অধ্যায় ১১:
আমাদের যানবাহন
পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)
প্রশ্ন ১: যানবাহন কী?
উত্তর: যানবাহন হল এমন জিনিস যা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়।
প্রশ্ন ২: দুইটি স্থলপথের যানবাহনের নাম লেখো।
উত্তর: রেলগাড়ি ও বাস স্থলপথের যানবাহন।
প্রশ্ন ৩: দুইটি জলপথের যানবাহনের নাম লেখো।
উত্তর: নৌকা ও জাহাজ জলপথের যানবাহন।
প্রশ্ন ৪: দুইটি আকাশপথের যানবাহনের নাম লেখো।
উত্তর: বিমান ও হেলিকপ্টার আকাশপথের যানবাহন।
প্রশ্ন ৫: যানবাহন আমাদের কিভাবে সাহায্য করে?
উত্তর: যানবাহন আমাদের দ্রুত ও সহজে যাতায়াত করতে সাহায্য করে এবং জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে।
অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: যানবাহন ক’ত ক’তধৰণৰ হয়?
উত্তর: যানবাহন তিনধরনের হয় – স্থলপথ, জলপথ ও আকাশপথ।
প্রশ্ন ২: পরিবেশের ক্ষতি করে এমন যানবাহনের নাম লেখো।
উত্তর: মোটরগাড়ি, ট্রাক ও বাস – এগুলি ধোঁয়া বের করে পরিবেশ দূষণ করে।
প্রশ্ন ৩: কোন যানবাহনগুলো পরিবেশবান্ধব?
উত্তর: সাইকেল ও রিকশা – এগুলি ধোঁয়া বের করে না, তাই পরিবেশবান্ধব।
প্রশ্ন ৪: আমরা কেন নিয়ম মেনে যানবাহন চালানো উচিত?
উত্তর: দুর্ঘটনা এড়াতে ও সবার নিরাপত্তার জন্য নিয়ম মেনে যানবাহন চালানো উচিত।
প্রশ্ন ৫: যান চলাচলে কোন নিয়মগুলো মানা উচিত?
উত্তর:
-
ট্রাফিক সিগন্যাল মানা
-
ফুটপাতে হাঁটা
-
হেলমেট ও সিটবেল্ট পরা
-
রাস্তার বাম দিক দিয়ে চলা
এই নিয়মগুলো মানা উচিত।