Chapter 3 -

পরমাণু এবং অণু 

প্রশ্নাবলী:

 

 

1. পারমাণবিক ভর একক সংজ্ঞায়িত করুন।

 

উত্তৰঃ- একটি পারমাণবিক ভর হল C-1 পরমাণুর ভরের ঠিক 1/12

 

2. খালি চোখে পরমাণু দেখা কেন অসম্ভব?

 

উত্তৰঃ- খালি চোখে পরমাণু দেখা অসম্ভব। কারণ পরমাণু খুব ছোট। যা আমরা শুধু মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি। অণু পরমাণু দিয়ে গঠিত। যেহেতু আমরা খালি চোখে পরমাণু দেখতে পারি না, তাই আমরা পরমাণু দেখতে পারি না কারণ তারা তার চেয়ে ছোট।

 

3. সংকেত লিখা।

 

(i) সোডিয়াম অক্সাইড

 

(ii) অ্যালুমিনিয়াম ক্লোরাইড

 

(iii) সোডিয়াম সালফাইড

 

(iv) ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড

 

উত্তৰঃ-

  (i) সোডিয়াম অক্সাইড

Na₂O

(ii) অ্যানুমিনিয়াম ক্লোরাইড    

AlCl₃ 

(iii) সোডিয়াম সালফাইড

 

Na₂S

(iv) ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড

 

MgOH

 

4. নিম্নলিখিত চিহ্ন দ্বারা উপস্থাপিত যৌগগুলির নাম দিন:

 

অ্যালুমিনিয়াম সালফেট

ক্যালসিয়াম ক্লোরাইড

 

পটেছিয়াম ছালফেট

 



পটাসিয়াম নাইট্রোক্সাইড

 


ক্যালসিয়াম কার্বনেট


5. রাসায়নিক সংকেত বলতে কী বোঝায়?

উত্তৰঃ- রাসায়নিক কোড শব্দটি একটি যৌগের অণু গঠনের প্রতীকী চিহ্নকে বোঝায়। সমষ্টিতে পরমাণুর অনুপাত নির্ণয় করে। 

6. (i) কয়টি পরমাণু আছে

উত্তৰঃ- 


7.


H = 1 পারমাণবিক ভর

 

এইচ2 ৰ আণৱিক ভৰ = 2×1

 

                              =2ইউ

 

 

O = পারমাণবিক ভর×6

 

2 ৰ আণৱিক ভৰ = 2×16

 

                               = 32U

 

 

Cl এর পারমাণবিক ভর = 35.5

 

ক্ল2 ৰ আণৱিক ভৰ = 2×35.5

 

                                = 71U

 

 

C এর পারমাণবিক ভর = 12

H = 1 পারমাণবিক ভর

 

সিএইচ4 ৰ আণৱিক ভৰ = 1×12 + 4×1

 

                                  = 12+4

 

                                  = 16U

 

 

C এর পারমাণবিক ভর = 12

 

H = 1 পারমাণবিক ভর

 

2এইচ6 ৰ আণৱিক ভৰ = 2×12 + 6×1

 

                                   = 24+6

 

                                   = 30U

 

 

C এর পারমাণবিক ভর = 12

H = 1 পারমাণবিক ভর

2এইচ4 ৰ আণৱিক ভৰ = 2×12 + 4×1

                                   = 24 + 4

                                   = 28U

পারমাণবিক ভর N = 14

H = 1 পারমাণবিক ভর

এনএইচ3 ৰ আণৱিক ভৰ = 1×14 + 3×1

                                  = 14+3

                                  =17ইউ

 

H = 1 পারমাণবিক ভর

 

O = 16 এর পারমাণবিক ভর

 

সিএইচ3OH ৰ আণৱিক ভৰ = 1×12 + 3×1 + 1×16 + 1×1

 

                                  = 12+3+6+1

 

                                  = 22U

 

8. ZnO, Na2O আৰু K2CO3 এর সংকেত গ্রুপ ভর গণনা করুন। প্রদত্ত পারমাণবিক ভরগুলি হল Zn = 65u, Na = 23u, K = 39u, C = 12u এবং O = 16u

উত্তৰঃ-

পারমাণবিক ভর = Zn এর 65

K = 39 এর পারমাণবিক ভর

 

C এর পারমাণবিক ভর = 12

 

O = 16 এর পারমাণবিক ভর

 

O = 16 এর পারমাণবিক ভর

 

ZnO এর পারমাণবিক ভর =×65 + 1×6

 

                                               = 65+16

 

                                               = 81u

 

 

ইতিমধ্যেই2 পারমাণবিক ভর = 23

 

O = 16 এর পারমাণবিক ভর

 

ইতিমধ্যেই2O এর পারমাণবিক ভর =×23 + 1×16

                                                 = 46+16

                                                 = 62u

 

 

কে2CO3 = এর পারমাণবিক ভর×39 + 1×12 + 3×16

 

                                                      = 78+12+48

 

                                                      = 148u

 

 

9. কার্বন পরমাণুর এক মোল ভর 12 গ্রাম হলে 1 কার্বন পরমাণুর ভর (গ্রামে) কত? 

উত্তৰঃ


 

10. কোনটিতে 100 গ্রাম সোডিয়াম বা 100 গ্রাম লোহাতে বেশি পরমাণু থাকবে? (প্রদত্ত, Na = 23u, Fe = 56u এর পারমাণবিক ভর)

উত্তৰঃ  সোডিয়ামের পারমাণবিক ভর 23 গ্রাম

                সোডিয়ামের 1 মোল ভর = 23 গ্রাম

                   23 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা = 6.022x10/2

                  100 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা = 6.022x10/23x23x1

                                                                                       = 0.261x10/25

                                                                                       =2.61x10/24

 

 

লোহার পারমাণবিক সংখ্যা = 56 গ্রাম

 লোহার 1 মোলের ভর = 56 গ্রাম

56 গ্রাম লোহায় পরমাণুর সংখ্যা = 6.022x10/2

100 গ্রাম সূত্রে পরমাণুর সংখ্যা = 6.022x10/23x56x1

                                                               = 0.107x102/25

                                                               =1.07x10/24

100 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা বেশি।