Chapter 3


আয় আরো বেঁধে বেঁধে থাকি


১. জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়—
ক) ২০০২ খ্রিস্টাব্দে
খ) ২০০৩ খ্রিস্টাব্দে
গ) ২০০৪ খ্রিস্টাব্দে
ঘ) ২০০৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তৰ: গ) ২০০৪ খ্রিস্টাব্দে

২. জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা—
ক) ১৮টি
খ) ২৫টি
গ) ৩১টি
ঘ) ৩৫টি
সঠিক উত্তৰ: গ) ৩১টি

৩. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের—
ক) ১ সংখ্যক কবিতা
খ) ১০ সংখ্যক কবিতা
গ) ২৫ সংখ্যক কবিতা
ঘ) ৩১ সংখ্যক কবিতা
সঠিক উত্তৰ: ঘ) ৩১ সংখ্যক কবিতা

৪. জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটির রচনাকাল—
ক) ১৯৯৯ খ্রিস্টাব্দ
খ) ২০০৪–২০০৬ খ্রিস্টাব্দ
গ) ২০০৭–০৮ খ্রিস্টাব্দ
ঘ) ২০০০–০৩ খ্রিস্টাব্দ
সঠিক উত্তৰ: ঘ) ২০০০–০৩ খ্রিস্টাব্দ

৫. কাব্যগ্রন্থটি কবি শঙ্খ ঘোষ উৎসর্গ করেন—
ক) জয়দেব আর সেবন্তী
খ) অভীক আর মালঞ্চ
গ) অরিজিৎ আর রীণা
ঘ) শ্রীজাত আর দূর্বা
সঠিক উত্তৰ: গ) অরিজিৎ আর রীণা

৬. "আমাদের ডান পাশে—"
ক) খাদ
খ) ধ্বস
গ) প্রান্তর
ঘ) বন
সঠিক উত্তৰ: খ) ধ্বস

৭. 'আমাদের বাঁয়ে' রয়েছে—
ক) গিরিখাত
খ) বোমারু বিমান
গ) পর্বত
ঘ) অরণ্য
সঠিক উত্তৰ: ক) গিরিখাত

৮. 'আমাদের মাথায়'—
ক) গিরিখাদ
খ) বোমারু
গ) পর্বত
সঠিক উত্তৰ: খ) বোমারু

৯. আমাদের 'পায়ে পায়ে' রয়েছে—
ক) ভারী জুতো
খ) হিমানীর বাঁধ
গ) কাঁটা তার
ঘ) ভিক্ষুকের দল
সঠিক উত্তৰ: খ) হিমানীর বাঁধ

১০. "পায়ে পায়ে হিমানীর বাঁধ"—'হিমানী' শব্দের আক্ষরিক অর্থ—
ক) জল
খ) আগুন
গ) তুষার
ঘ) পর্বত
সঠিক উত্তৰ: গ) তুষার

১১. 'আমাদের পথ'—
ক) নেই
খ) ফাঁকা পড়ে আছে
গ) তৈরি করতে হবে
ঘ) জনাকীর্ণ হয়ে আছে
সঠিক উত্তৰ: ক) নেই

১২. "আমাদের ঘর গেছে উড়ে"—কীসের দ্বারা উড়ে গেছে?
ক) বন্যার দ্বারা
খ) বোমাবুর দ্বারা
গ) যুদ্ধের দ্বারা
ঘ) ভূমিকম্পের দ্বারা
সঠিক উত্তৰ: খ) বোমাবুর দ্বারা

১৩. কাছে ও দূরে কী ছড়ানো আছে?
ক) বোমারু বিমানের ভগ্নাংশ
খ) যুদ্ধে মৃত মানুষের দেহ
গ) শিশুদের শব
ঘ) কবির আত্মীয়স্বজনের মৃতদেহ
সঠিক উত্তৰ: গ) শিশুদের শব

১৪. "আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?"—কবির মনে এই প্রশ্ন জেগেছে, কারণ—
ক) ঘরবাড়ি নষ্ট, আত্মজদের মৃত্যু
খ) কোনো পথ নেই
গ) চারিদিকে অজস্র বাধা
ঘ) সবকটিই সঠিক
সঠিক উত্তৰ: ঘ) সবকটিই সঠিক

১৫. "আমাদের পথ নেই আর"—উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হল—
ক) কোনো উপায় নেই
খ) কোনো খাদ্য নেই
গ) বাসস্থান নেই
ঘ) কোনো ইতিহাস নেই
সঠিক উত্তৰ: ক) কোনো উপায় নেই

১৬. "আয় আরো বেঁধে বেঁধে থাকি"—ডাক দেওয়ার কারণ—
ক) তিনি চান না গিরিখাতে তলিয়ে যেতে
খ) তিনি চান না নিজেদের ধ্বংস করতে
গ) তিনি চান না আর কোনো শিশুর মৃত্যু হোক
ঘ) সবকটিই সত্য
সঠিক উত্তৰ: ঘ) সবকটিই সত্য

১৭. "আমাদের পথ নেই আর।"—'পথ' শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে—
ক) দু-বার
খ) একবার
গ) চারবার
ঘ) তিনবার
সঠিক উত্তৰ: ক) দু-বার

১৮. "আমাদের ইতিহাস নেই/অথবা এমনই ইতিহাস—" অর্থ—
ক) আমরা চিরকালের ভিখারি
খ) আমাদের কথা কেউ জানে না
গ) সকলেই জানে
ঘ) আমরা মিলেমিশে থাকি
সঠিক উত্তৰ: ক) আমরা চিরকালের ভিখারি হিসেবে চিহ্নিত

১৯. "আমাদের চোখমুখ ঢাকা"—মর্মার্থ—
ক) আমাদের পরিচয় কোনোদিনই প্রকাশ পায় না
খ) পরিচয় দিতে লজ্জা পাই
গ) পরিচয় দিতে ঘৃণা
ঘ) কেউ তোয়াক্কা করে না
সঠিক উত্তৰ: ক) আমাদের পরিচয় কোনোদিনই প্রকাশ পায় না

২০. "আমরা ভিখারি বারোমাস"—কারণ—
ক) দারিদ্র্য দেখে কুণ্ঠিত
খ) চাহিদা দেখে লজ্জিত
গ) হতাশা দেখে ক্ষুদ্ধ
ঘ) দুঃখে কাতর
সঠিক উত্তৰ: খ) মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত

২১. "আমরা ভিখারি—"
ক) সারামাস
খ) আটমাস
গ) দশমাস
ঘ) বারোমাস
সঠিক উত্তৰ: ঘ) বারোমাস

২২. "আমাদের কথা কে-বা জানে"—মনে হয় যাদের—
ক) ভিখারির মতো সাধারণ মানুষ
খ) সাধারণ মানুষ
গ) উদ্বাস্তু
ঘ) কবি
সঠিক উত্তৰ: খ) সাধারণ মানুষ

২৩. "আমরা ফিরেছি দোরে দোরে।"—অর্থ—
ক) ভিক্ষা করা
খ) মানুষের পাশে দাঁড়ানো
গ) সাহায্যের প্রত্যাশা
ঘ) ভ্রমণের নেশা
সঠিক উত্তৰ: গ) মানুষের সাহায্যের প্রত্যাশা

২৪. "কিছুই কোথাও যদি নেই", তবু—
ক) দ্বারে দ্বারে ঘোরা শেষ হবে না
খ) কিছু মানুষ আছেন, যাঁরা হাতে হাত রেখে বাঁচতে চান
গ) মন থেকে ভয় দূর হবে না
ঘ) মানুষ ভাবে, কিছুই হারায়নি
সঠিক উত্তৰ: খ) এমন কিছু মানুষ আছেন, যাঁরা পরস্পর হাতে হাত রেখে বাঁচতে চান



Krishna Saikia