অধ্যায় ১৮: 

অবসর সময়ের ব্যবহার

পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)

প্রশ্ন ১: অবসর সময় কাকে বলে?
উত্তর: আমরা পড়াশোনা বা কাজের পরে যে ফাঁকা সময় পাই, তাকেই অবসর সময় বলা হয়।

প্রশ্ন ২: অবসর সময়ে আমরা কী করতে পারি?
উত্তর: অবসর সময়ে আমরা গল্প পড়তে, ছবি আঁকতে, গান শুনতে, খেলতে বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারি।

প্রশ্ন ৩: অবসর সময়ে কাজ করার কী উপকার হয়?
উত্তর: অবসর সময়ে ভালো কাজ করলে মন ভালো থাকে, আমরা নতুন কিছু শিখি এবং আমাদের মেধা বাড়ে।

প্রশ্ন ৪: অবসর সময়ে সময় নষ্ট না করে কীভাবে তা উপকারী করে তোলা যায়?
উত্তর: ভালো বই পড়ে, ছবি এঁকে, গান গেয়ে, খেলাধুলা করে বা পরিবারের সদস্যদের সাহায্য করে অবসর সময় উপকারী করে তোলা যায়।

অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: অবসর সময়ে কোন ধরনের খেলাধুলা করা যেতে পারে?
উত্তর: লুকোচুরি, দৌড়, ল্যুডো, ক্যারম, ফুটবল ইত্যাদি খেলাধুলা করা যেতে পারে।

প্রশ্ন ২: অবসর সময়ে আমরা কীভাবে পরিবারকে সাহায্য করতে পারি?
উত্তর: বাসার ছোট কাজকর্মে হাত লাগিয়ে, ছোট ভাই-বোনকে পড়া শেখিয়ে, বা ঘর পরিষ্কার করে সাহায্য করতে পারি।

প্রশ্ন ৩: অবসর সময়ে কীভাবে সৃজনশীলতা বাড়ে?
উত্তর: ছবি আঁকা, গান গাওয়া, ছড়া লেখা বা হাতের কাজ করলে সৃজনশীলতা বাড়ে।

প্রশ্ন ৪: অবসর সময়ে অলসতা করলে কী হয়?
উত্তর: অলসতা করলে সময় নষ্ট হয় এবং কোনো ভালো কাজ শেখা যায় না।

প্রশ্ন ৫: অবসর সময়ের ভালো ব্যবহার কেন জরুরি?
উত্তর: কারণ এতে আমরা মন ও শরীর দুই ভালো রাখতে পারি এবং নতুন নতুন জিনিস শিখতে পারি।