Chapter 1
আমাদের গ্রাম
Text book Question Answer:
(ক) আমাদের ছোটো গাঁয়ে কী আছে?
উত্তর: আমাদের ছোটো গাঁয়ে একটি খেলার মাঠ, স্কুল আর ছোট ছোট ঘর আছে।
(খ) পাহাড়ের ছেলেরা কী করে?
উত্তর: পাহাড়ের ছেলেরা গরু চরায়, কাঠ কাটে।
(গ) প্রানের মাঠে কী দেখা যায়?
উত্তর: প্রানের মাঠে গরু চরছে, বাচ্চারা খেলছে—এই দৃশ্য দেখা যায়।
(ঘ) আমাদের ছোটো গ্রাম ‘মায়ের সমান’ কেন?
উত্তর: আমাদের ছোটো গ্রাম মায়ের সমান কারণ এটি আমাদের জন্মভূমি, এখানেই আমরা বড় হয়েছি।
(ঙ) সকালে পূর্বদিকে কী ওঠে?
উত্তর: সকালে পূর্বদিকে সূর্য ওঠে।
Additional Question Answer
(১) আমাদের ছোটো গাঁয়ের মানুষরা কীভাবে জীবনযাপন করে?
উত্তর: আমাদের ছোটো গাঁয়ের মানুষরা সাদামাটা জীবনযাপন করে। তারা পরিশ্রম করে, মাঠে কাজ করে এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে।
(২) ছোটো গাঁয়ের পরিবেশ কেমন?
উত্তর: ছোটো গাঁয়ের পরিবেশ শান্ত, নির্মল ও সবুজে ঘেরা।
(৩) শিশুরা গাঁয়ে কী কী খেলে?
উত্তর: শিশুরা গাঁয়ে ফুটবল, লুকোচুরি, দড়ি লাফ ইত্যাদি খেলে।
(৪) গ্রামের সঙ্গে শিশুর সম্পর্ক কেমন হয়?
উত্তর: গ্রামের সঙ্গে শিশুর সম্পর্ক অত্যন্ত আন্তরিক ও আবেগপূর্ণ হয়, কারণ সেখানেই তারা বড় হয়।
(৫) গাঁয়ে সকালে কেমন দৃশ্য দেখা যায়?
উত্তর: গাঁয়ে সকালে সূর্য উঠার সময় পাখির ডাক, ঠাণ্ডা হাওয়া ও মানুষের কাজের ব্যস্ততা দেখা যায়।