অধ্যায় ৫: 

জল

পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)

প্রশ্ন ১: আমরা জল কোথা থেকে পাই?
উত্তর: আমরা জল পেয়ে থাকি –

  • পুকুর থেকে

  • নদী থেকে

  • নলকূপ থেকে

  • কুয়া থেকে

  • জলা থেকে

  • বর্ষার সময় বৃষ্টি থেকেও পাই।

প্রশ্ন ২: জল আমাদের কী কী কাজে লাগে?
উত্তর: জল আমাদের নানা কাজে লাগে –

  1. খাওয়ার জন্য

  2. রান্নার জন্য

  3. গোসল করার জন্য

  4. জামাকাপড় ধোয়ার জন্য

  5. গাছপালায় জল দেওয়ার জন্য

  6. ঘরবাড়ি পরিষ্কারের জন্য

  7. পশুপাখিকে জল খাওয়ানোর জন্য

প্রশ্ন ৩: কোন কোন জায়গায় জল জমে থাকে?
উত্তর: জল পুকুর, দিঘি, জলাশয়, নদী, সাগর, কুয়োতে জমে থাকে।

প্রশ্ন ৪: আমরা কীভাবে জল অপচয় করি না?
উত্তর: আমরা নিচের নিয়ম মেনে জল অপচয় রোধ করতে পারি –

  • ট্যাপ খোলা রেখে জল নষ্ট না করা

  • যতটুকু দরকার ততটুকু জল ব্যবহার করা

  • বৃষ্টির জল ধরে রাখা

  • ফুটো পাইপ ঠিক করা

অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: জল ছাড়া কি আমাদের চলবে? কেন?
উত্তর: না, জল ছাড়া আমাদের চলবে না। কারণ জল ছাড়া আমরা খেতে, পরিষ্কার হতে ও বাঁচতে পারি না।

প্রশ্ন ২: কোন কোন জীবজন্তুও জলের ওপর নির্ভর করে?
উত্তর: সব জীবজন্তু যেমন গরু, কুকুর, বিড়াল, পাখি, মাছ – সকলেই জলের ওপর নির্ভরশীল।

প্রশ্ন ৩: কোন জল খাওয়ার উপযোগী?
উত্তর: পরিষ্কার, ফুটানো বা ফিল্টার করা জল খাওয়ার উপযোগী।

প্রশ্ন ৪: বৃষ্টির জল কীভাবে আমাদের উপকারে লাগে?
উত্তর: বৃষ্টির জল দিয়ে –

  • জমিতে ফসল হয়

  • জলাধার ভর্তি হয়

  • গাছপালা বাঁচে

  • আমাদের ভূগর্ভস্থ জলের স্তরও বজায় থাকে

প্রশ্ন ৫: জলদূষণ কী?
উত্তর: নোংরা জল, আবর্জনা, রাসায়নিক ফেলে জলে দূষণ ঘটালে তাকে জলদূষণ বলে।

প্রশ্ন ৬: আমরা কীভাবে জল সংরক্ষণ করতে পারি?
উত্তর: আমরা নিচেরভাবে জল সংরক্ষণ করতে পারি –

  • বৃষ্টির জল জমিয়ে রাখা

  • বাড়িতে কম জল খরচ করা

  • অপচয় না করা

  • গাছ লাগানো ও পরিচ্ছন্নতা বজায় রাখা