Chapter 2 - 

জনসংখ্যার বৃদ্ধি এবং বিতরণ

সঠিক উত্তর লিখুন:


ক) কোন অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি? 


1) নিরক্ষীয় অঞ্চল, 2) উত্তর মেরু, 3) পূর্ব এশিয়া, 4) আফ্রিকার সাহারা মরুভূমি


উত্তৰঃ ৩) পূব এছিয়া। 



খ) কোন মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? 


1) ইউরোপ, 2) আফ্রিকা, 3) এশিয়া, 4) অস্ট্রেলিয়া


উত্তৰঃ 3) এশিয়া। 



গ) 2011 সালে আসামের জনসংখ্যা কত ছিল?


১) ২.২৪ কোটি,  ২) ৩.১২ কোটি , ৩) ২.৩৫ কোটি,  ৪) ২.৪৬ কোটি


উত্তৰঃ ২) ৩.১২ কোটি। 



ঘ) নিচের কোন মহাদেশে মানুষ স্থায়ীভাবে বসবাস করে না?


1) এশিয়া, 2) দক্ষিণ আমেরিকা, 3) অ্যান্টার্কটিকা, 4) ইউরোপ


উত্তৰঃ 3. আর্কটিক বা অ্যান্টার্কটিকা।


ঙ) বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হল-


(1) ভারত, (2) পাকিস্তান, (3) রাশিয়া, (4) চীন


উত্তৰঃ ৪) চীন।



2) শূন্যস্থান পূরণ করুন:


উত্তৰঃ

ক) জনসংখ্যা বৃদ্ধি শব্দটি জনসংখ্যাকে বোঝায় সংখ্যাগত বৃদ্ধি বোঝায়।


B. বিশ্বের সবচেয়ে বেশি মানুষ উত্তর গোলার্ধে বসতি স্থাপন করে।


গ) একটি স্থানের জনসংখ্যা হল প্রতি বর্গ কিলোমিটারে একটি এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা ঘনত্ব


ঘ) স্থানান্তর হল একটি স্থান ছেড়ে নতুন জায়গায় বসতি স্থাপনের প্রক্রিয়া গন্তব্য তারা বলে।




3. 3. একটি সংক্ষিপ্ত লিখুন:


ক) মানবসম্পদ উন্নয়ন: 


উত্তৰঃ একটি দেশের সব মানুষ শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি, দক্ষতা, বুদ্ধিমত্তা ইত্যাদিতে সমান নয়। দক্ষতা, উৎপাদনশীল দক্ষতা, জ্ঞান ও বুদ্ধিমত্তা মানব সম্পদের কিছু গুণগত বৈশিষ্ট্য। মানব সম্পদ সমাজ ও দেশের উন্নয়নের ভিত্তি। মানবসম্পদ উন্নয়ন হলো এ ধরনের মানব সম্পদের যথাযথ উন্নয়ন। তাই মানবসম্পদ উন্নয়ন মানে সম্পদ হিসেবে মানুষের গুণগত উন্নতি। এর জন্য উপযুক্ত সরকারি পরিকল্পনা থাকা দরকার। মানবসম্পদ উন্নয়নের মূল শর্ত হল সমাজের সকল শ্রেণীর জন্য সম্পদ, শিক্ষা, সুস্বাস্থ্য, উপযুক্ত কর্মসংস্থান ইত্যাদির যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা। জনসংখ্যার গুণগত উন্নয়ন মানব সম্পদের উন্নয়ন।



খ) জনসংখ্যা ক্লাস্টারিং:


উত্তৰঃ জনসংখ্যার বন্টন জায়গায় ঘন, মাঝারি এবং পাতলা। প্রাচীনকালে, নদী উপত্যকাকেন্দ্রিক সভ্যতা বিশ্বের অনেক জায়গায় গড়ে উঠেছিল। এই ধরনের এলাকায় জনসংখ্যা কেন্দ্রীভূত ছিল। নদী উপত্যকা এবং উপকূলীয় সমভূমির মাটি সাধারণত কৃষির জন্য উপযুক্ত। উপরন্তু, এই ধরনের এলাকায় শিল্প, পশুপালন ইত্যাদির জন্য জলের সুবিধা রয়েছে। মাছ ধরা এবং কম খরচে পরিবহনের কারণে এই ধরনের এলাকাগুলি এখনও ঘনবসতিপূর্ণ এবং নগরায়ন। জনসংখ্যার ক্লাস্টারিং এমন এলাকায় ঘটে যেখানে বসতি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট সুবিধার উপর ভিত্তি করে খুব ঘন। 



গ) জনসংখ্যা বিস্ফোরণ: 


উত্তৰঃ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে প্রাণহানি ঘটলেও জনসংখ্যা বৃদ্ধির হার থেমে নেই। যাইহোক, চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে মহামারী নিয়ন্ত্রণে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে রোগ নিরাময় করা যায় এবং মৃত্যুহার কমে যায়। এটি ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির দিকে পরিচালিত করে। জনসংখ্যার এই ধরনের অপ্রত্যাশিত পরিবর্তনকে জনসংখ্যা বিস্ফোরণ বলা হয়। 

 


4) প্রসারিত করুন (প্রায় 80 শব্দের মধ্যে)


 গণ অভিবাসন কি? এর কারণ কী? জন এর মাইগ্রেশন ফলাফল কি?

 

উত্তৰঃ প্রাচীনকাল থেকেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছে। মাইগ্রেশন হল কাজের জন্য বা অন্যান্য কারণে মানুষের অন্য জায়গায় যাওয়া।

  জনসংখ্যার অভিবাসনের কারণগুলি হল-সাধারণত যুদ্ধ-সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, বন্যা, ক্ষয়, খাদ্য সংকট, রাজনৈতিক সংকট ইত্যাদি। মানুষ এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আজকাল, উন্নত শিক্ষা, কর্মসংস্থান, নিরাপদ জীবনযাপন ইত্যাদির জন্যও অভিবাসন ঘটে। মানুষ সাধারণত শিল্প, কারখানা নির্মাণ ইত্যাদি কাজে কর্মসংস্থানের সন্ধানে গ্রামীণ এলাকা থেকে শহরে চলে যায়। দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ কর্মসংস্থানের সন্ধানে মুম্বাই, গুজরাট, দিল্লি, অন্ধ্র প্রদেশ প্রভৃতি শিল্পাঞ্চলে পাড়ি জমায়।  এইভাবে, কর্ম সংস্থান হিসাবে মানুষ এক স্থান থেকে অন্য স্থানান্তর করছে। 

   জনসংখ্যা স্থানান্তরের পরিণতি নিম্নরূপ: যখন জনসংখ্যা স্থানান্তরের মাত্রা বেশি থাকে, তখন লক্ষ্যবস্তু এলাকায় জনসংখ্যা হঠাৎ করে দ্রুত বৃদ্ধি পায়। এটি এলাকার মাথাপিছু জমি এবং অন্যান্য সম্পদের পরিমাণ হ্রাস করে। এছাড়াও, কখনও কখনও কিছু অভিবাসন গন্তব্যে রাজনৈতিক, ভাষা এবং সাংস্কৃতিক সংকট দেখা দিতে পারে।