অধ্যায় ১৫:
আমাদের জানবার কথা
পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)
প্রশ্ন ১: আমাদের চারপাশে কী কী বিষয় জানার আছে?
উত্তর: আমাদের চারপাশে গাছপালা, পশুপাখি, নদী-নালা, পাহাড়-পর্বত, মানুষজন, উৎসব-পার্বণ ইত্যাদি অনেক বিষয়ে জানার আছে।
প্রশ্ন ২: আমরা কোথা থেকে এসব বিষয় সম্পর্কে জানতে পারি?
উত্তর: আমরা বই পড়ে, শিক্ষকের কাছ থেকে, বড়দের কাছ থেকে, এবং প্রকৃতি পর্যবেক্ষণ করে এসব বিষয় জানতে পারি।
প্রশ্ন ৩: জানার ইচ্ছা কাকে বলে?
উত্তর: নতুন কিছু শেখার বা জানার আগ্রহকেই জানার ইচ্ছা বলে।
প্রশ্ন ৪: জানার ইচ্ছা থাকলে কী উপকার হয়?
উত্তর: জানার ইচ্ছা থাকলে আমরা অনেক নতুন জিনিস শিখতে পারি এবং জ্ঞান বাড়ে।
অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: আমরা কোন কোন জিনিস দেখে প্রশ্ন করতে পারি?
উত্তর: আমরা গাছের পাতা ঝরে কেন, পাখি কোথায় যায়, বৃষ্টি হয় কীভাবে – এসব দেখে প্রশ্ন করতে পারি।
প্রশ্ন ২: জ্ঞান অর্জনের জন্য কী কী অভ্যাস দরকার?
উত্তর: বই পড়া, পর্যবেক্ষণ করা, প্রশ্ন করা এবং মনোযোগ দিয়ে শোনা – এগুলি জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় অভ্যাস।
প্রশ্ন ৩: জানার ইচ্ছা কোন বয়সে শুরু হয়?
উত্তর: জানার ইচ্ছা ছোটবেলা থেকেই শুরু হয়।
প্রশ্ন ৪: বড়দের থেকে আমরা কীভাবে কিছু শিখতে পারি?
উত্তর: বড়দের কাজ দেখে, তাদের কথা শুনে এবং তাদেরকে প্রশ্ন করে আমরা অনেক কিছু শিখতে পারি।
প্রশ্ন ৫: জানার মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হই?
উত্তর: জানার মাধ্যমে আমরা বুদ্ধিমান হই, সমস্যার সমাধান করতে পারি এবং ভালো সিদ্ধান্ত নিতে শিখি।