অধ্যায় ৩: 

প্রাণীর বাসস্থান

পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)

প্রশ্ন ১: প্রাণীরা কোথায় বাস করে?
উত্তর: প্রাণীরা বিভিন্ন জায়গায় বাস করে। যেমন –
কিছু প্রাণী গাছে, কিছু মাটির নিচে, কিছু জলে, কিছু গুহায় আবার কিছু প্রাণী মানুষের বাড়িতেও থাকে।

প্রশ্ন ২: তুমি কী কী পশুপাখির নাম জানো যারা বাড়িতে বাস করে?
উত্তর: আমি যেসব পশুপাখির নাম জানি যারা বাড়িতে বাস করে –
বিড়াল, কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি।

প্রশ্ন ৩: বন্য প্রাণী বলতে কী বোঝায়?
উত্তর: বন্য প্রাণী মানে যেসব প্রাণী জঙ্গলে বাস করে। যেমন – বাঘ, সিংহ, হাতি, হরিণ, ভালুক, শেয়াল ইত্যাদি।

প্রশ্ন ৪: পশুপাখিদের বাসস্থান ধ্বংস হলে কী হবে?
উত্তর: পশুপাখিদের বাসস্থান ধ্বংস হলে তারা বিপদে পড়বে, তারা আশ্রয়হীন হয়ে যাবে এবং অনেক প্রাণী মারা যেতে পারে।

অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: কী কী প্রাণী গর্তে বাস করে?
উত্তর: 
সাপ, খরগোশ, ইঁদুর ইত্যাদি প্রাণী গর্তে বাস করে।

প্রশ্ন ২: কী কী প্রাণী জলে বাস করে?
উত্তর: মাছ, কচ্ছপ, কুমির, ডলফিন ইত্যাদি প্রাণী জলে বাস করে।

প্রশ্ন ৩: মৌমাছি কোথায় বাস করে?
উত্তর: মৌমাছি মধুচক্র বা চাক তৈরি করে তাতে বাস করে।

প্রশ্ন ৪: পাখিরা কীভাবে বাসা বানায়?
উত্তর: পাখিরা শাখায় ঘাস, পাতা, ডালপালা ও খড় দিয়ে সুন্দরভাবে বাসা বানায়।

প্রশ্ন ৫: পশুপাখিদের বাসস্থান রক্ষা করা কেন দরকার?
উত্তর: বাসস্থান রক্ষা করা দরকার, কারণ তা না হলে পশুপাখিরা অসহায় হয়ে পড়ে ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়।

প্রশ্ন ৬: গৃহপালিত প্রাণী বলতে কী বোঝায়?
উত্তর: 
যেসব প্রাণী মানুষ নিজেদের প্রয়োজনের জন্য বাড়িতে পালন করে, তাদের গৃহপালিত প্রাণী বলে। যেমন – গরু, কুকুর, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি।