Chapter 8

ছড়ার মজা। গানের ভুবন 

উত্তর দাওঃ

(ক) প্রথম ছড়াটিতে ঘুমপাথালি মাসি-পিসিকে কী খেতে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: বড় পাতায় ভাত খাওয়ানোর কথা বলা হয়েছে।

(খ) ঘুমপাথালি মাসি-পিসিকে কী মেঘে চান করার কথা বলা হয়েছে?
উত্তর: মেঘের জল দিয়ে চান করার কথা বলা হয়েছে।

(গ) মেঘ থেকে আমাদের কী পাই?
উত্তর: মেঘ থেকে আমরা বৃষ্টি বা জল পাই।

(ঘ) ঘটটি কীরকম ছিল?
উত্তর: ঘটটি মাটির ছিল।

(ঙ) বসুলু বলতে কাকে বোঝায়?
উত্তর: বসুলু বলতে মেঘকে বোঝানো হয়েছে।

নিচে পাঠ্যবইয়ের পৃষ্ঠা অনুসারে প্রশ্নোত্তরগুলি সুন্দরভাবে বাছি দেওয়া হলো:

প্রথম অংশ: শব্দ মিলিয়ে প্রতিলিপি লেখো
পানি — জল
মজা — আনন্দ
গাই — গরু
শীতল — ঠান্ডা
অর্থ লেখো:
বেসম — ছোলা, মটর ইত্যাদি ডালের গুঁড়ো
নেওয়া — চান করা (নাওয়া, চান করা)
রঙা — লাল
বাটা — পান ইত্যাদি সাজিয়ে দেওয়ার জন্য ছোটো বাটির মতো পাত্র

উচ্চারণ অনুযায়ী নিচের শব্দগুলোর শেষের বর্ণ মিলিয়ে একটি করে শব্দ লেখো:
পানি — খানি
গাই — চাই
পান — জান
মাছ — বাঁচ
জানি — দানি

জেনে নাও (ছড়া বা গান কাকে বলে?):
ঘুমপাড়ানি ছড়া বা গান কাকে বলে জানো কি?
শিশুদের ঘুম পাড়ানোর সময় মা-মাসি-পিসি-ঠাকুমা-দিদিমারা সুর করে যে ছড়া উচ্চারণ করেন বা গান করেন, সেই ছড়া বা গানকে ঘুমপাড়ানি ছড়া বা গান বলা হয়।

১. ভবিষ্যৎ কাল বাক্য শব্দ চিহ্নিত করো ও গোল চিহ্ন দাও:
বসি — বসব (গোল চিহ্ন দিয়া হ’ব)
পড়ে — পড়ি
আসি — আসব

২. নিচের শব্দ দিয়ে ভবিষ্যৎ কাল বাক্য শব্দ লেখোঃ
করা — করবে, করব, করবি
লেখা — লেখবে, লিখব, লিখবি
যাও — যাবে, যাব, যাবি
বলা — বলবে, বলব, বলবি

১. রেফ ( ‘ ) যুক্ত বর্ণ গঠন করে দুটি করে শব্দ লেখোঃ
চ + র + চ = চর্চা
আরও একটি: চরকা
ক + র = ক্র যেমন: ক্রন্দন, ক্রিয়া
ধ + র = ধ্র যেমন: ধ্রুব, ধ্রুপদ

২. নিচের শব্দগুলোর মধ্যে যেগুলি বহুবচন বোঝাচ্ছে সেগুলি খুঁজে লেখোঃ
বই — বইগুলো
গোয়াল — গোয়ালগুলো
পাখি — পাখিগুলো
আমি — আমরা
বালক — বালকেরা
মা — মায়েরা

৩. নিচের শব্দগুলি দিয়ে বহুবচনযুক্ত শব্দ লেখোঃ
গুলো — বইগুলো, ছেলেগুলো, পাখিগুলো
গণ — ছাত্রগণ, শিক্ষকগণ, দেবতাগণ
সমূহ — গাছসমূহ, বইসমূহ, প্রাণীসমূহ
বৃন্দ — শিল্পীবৃন্দ, অতিথিবৃন্দ, গায়কবৃন্দ

গ — জ্ঞান-সম্প্রসারণ

১. তুমি যদি মেঘের পিঠে চড়তে পারতে, তবে কী কী করতে, নিচের খালি ঘরগুলিতে লেখোঃ
মেঘের পিঠে যদি চড়তে পারতাম —
● রামধনুর রং দেখতে পারতাম
● মেঘের মধ্যে দিয়ে উড়ে বেড়াতাম
● আকাশ থেকে পাখিদের সাথে খেলতাম
● পৃথিবীটাকে উপর থেকে দেখতাম

২. ভেবে বলোঃ
(ক) “আল্লা মেঘ দে”— মেঘ না হলে আমাদের কী অসুবিধা হতে পারে?
উত্তরঃ মেঘ না হলে বৃষ্টি হতো না। বৃষ্টি না হলে গাছপালা শুকিয়ে যেত, ফসল ফলত না, পানির অভাব হতো।

(খ) ঘুমপাড়ানি মাসি-পিসি গানের ভরে পান খায়, তুমি গানের ভরে কী খেতে ভালোবাস?
উত্তরঃ আমি গানের ভরে মিষ্টি, আম, দুধ আর লুচি খেতে ভালোবাসি।

(গ) “কইছে মাছ, পালের শাক তারে ভরে আলে”— তোমার বাড়িতে বাজার কী ভাবে আসে?
উত্তরঃ
আমার বাড়িতে মা-বাবা বা দাদু বাজারে গিয়ে সবজি-মাছ কিনে আনেন।

(ঘ) “বান আইল বরিষা আইল ভেসে আইল বটপাতা”— বর্ষার দিনে তোমার বাড়ির সামনে কী ভেসে আসে?
উত্তরঃ
বর্ষার দিনে আমাদের বাড়ির সামনে শুকনো পাতা, ফুল, প্লাস্টিক, কাগজ ইত্যাদি ভেসে আসে।
৩. বাক্য রচনা করোঃ
বরিষা — বরিষার দিনে আমরা বৃষ্টিতে ভিজি।
মেঘ — আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়।
খেত — চাষা খেতে ধান রোপণ করছে।
বলদ — বলদ দিয়ে কৃষক লাঙল চালায়।
শীতল-পাটি — আমি শীতল-পাটিতে বসে গল্প পড়ি।