Chapter 12 -

চলো, শিবসাগর বেড়িয়ে আসি 

পাঠ্যবইয়ের প্রশ্নোত্তর:

(ক) শিবসাগর পুকুরটি কে খনন করিয়েছিলেন?
উত্তর: শিবসাগর পুকুরটি আহোম রানি অম্বিকা দেবী খনন করিয়েছিলেন।

(খ) সান্ত্বনা ও তন্ময় মা-বাবার সঙ্গে কোথায় গিয়েছিল?
উত্তর: সান্ত্বনা ও তন্ময় মা-বাবার সঙ্গে শিবসাগর ভ্রমণে গিয়েছিল।

(গ) আহোম রাজারা কোথায় বসে খেলা-ধুলা আর উৎসব উপভোগ করতেন?
উত্তর: আহোম রাজারা কারেঙ্গ ঘরের বারান্দায় বসে খেলা-ধুলা আর উৎসব উপভোগ করতেন।

(ঘ) আজানপিরের দরগাহ (সমাধি) কোথায়?
উত্তর: আজানপিরের দরগাহ শিবসাগরের কাছে গরগাঁওয়ে।

(ঙ) আসার পথে ওদের কী দেখার ইচ্ছা ছিল?
উত্তর: আসার পথে ওদের আজানপিরের দরগাহ ও মৈদাম দেখার ইচ্ছা ছিল।

(চ) মৈদাম কী?
উত্তর: মৈদাম হলো আহোম রাজাদের সমাধিস্থল বা কবরস্থান।

শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো:

(ক) শিবদৌলের কাছে ওরা দেখল দৌল আর পুকুর
(খ) আহোম রাজা তাঁর মা জন্য জয়দৌল নির্মাণ করিয়েছিলেন। মায়ের স্মৃতিরক্ষার
(গ) যেতে যেতে পথে অনেক দর্শনীয় স্থান চোখে পড়ল তাদের।

অতিরিক্ত প্রশ্নোত্তর:

(১) শিবসাগর পুকুরটি কেমন দেখতে?
উত্তর: শিবসাগর পুকুরটি খুব বড় এবং পরিষ্কার। তার চারদিকে সুন্দর পরিবেশ ও ঐতিহাসিক স্থাপনা আছে।

(২) কারেঙ্গ ঘর কী?
উত্তর: কারেঙ্গ ঘর হলো আহোম রাজাদের একটি রাজপ্রাসাদ, যেখানে তারা রাজকার্য ও উৎসব পালন করতেন।

(৩) জয়সাগর দৌল কার স্মৃতিতে নির্মিত হয়েছিল?
উত্তর: জয়সাগর দৌল আহোম রাজার মা জয়মতীর স্মৃতিতে নির্মিত হয়েছিল।

(৪) শিশুরা এই ভ্রমণে কী কী শিখল?
উত্তর: শিশুরা এই ভ্রমণে ইতিহাস, সংস্কৃতি, প্রাচীন স্থাপত্য ও ধর্মীয় স্থান সম্পর্কে জানতে পারল।

(৫) শিবসাগর ভ্রমণ থেকে কী শিক্ষা পাওয়া যায়?
উত্তর: শিবসাগর ভ্রমণ থেকে জানা যায় যে আমাদের দেশ-রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এবং তা জানার চেষ্টা করা উচিত।