Chapter 9.1 
খোজা খিজির উৎসব
 
লেখক পরিচিতি: 

জন্ম: ১৯১৭ খ্রিস্টাব্দের ১৪ জুন, কলকাতায় জন্মগ্রহণ করেন

শিক্ষা ও কর্মজীবন: আশুতোষ কলেজ থেকে বিএ পাস করার পর সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা হয়

সাহিত্যজীবন: তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল- 'কলকাতা শহরের ইতিবৃত্ত', 'মেট্রোপলিটন মন ও মধ্যবিত্ত বিদ্রোহ', 'জনসভার সাহিত্য', 'কালপেঁচার নক্শা', 'নববাবুচরিত' ইত্যাদি

জীবনাবসান: ১৯৮০ খ্রিস্টাব্দের ২৫ জুলাই

সংক্ষিপ্তসার : বাংলার লোকায়ত জীবনে পালিত বিভিন্ন উৎসবের মধ্যে মোগল আমলের জনপ্রিয় কিছু উৎসবের কথা লেখক বিনয় ঘোষ তুলে ধরেছেন আলোচ্য রচনাংশে। মুরশিদাবাদের একটি প্রাচীন ঐতিহ্যমণ্ডিত উৎসব হল খোজা খিজির উৎসব। এই উৎসব নবাবি আমলের বৈভবের কথা মনে করিয়ে দেয়। পরম যত্নে বেশ কয়েকদিন ধরে চলে এ উৎসবের প্রস্তুতিপর্ব। তারপর জলযান ও আলোকমালার বিচিত্র সজ্জা নির্মাণের উদ্দেশ্যে কারুশিল্পীরা এ কাজ সম্পন্ন করেন। এই কাজে ব্যবহৃত প্রধান উপাদান হল-বাঁশ ও কলা গাছ। নবাবি আমল থেকে একশ্রেণির কারিগররা বংশপরম্পরায় এ কাজ অত্যন্ত নিপুণভাবে করে আসছেন। ভাদ্রের শেষ বৃহস্পতিবারে ভাগীরথীর ভরা বুক আলো করে, লক্ষ মানুষের আগ্রহ নিরসন করে তাদের বাংলা আনন্দ দিতে এই উৎসব আজও অনুষ্ঠিত হয়ে চলেছে। এই উৎসবের ঐতিহ্য রয়ে গিয়েছে ঢাকাতেও। এই উপলক্ষ্যে বাংলার এই হিন্দু উৎসবের সঙ্গে বাংলার কুশলী মুসলমান লোকশিল্পীদের দান-ও তাই বিশেষভাবে স্মরণীয়

শব্দার্থ বিশ্লেষণ: আভিজাত্য: অভিজাত ব্যক্তির পরিচয় প্রকাশিত হয় যাতে, বংশমর্যাদা। তরঙ্গায়িত: ঢেউ খেলছে এমন। নির্মাণ: কোনো কিছু বানানো। দক্ষ: পারদর্শী। কারিগর: মিস্ত্রি। চিত্র: ছবি। উৎসুক: আগ্রহী। সমারোহে: জাঁকজমকপূর্ণভাবে। তরঙ্গ: ঢেউ। প্রভাত: ভোরবেলা। বিস্তৃত: প্রসারিত, ছড়ানো। প্রাঙ্গণ : উঠোন। জলযান: যে-গাড়ি জলে চলাচল করতে পারে, যেমন-জাহাজ, নৌকো, ভুটভুটি, কলার মান্দাস। বংশানুক্রমে: বংশপরম্পরায়। মন্থর: ধীর। কুশলী: দক্ষ, নিপুণ। ডিঙা: ছোটো নৌকো। দীপালোক: প্রদীপের আলো। বিবরণ: বর্ণনা। তোরণ: প্রবেশদ্বার। অভিনব: সম্পূর্ণ নতুন। দুর্গ: কেল্লা। আবৃত: ঢাকা। কামান দাগা: কামানের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো। পোষকতা: সমর্থন, সহায়তা
 
 
এখানে কোন প্রশ্ন এবং উত্তর নেই
 
Editing By:- Lipi Medhi