Chapter 2

(MCQ)

অসুখী একজন 

১. 'অসুখী একজন' কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তার কবি হলেন-
(a) পাবলো পিকাসো
(b) পাবলো নেরুদা
(c) গিউসেপ্নে উনগারেত্তি
(d) পেনত্তি সারিকোস্কি
সঠিক উত্তৰ: d) পেনত্তি সারিকোস্কি

২. 'অসুখী একজন' কবিতাটির ইংরেজি তরজমাটি হল-
(a) The Unhappy Woman
(b) The Unhapy
(c) The Unhappy One
(d) The Unhappy Man
সঠিক উত্তৰ: c) The Unhappy One

৩. 'অসুখী একজন' শীর্ষক অনুবাদ-কবিতাটি নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে-
(a) বিদেশি ফুলে রক্তের ছিটে
(b) এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
(c) মুখে মেঘের রুমাল বাঁধা
(d) রাতের সার্কাস
সঠিক উত্তৰ: a) বিদেশি ফুলে রক্তের ছিটে

৪. কবি পাবলো নেরুদার জন্মস্থান-
(a) চিলি
(b) ফ্রান্স
(c) ইটালি
(d) জার্মানি
সঠিক উত্তৰ: a) চিলি

৫. কবি পাবলো নেরুদার জীবনকাল-
(a) ১৯০৪-১৯৭৩ খ্রিস্টাব্দ
(b) ১৯০০-১৯৭৬ খ্রিস্টাব্দ
(c) ১৯০৫-১৯৭৮
(d) ১৯০৭-১৯৮৭ খ্রিস্টাব্দ
সঠিক উত্তৰ: a) ১৯০৪-১৯৭৩ খ্রিস্টাব্দ

৬. পাবলো নেরুদার আসল নাম-
(a) নেফতালি রেয়েস বাসোয়ালতো
(b) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
(c) নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা
(d) নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা বাসোয়ালতো
সঠিক উত্তৰ: b) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো

৭. কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
(a) ১৯৪১ খ্রিস্টাব্দে
(b) ১৯৭০ খ্রিস্টাব্দে
(c) ১৯৫২ খ্রিস্টাব্দে
(d) ১৯৭১ খ্রিস্টাব্দে
সঠিক উত্তৰ: d) ১৯৭১ খ্রিস্টাব্দে

৮. নীচের যে কাব্যগ্রন্থটি পাবলো নেরুদার রচিত-
(a) Extravagaria
(b) Extravaganza
(c) Ozymandias
(d) The Masque of Anarchy
সঠিক উত্তৰ: a) Extravagaria

৯. 'অসুখী একজন' কবিতাটি কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হল-
(a) Intimacies: Poems of Love
(b) Extravagaria
(c) The Captain's Verses
(d) On the Blue Shore of Silence: Poems of the Sea
সঠিক উত্তৰ: b) Extravagaria

১০. "আমি তাকে ছেড়ে দিলাম"—কথক ছেড়ে দিয়েছেন—
(a) তাঁর বাড়িকে
(b) তাঁর ঘোড়াটিকে
(c) একজন মেয়েকে
(d) তাঁর মাকে
সঠিক উত্তৰ: c) একজন মেয়েকে

১১. "সে জানত না"—'অসুখী একজন' কবিতায় 'সে' বলতে বোঝানো হয়েছে—
(a) গির্জার এক নানকে
(b) একটা কুকুরকে
(c) একজন সাধারণ নারীকে
(d) বাড়ির ভৃত্যকে
সঠিক উত্তৰ: c) একজন সাধারণ নারীকে

১২. 'সে জানত না' যে—
(a) কবিতার কথক আর কখনোই ফিরে আসবে না
(b) কবিতার কথক তাকে ফিরে এসে সঙ্গে নিয়ে যাবে
(c) যুদ্ধ আসবে রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো
(d) সমতলে আগুন ধরে যাবে
সঠিক উত্তৰ: a) কবিতার কথক আর কখনোই ফিরে আসবে না

১৩. "একটা কুকুর চলে গেল, হেঁটে গেল”—
(a) একজন অসুখী মেয়ে
(b) গির্জার এক নান
(c) শান্ত হলুদ দেবতারা
(d) গল্পের কথক
সঠিক উত্তৰ: b) গির্জার এক নান

১৪. "বৃষ্টিতে ধুয়ে দিল।" বৃষ্টিতে যা ধুয়ে দিল—
(a) পায়ের দাগ
(b) রক্তের দাগ
(c) চকের দাগ
(d) চাকার দাগ
সঠিক উত্তৰ: a) পায়ের দাগ

১৫. "ঘাস জন্মালো রাস্তায়"—কারণ—
(a) সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি
(b) রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিল
(c) রাস্তার ওপর মাঠ তৈরি হয়েছিল
সঠিক উত্তৰ: a) সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি

১৬. "বছরগুলো নেমে এল তার—"
(a) চলার পথে
(b) জীবনের ওপর
(c) মাথার ওপর
(d) ঘরের দরজায়
সঠিক উত্তৰ: c) মাথার ওপর

১৭. "বছরগুলো/নেমে এল তার মাথার ওপর।" বছরগুলোর 'নেমে আসা'-কে কবিতায় তুলনা করা হয়েছে—
(a) পরপর নেমে-আসা বৃষ্টিফোঁটার সঙ্গে
(b) পরপর নেমে-আসা পাথরের সঙ্গে
(c) রাস্তায় ঘাস জন্মানোর সঙ্গে
(d) শান্ত হলুদ দেবতাদের হাজার বছরের ধ্যানের সঙ্গে
সঠিক উত্তৰ: b) পরপর নেমে-আসা পাথরের সঙ্গে

১৮. "তারপর যুদ্ধ এল—"
(a) পাহাড়ের আগুনের মতো
(b) রক্তের সমুদ্রের মতো
(c) আগ্নেয়পাহাড়ের মতো
(d) রক্তের এক আগ্নেয়-পাহাড়ের মতো
সঠিক উত্তৰ: d) রক্তের এক আগ্নেয়-পাহাড়ের মতো

২০. "তারপর যুদ্ধ এল"—যুদ্ধে খুন হল—
(a) শহরের মানুষ
(b) শান্ত হলুদ দেবতারা
(c) নিরীহ মানুষ
(d) শিশু আর বাড়িরা
সঠিক উত্তৰ: d) শিশু আর বাড়িরা



Krishna Saikia