মারা যায়নি।
প্রশ্ন ৪: মহিলার অভিজ্ঞতা থেকে কী শিক্ষা পাওয়া যায়?
উত্তর: মহিলাটি যখন প্রত্যেক বাড়িতে গিয়ে সরষে চাইলেন, তখন তিনি বুঝলেন যে মৃত্যু সর্বজনীন এবং কেউই এর হাত থেকে রেহাই পায় না।
প্রশ্ন ৫: গল্পের শেষ পরিণতি কী?
উত্তর: মহিলাটি জীবনের বাস্তবতা বুঝতে পারেন এবং শোক থেকে মুক্ত হয়ে গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন।
Additional Question & Answer (অতিরিক্ত প্রশ্ন ও উত্তর)
প্রশ্ন ১: "পুত্রভিক্ষা" গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
উত্তর: গল্পটি আমাদের শেখায় যে মৃত্যু অবশ্যম্ভাবী, এবং আমরা যদি বাস্তবতাকে মেনে নেই, তবে শোক ও দুঃখ থেকে মুক্ত হতে পারবো।
প্রশ্ন ২: গৌতম বুদ্ধ কিভাবে মহিলাকে দুঃখ থেকে মুক্তি দিলেন?
উত্তর: গৌতম বুদ্ধ তাঁর শিক্ষার মাধ্যমে মহিলাকে বোঝালেন যে মৃত্যু জীবনেরই একটি অংশ এবং তাঁর সন্তানই শুধু মারা যায়নি, বরং এই পৃথিবীতে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে।
প্রশ্ন ৩: মহিলার মনোভাব গল্পের শুরুতে ও শেষে কেমন ছিল?
উত্তর:
-
গল্পের শুরুতে: মহিলাটি ছিল অত্যন্ত দুঃখী ও হতাশাগ্রস্ত। তিনি নিজের সন্তানের মৃত্যু মেনে নিতে পারছিলেন না।
-
গল্পের শেষে: তিনি মৃত্যুর চিরন্তন সত্য উপলব্ধি করেন এবং শোকের বন্ধন থেকে মুক্ত হয়ে গৌতম বুদ্ধের পথে চলার সিদ্ধান্ত নেন।
প্রশ্ন ৪: গৌতম বুদ্ধের শিক্ষার মূল বার্তা কী?
উত্তর: গৌতম বুদ্ধের শিক্ষার মূল বার্তা হলো সংসারে জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী, তাই মোহ ও শোকের বন্ধন থেকে মুক্ত হওয়াই প্রকৃত জ্ঞান।