অধ্যায় ৩: 

কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা

📝 প্রশ্ন ও উত্তর:

(ক) প্রশ্ন: ছোটোবেলায় কার কাছে তাঁর নৃত্য এবং অভিনয়ের শিক্ষা শুরু হয়েছিল?

উত্তর: ছোটোবেলায় তাঁর নৃত্য এবং অভিনয়ের শিক্ষা শুরু হয়েছিল তাঁর পিতার কাছে।

(খ) প্রশ্ন: তিনি কোন বিদেশি নৃত্যশিল্পীর কাছ থেকে প্রেরণা লাভ করেছিলেন?

উত্তর: তিনি উদয় শঙ্কর নামক একজন বিখ্যাত বিদেশি নৃত্যশিল্পীর কাছ থেকে প্রেরণা লাভ করেছিলেন।

(গ) প্রশ্ন: বিষ্ণুপ্রসাদ রাভা কী কী বাদ্যযন্ত্র বিষয়ে বিজ্ঞানসন্মত চর্চা করেছিলেন?

উত্তর: বিষ্ণুপ্রসাদ রাভা পিয়ানো, ভায়োলিন এবং এসরাজ বাদ্যযন্ত্র বিষয়ে বিজ্ঞানসন্মত চর্চা করেছিলেন।

(ঘ) প্রশ্ন: কোন তারিখে 'বিষ্ণুরাভা দিবস' পালন করা হয়?

উত্তর: ২০শে জুন তারিখে 'বিষ্ণুরাভা দিবস' পালন করা হয়।

(ঙ) প্রশ্ন: বিষ্ণুপ্রসাদের আঁকা উল্লেখযোগ্য ছবিকয়টা কী কী?

উত্তর: বিষ্ণুপ্রসাদের আঁকা উল্লেখযোগ্য ছবি হল – 'মরানী প্রেম', 'পিয়লী ফুল' ইত্যাদি।

(চ) প্রশ্ন: বিষ্ণুপ্রসাদের সঙ্গে যুক্ত তেজপুরের সাংস্কৃতিক মঞ্চটির নাম কী?

উত্তর: বিষ্ণুপ্রসাদের সঙ্গে যুক্ত তেজপুরের সাংস্কৃতিক মঞ্চটির নাম হল ‘বাণ থিয়েটার’।


✍️ অতিরিক্ত প্রশ্নোত্তর:

প্রশ্ন ১: বিষ্ণুপ্রসাদ রাভাকে "কলাগুরু" বলা হয় কেন?

উত্তর: বিষ্ণুপ্রসাদ রাভা নৃত্য, নাটক, গান, চিত্রাঙ্কন সহ বহু কলাক্ষেত্রে পারদর্শী ছিলেন। তাই তাঁকে "কলাগুরু" বলা হয়।

প্রশ্ন ২: বিষ্ণুপ্রসাদ রাভার জন্ম কোথায় হয়েছিল?

উত্তর: বিষ্ণুপ্রসাদ রাভার জন্ম ঢেকিয়াজুলি নামক স্থানে হয়েছিল।

প্রশ্ন ৩: বিষ্ণুপ্রসাদ রাভা কোন ভাষায় গান গাইতেন?

উত্তর: বিষ্ণুপ্রসাদ রাভা অসমিয়া, বাংলা সহ বিভিন্ন ভাষায় গান গাইতেন।

প্রশ্ন ৪: বিষ্ণুপ্রসাদ রাভা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর: বিষ্ণুপ্রসাদ রাভা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রশ্ন ৫: কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা আমাদের কী শিক্ষা দেন?

উত্তর: কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা আমাদের শিক্ষা দেন সংস্কৃতি, শিল্প ও স্বাধীনতার প্রতি ভালোবাসা রাখতে।