অধ্যায় ৪: 

বিচিত্র প্রাণী

পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)

প্রশ্ন ১: তোমার চারপাশে কী কী প্রাণী দেখা যায়?
উত্তর: আমার চারপাশে নানা রকম প্রাণী দেখা যায়। যেমন – কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, পাখি, চড়াই, মৌমাছি ইত্যাদি।

প্রশ্ন ২: প্রাণীরা কী খায়?
উত্তর: প্রাণীরা তাদের প্রকার অনুযায়ী নানা রকম খাবার খায় –

  • গরু, ছাগল ঘাস খায়।

  • কুকুর, বিড়াল মাংস ও ভাত খায়।

  • মাছ জলজ উদ্ভিদ খায়।

  • পাখি শস্যদানা, পোকামাকড় খায়।

প্রশ্ন ৩: প্রাণীরা কীভাবে চলে?
উত্তর: প্রাণীরা বিভিন্নভাবে চলে –

  • গরু, কুকুর, বিড়াল – পায়ে হেঁটে চলে।

  • পাখি – ডানা মেলে উড়ে চলে।

  • মাছ – জলেতে পাখনা নাড়িয়ে চলে।

  • সাপ – গড়িয়ে চলে।

প্রশ্ন ৪: কোন প্রাণী উড়তে পারে না?
উত্তর: হাঁস-মুরগি একটু উড়তে পারে, কিন্তু পুরোপুরি উড়তে পারে না। গরু, কুকুর, বিড়াল, হাতি, সাপ, কচ্ছপ – এরা উড়তে পারে না।

অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: বিচিত্র প্রাণী বলতে কী বোঝায়?
উত্তর: বিচিত্র প্রাণী বলতে বোঝায় – নানা রকম গঠন, খাবার ও চলাফেরা বিশিষ্ট বিভিন্ন ধরনের প্রাণী।

প্রশ্ন ২: কোন প্রাণীগুলি জল ও স্থল – দুই জায়গাতেই বাস করতে পারে?
উত্তর: ব্যাঙ, কচ্ছপ, কুমির – এইসব প্রাণী জল ও স্থল – উভয় জায়গাতেই বাস করতে পারে।

প্রশ্ন ৩: কোন প্রাণীগুলি শুধু আকাশে ওড়ে?
উত্তর: চড়াই, কবুতর, কাক, ঈগল, ময়ূর (আংশিক), হাঁড়িচাচা – এইসব পাখি আকাশে ওড়ে।

প্রশ্ন ৪: কোন কোন প্রাণী রাতে বাইরে বের হয়?
উত্তর: বাদুড়, পেঁচা, ইঁদুর, বিছা ইত্যাদি প্রাণী মূলত রাতে সক্রিয় থাকে।

প্রশ্ন ৫: কিছু প্রাণীর গায়ে খোলস থাকে কেন?
উত্তর: কিছু প্রাণীর গায়ে খোলস থাকে যেন তারা নিজেদের শত্রু বা বিপদ থেকে রক্ষা করতে পারে। যেমন – কচ্ছপ, শামুক।

প্রশ্ন ৬: মাছ কোথায় বাস করে?
উত্তর: মাছ জলেতে বাস করে।