অধ্যায় ৮:
আমাদের সংস্থা ও প্রতিষ্ঠান
পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)
প্রশ্ন ১: সংস্থা ও প্রতিষ্ঠান কাকে বলে?
উত্তর: যে জায়গাগুলিতে মানুষের প্রয়োজনীয় কাজ হয় এবং সমাজের উপকার হয়, সেগুলিকে সংস্থা ও প্রতিষ্ঠান বলে।
প্রশ্ন ২: আমাদের কোন কোন সংস্থা ও প্রতিষ্ঠান রয়েছে?
উত্তর: আমাদের কিছু গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠান হলো –
-
বিদ্যালয়
-
হাসপাতাল
-
ডাকঘর
-
পুলিশ থানা
-
ব্যাংক
-
অগ্নিনির্বাপক কেন্দ্র
প্রশ্ন ৩: বিদ্যালয়ে আমরা কী করি?
উত্তর: বিদ্যালয়ে আমরা পড়াশোনা করি, খেলাধুলা করি এবং ভালো আচরণ শিখি।
প্রশ্ন ৪: হাসপাতাল কী কাজে লাগে?
উত্তর: হাসপাতালে আমরা চিকিৎসা পাই এবং অসুস্থ হলে সেখানে ডাক্তার আমাদের সুস্থ করে তোলেন।
প্রশ্ন ৫: পুলিশ থানার কাজ কী?
উত্তর: পুলিশ থানা আইন-শৃঙ্খলা রক্ষা করে, চোর-ডাকাত ধরার কাজ করে এবং সমাজে শান্তি বজায় রাখে।
অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: ডাকঘরের কাজ কী?
উত্তর: ডাকঘর চিঠি, পার্সেল, মানি অর্ডার পাঠানোর কাজ করে এবং আমাদের দূর-দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে।
প্রশ্ন ২: ব্যাংকে কী রাখা যায়?
উত্তর: ব্যাংকে টাকা রাখা যায়, এবং প্রয়োজনে টাকা তোলা যায়। এছাড়া ব্যাংক লোনও দিয়ে থাকে।
প্রশ্ন ৩: অগ্নিনির্বাপক কেন্দ্র কেন জরুরি?
উত্তর: আগুন লাগলে অগ্নিনির্বাপক কেন্দ্রের লোকেরা এসে আগুন নেভায় এবং জানমাল রক্ষা করে।
প্রশ্ন ৪: বিদ্যালয় ছাড়া আমরা আর কোথা থেকে জ্ঞান লাভ করি?
উত্তর: বিদ্যালয় ছাড়া আমরা বই পড়ে, টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান দেখে, বড়দের কাছ থেকে এবং প্রকৃতি থেকেও অনেক কিছু শিখতে পারি।
প্রশ্ন ৫: আমাদের সংস্থা ও প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত?
উত্তর: আমাদের সংস্থা ও প্রতিষ্ঠান পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সবার জন্য সহায়ক হওয়া উচিত।