Chapter 23 -
মৌলিক অধিকার
1) একটি সংক্ষিপ্ত উত্তর দিন-
ক) মৌলিক অধিকার বলতে কী বোঝায়?
উত্তৰঃ মৌলিক অধিকার হল সেই অধিকার যা সংবিধান নাগরিকদের তাদের প্রতিভা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য দেয়।
খ) মৌলিক অধিকারের ধারণা প্রথম কোন দেশে জন্ম নেয়?
উত্তৰঃ মৌলিক অধিকারের ধারণা প্রথম জন্ম নেয় মার্কিন যুক্তরাষ্ট্রে (বিল অফ রাইটস)।
গ) সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো সংরক্ষিত আছে?
উত্তৰঃ সংবিধানের 18 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
d) কোন সালে ভারতের সংবিধানে সম্পত্তির অধিকার রহিত করা হয়?
উত্তৰঃ ভারতের সংবিধানে সম্পত্তির অধিকার রহিত করা হয় ১৯৪৮ সালে
ঙ) শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয়?
উত্তৰঃ 2009 সালে, শিক্ষার অধিকার আইন প্রণীত হয়।
2) শূন্যস্থান পূরণ করুন-
ক) অস্পৃশ্যতা এক সামাজিক ব্যাধি ।
খ) ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র.
গ) মৌলিক অধিকার সংবিধানের অবিচ্ছেদ্য অঙ্গ অঙ্গ ।
ঘ) নাগরিকদের মৌলিক অধিকার ব্যক্তিত্ব এটা উন্নয়নে সাহায্য করে।
3) সঠিক উত্তর চয়ন করুন-
ক) দেশে জরুরী অবস্থায় নাগরিকেরা সকল মৌলিক অধিকার ভোগ করতে পারে না।
উত্তৰঃ পারে না
খ) নাগরিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে আদালতের কাছে যেতে পারে না।
উত্তৰঃ পারে
গ) রাষ্ট্রপতি থেকে কর্মী পর্যন্ত সবাই আইনের দৃষ্টিতে সমান/সমান নয়।
উত্তৰঃ হয়।
d) সকল শিক্ষার্থী সরকারী সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করতে পারে না।
উত্তৰঃ পারে
ঙ) সমস্ত ভারতীয় নাগরিক তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ করতে পারে না।
উত্তৰঃ পারে
4. সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার কারণ লিখুন।
উত্তৰঃ সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার কারণগুলি হল:
এই অধিকার ব্যতীত নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ অসম্ভব,
→এই অধিকারগুলো একটি রাষ্ট্রকে চিহ্নিত করে,
→ মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে কোনো বৈষম্য নয়
তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই অধিকারগুলো উপভোগ করতে পারে।