Chapter 19 -
আর্থ-সামাজিক উন্নয়নে বিত্তীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের ভূমিকা
1) সংক্ষিপ্ত উত্তর লিখুন-
(ক) দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার কী করে?
উত্তর- সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন স্কিম, কর্মসূচি ইত্যাদি গ্রহণ করে এবং বাস্তবায়ন করে ǀ উপরন্তু, সরকার কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত অন্যান্য প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
খ) অর্থনৈতিক উন্নয়নের কিছু প্রধান উপাদানের নাম দাও ǀ
উত্তর- রাস্তা, পিয়ার, সেতু, আবাসন, পরিবহন, যোগাযোগ, সেচ, পানীয় জল, হাসপাতাল, বিদ্যুৎ এবং টেলিফোন সরবরাহ ইত্যাদি৷ ǀ
গ) আর্থিক প্রতিষ্ঠান কি?
উত্তর- আর্থিক প্রতিষ্ঠান হল সেই সকল প্রতিষ্ঠান যা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে জনগণকে উৎপাদনশীল ও স্বনির্ভর করতে অবদান রাখে।
ঘ) ব্যাঙ্কের দ্বারা করা দুটি উল্লেখযোগ্য কাজের উদাহরণ দাও ǀ৷
উত্তর- ক) গ্রাহকের তহবিল ব্যাংকে জমা করা হয় ǀ৷
খ) গ্রাহকদের ক্রেডিট প্রদান করে ǀ
e) আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক কি ǀ নামে পরিচিত
উত্তর- আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নামে পরিচিত।
f) Nedfi-সহায়তা পণ্য কোথায় বিক্রি হয় ǀ৷
উত্তর- নেডফির সহায়তায় উৎপাদিত পণ্যগুলি আমবারি, গুয়াহাটির নেডফিহাটে বিক্রি করা হয়
2) বিস্তারিত আলোচনা করুন-
(ক) আর্থ-সামাজিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের অবদান।
উত্তর-
1) বাণিজ্যিক ব্যাংকগুলি আমানতকারীদের জমাকৃত সঞ্চয়ের ভিত্তিতে সমাজের বিভিন্ন অংশ যেমন কৃষক, শিল্পপতি, কারিগর ইত্যাদিকে ঋণ প্রদান করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে।
2) অর্থনীতির বিভিন্ন সেক্টরের গুণগত উন্নয়নের জন্য উৎপাদকদের বিপুল পরিমাণ পুঁজির প্রয়োজন হয়। ǀ সরকারী সহায়তা ছাড়া, কেউ নিজেরাই বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করতে পারে না
3. দরিদ্র কৃষকরা তাদের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য মহাজন বা ব্যক্তিগত ঋণদাতাদের কাছে না গিয়ে বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারে ǀ
4) বাণিজ্যিক ব্যাঙ্কগুলি উচ্চ শিক্ষার প্রতি তাদের অনুপ্রেরণা বাড়ানোর জন্য শিক্ষার্থীদের শিক্ষা ঋণ প্রদান করে ǀ ছাত্ররা তাদের পড়াশোনা শেষ না করা পর্যন্ত এই ঋণগুলিকে ব্যাঙ্কে পরিশোধ করতে হবে না ǀ তাদের পড়াশুনা শেষ করার পরে পরিশোধের সময়কাল এমনকি 18 মাস পর্যন্ত বাড়ানো হয় ǀ
(b) উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নে উত্তর পূর্ব পরিষদ এবং উত্তর পূর্ব উন্নয়ন অর্থ নিগমের ভূমিকা।
উত্তর- কাউন্সিল এবং নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন বা NEDFI 1995 সালে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ǀ NEDFI এই অঞ্চলে দেশীয় সম্পদের সঠিক ব্যবহারের জন্য পরিবেশগত এবং অবকাঠামো প্রকল্পগুলি সনাক্তকরণ এবং বজায় রাখতে সহায়তা করে বিভিন্ন কৃষি-ভিত্তিক শস্য উৎপাদনের মাধ্যমে শিল্প স্থাপনের জন্য একটি পরিবেশ তৈরি করার উপর জোর দেয়।
এই প্রোগ্রামটি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জনগণকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে যেমন কৃষি, ঔষধি গাছ লাগানো, রেশম শিল্প, কুটির শিল্প, হস্তশিল্প এবং বস্ত্র, উদ্যানপালন, হাঁস-মুরগি পালন, শূকর পালন, মাছ চাষ ইত্যাদি করতে পারে না, এই প্রোগ্রামের মাধ্যমে এই লোকেদের ছাড়ের হারে ঋণ দেওয়া হয়।
Nedfi উত্তর পূর্বে অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করছে ǀ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী এই ধরনের পদক্ষেপের ফল ǀ
গ) স্ব-সহায়ক গোষ্ঠী গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:-
উত্তর-
১। স্ব-সহায়ক গোষ্ঠী গঠনের মাধ্যমে একসঙ্গে কাজ করার শক্তি ও উদ্দীপনা তৈরি করা।
২। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের অ্যাক্সেস।
৩। গ্রুপ সদস্যদের দ্বারা সম্মিলিতভাবে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করা।
৪। গ্রুপের সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।
৫। গ্রামীণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং একটি স্বনির্ভর মানসিকতা গড়ে তোলা
৬। ǀ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে যৌথ ঋণ প্রাপ্তিতে সহায়তা করুন
৩) চমু টোকা লিখা-
ক) সমবায় ব্যাংক
উত্তৰঃ এই ব্যাংকের মূল উদ্দেশ্য হল দরিদ্র কৃষক, কারিগর, ক্ষুদ্র উদ্যোক্তা ইত্যাদিকে স্বল্প সুদে উৎপাদনশীল কর্মকান্ডের জন্য ঋণ প্রদান করা। ǀআমাদের দেশের দরিদ্র কৃষকদের এখনও ব্যাংকারদের কাছ থেকে ঋণ নিতে খুব বেশি সুদ দিতে হয়৷ গ্রামে গ্রামে কৃষিঋণ সমবায় সমিতি গঠিত হয়৷
খ) নাবার্ড
উত্তৰঃ আমাদের দেশের সরকার দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে 1982 সালে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) নামে একটি আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। ব্যাংক গ্রামীণ উন্নয়নের জন্য বিভিন্ন স্কিম, প্রকল্প ইত্যাদির জন্য সব ধরনের কৃষি ঋণের পাশাপাশি ঋণ প্রদান করে। এই ঋণগুলি স্বল্প মেয়াদে (18 মাসের জন্য) এবং দীর্ঘমেয়াদী (25 বছরের জন্য) দেওয়া হয়। NABARD সমবায় ব্যাঙ্ক, ভূমি উন্নয়ন ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্ক এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ প্রদান করে। NABARD গ্রামীণ ঋণ বিতরণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এজেন্ট হিসাবে কাজ করে।
C. কেন্দ্রীয় ব্যাংক
উত্তৰঃ ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থার শীর্ষে থাকা ব্যাঙ্ক হল কেন্দ্রীয় ব্যাঙ্ক ǀ অন্যথায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হিসাবে পরিচিত ǀ এই ব্যাঙ্কটি 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ǀ কেন্দ্রীয় ব্যাঙ্ক হল ব্যাঙ্কগুলির ব্যাঙ্ক ǀ এটি অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি নিরীক্ষণ করে৷ কাগজের মুদ্রা ছাপানোর একমাত্র অধিকার কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক কাগজের মুদ্রা মুদ্রণ করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংক চেক করছে। ভারতীয় স্টেট ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এজেন্ট হিসাবে কাজ করে।
D. স্ব-সহায়ক গোষ্ঠী
উত্তৰঃ একটি স্ব-সহায়ক গোষ্ঠী হল একটি ক্লাস্টার বা গোষ্ঠী যারা আর্থিকভাবে স্বচ্ছল নয় স্বেচ্ছায় একই জায়গায় জড়ো হয় ǀ এই ধরনের দলগুলি সাধারণত 10 থেকে 20 সদস্য নিয়ে গঠিত হতে পারে ǀ এই দলের মূল উদ্দেশ্য হল দারিদ্র্য বিমোচনের জন্য একসাথে কাজ করা৷ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং বেকার লোকেরা এই ধরনের গোষ্ঠী গঠন করে এবং ব্যাংক, Nedfi ইত্যাদির মতো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পায়। স্ব-সহায়ক গোষ্ঠী বেকার যুবকদের বিভিন্ন আয়ের সুযোগ খুঁজে পেতে সাহায্য করে। এছাড়াও, এই গোষ্ঠীর মাধ্যমে, গ্রামীণ এলাকার দারিদ্র্যসীমার নিচের মানুষরা আত্ম-কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে হাঁস-মুরগির খামার, তাঁত, সেলাই ফুল চাষ ইত্যাদি প্রকল্প গ্রহণ করতে পারে।
৪) শুদ্ধ- অশুদ্ধ নির্ণয় কৰা।
(ক) মাথাপিছু আয় বৃদ্ধি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
উত্তর- শুদ্ধ।
(b) শিল্প ও বিনিয়োগ ব্যাংক শিল্প খাতে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে।
উত্তর-শুদ্ধ।
(c) স্ব-সহায়তা গোষ্ঠীগুলিকে কেন্দ্রীয় ব্যাঙ্কে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে৷
উত্তর- অশুদ্ধ।
(d) NEDFI-এর সদর দফতর শিলং-এ।
উত্তর- অশুদ্ধ।
(ঙ) আর্থিকভাবে সচ্ছল লোকেরা স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্য হতে পারে।
উত্তর- অশুদ্ধ।