অধ্যায় ১৭:
আমাদের রাজ্য এবং জেলাসমূহ
পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)
প্রশ্ন ১: আমাদের রাজ্যের নাম কী?
উত্তর: আমাদের রাজ্যের নাম হলো অসম।
প্রশ্ন ২: অসম রাজ্যে কয়টি জেলা আছে?
উত্তর: অসম রাজ্যে বর্তমানে ৩৫টি জেলা আছে (2024 অনুসারে)।
প্রশ্ন ৩: তুমি কোন জেলায় বাস করো?
উত্তর: (এই উত্তরটি ছাত্র/ছাত্রী নিজে দেবে, যেমন – "আমি কামরূপ জেলায় বাস করি।")
প্রশ্ন ৪: জেলার কাজকর্ম কে দেখে?
উত্তর: জেলার কাজকর্ম জেলা কমিশনার (Deputy Commissioner) দেখে।
প্রশ্ন ৫: রাজ্যের প্রশাসন কে চালায়?
উত্তর: রাজ্যের প্রশাসন চালান মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা।
অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: আমাদের রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তর: আমাদের রাজ্যের রাজধানীর নাম হলো দিসপুর।
প্রশ্ন ২: অসম রাজ্যে কোন কোন জনগোষ্ঠীর মানুষ বাস করে?
উত্তর: অসমে আহোম, বোরো, মিছিং, রাভা, ডিমাছা, বাঙালি, মণিপুরী, এবং আরও অনেক জনগোষ্ঠীর মানুষ বাস করে।
প্রশ্ন ৩: রাজ্য ও জেলার মধ্যে পার্থক্য কী?
উত্তর: রাজ্য হলো বড় এলাকা যেটি কয়েকটি জেলায় বিভক্ত থাকে। আর জেলা হলো রাজ্যের একটি ছোট প্রশাসনিক অংশ।
প্রশ্ন ৪: জেলার মধ্যে কী কী কাজ হয়?
উত্তর: জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট, ও অন্যান্য উন্নয়নমূলক কাজ হয়।
প্রশ্ন ৫: অসমের কয়েকটি জেলার নাম লেখো।
উত্তর: কামরূপ, শোনিতপুর, ডিব্ৰুগড়, তেজপুর, গোলাঘাট, শিলচর ইত্যাদি।