Chapter 5
হারিয়ে যাওয়া কালি কলম- শ্রীপান্থ
1. 'হারিয়ে যাওয়া কালি কলম' রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হল-
ক) যখন ছাপাখানা এলো
খ) কালিখ কালি আছে কাগজ আছে কাগজ নেই, কলম আছে মন নেই
গ) আজব নগরী
ঘ) বটতলা
উত্তর: খ) কালিখ কালি আছে কাগজ আছে কাগজ নেই, কলম আছে মন নেই
2. শ্রীপান্থের আসল নাম
ক) অন্নদাশঙ্কর রায়
খ) নিখিলনাথ রায়
গ) নিখিল সরকার
ঘ) সুবোধ ঘোষ
উত্তর: খ) নিখিলনাথ রায়
3. নিখিল সরকার ওরফে 'শ্রীপান্থ'র জন্ম হয়-
ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
উত্তর: গ) ১৯৩২ খ্রিস্টাব্দ
4. নিখিল সরকার রচিত একটি গ্রন্থ হল-
ক) মেটিয়াবুরুজের নবাব
খ) কঙ্কাবতী
গ) আমরা বাঙালি
ঘ) রামায়ণ
উত্তর: ক) মেটিয়াবুরুজের নবাব
5. কথায় আছে, কালি কলম মন, লেখে জন।
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর: গ) তিন
6. "কালি কলম মন, লেখে তিন জন।"-এটি হল-
ক) ধাঁধা
খ) প্রবাদ
গ) রূপকথা
ঘ) উপকথা
উত্তর: খ) প্রবাদ
7. লেখক যেখানে কাজ করেন, সেটা হল- লেখার আসর
ক) ছাপাখানা
খ) পুথি লেখার কারখানা
গ) লেখালেখির অফিস
ঘ) গল্প
উত্তর:
8. লেখক যেখানে কাজ করেন সেখানে সবাই-
ক) লেখক
খ) পুলিশ
গ) আড্ডাবাজ
ঘ) চাকর
উত্তর: ক) লেখক
9. লেখকের হাতে কলম এবং বাকিদের সামনে কী?
ক) টাইপরাইটার
খ) কম্পিউটার
গ) প্রচুর বই
ঘ) দোয়াত ও পেন
উত্তর: খ) কম্পিউটার
10. লেখক একদিন কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ কেন?
ক) কারও কলমে কালি নেই
খ) কারও সঙ্গে কলম নেই
গ) সবার সঙ্গে কথা বন্ধ
ঘ) কলম চাওয়া নিষেধ
উত্তর: ঘ) সহকর্মীরা
11. “তবে তাতে লিখে আমার সুখ নেই"- কেন?
ক) গলা শুকনো ভোঁতামুখের কলম
খ) অনেক দামি পেন
গ) দিয়ে কালি ঝরে না
ঘ) ভালো মনে কেউ দেয় না
উত্তর: ক) গলা শুকনো ভোঁতামুখের কলম
12. লেখকৰ কাছে তাঁর অফিছ তাঁর–
ক) জন্মস্থান
খ) কারাখানা
গ) মৃত্যুস্থান
ঘ) রান্নাঘর
উত্তর: খ) কারাখানা
13. বাংলায় প্রচলিত কথা "কালি নেই, কলম নেই বলে আমি"।
ক) কবি
খ) লেখক
গ) মুনশি
ঘ) কলমবিদ
উত্তর: গ) মুনশি
14. কলম তৈরির সময় বড়োরা শিখিয়েছিলেন-
ক) কলমের মুখটা চিরে দিতে হবে
খ) কলমের মাথাটা ভোঁতা হতে হবেক কলমের মুখটা
গ) কলমের মাথার দুটো অংশ থাকবে
ঘ) কলমের মুখ চেরা চলবে না
উত্তর: ক) কলমের মুখটা চিরে দিতে হবে
15. লেখার পাত বলতে শৈশবে লেখকদের কী ছিল?
ক) কলাপাতা
খ) লাউ পাতা চিরে দিতে হবে
গ) তাল পাতা
ঘ) শাল পাতা
উত্তর: ক) কলাপাতা
16. "আমরা তাতে হোম-টাস্ক করতাম।"-'তাতে' বলতে-
ক) বড়ো খাতায়
খ) ব্ল্যাকবোর্ডে
গ) কলাপাতায়
ঘ) লাউ পাতায়
উত্তর: গ) কলাপাতায়
17. কলাপাতায় হোমটাস্ক করে লেখক কোথায় নিয়ে যেতেন?
ক) অফিসে
খ) স্কুলে
গ) গুরুমশায়ের কাছে
ঘ) বাবার কাছে
উত্তর: খ) স্কুলে
18. বাইরে না ফেলে লেখক হোমটাস্কের কলাপাতাগুলি পুকুরেই ফেলতেন, কারণ বাইরে ফেললে-
ক) গোরু খেলে ক গোরু খেলে অমঙ্গল হবে
খ) রাস্তার লোকে পা দিলে পাপ হবে
গ) বাইরের লোকে দেখে ফেলবে
ঘ) সরস্বতী খুশি হবেন
উত্তর: ক) গোরু খেলে ক গোরু খেলে অমঙ্গল হবে
19. লেখকের ছোটোবেলায় লেখালেখির প্রথম সঙ্গী হিসেবে ছিল-
ক) বাঁশের কলম
খ) মাটির দোয়াত
গ) ঘরে তৈরি কালি
ঘ) সবগুলি
উত্তর: ঘ) সবগুলি
20. নীল নদের তীর থেকে লেখক কী নিয়ে আসতেন?
ক) নলখাগড়া
খ) স্টাইলাস
গ) জ্ঞানাঞ্জন শলাকা
ঘ) ব্রোঞ্জের ক শলাকা
উত্তর: ক) নলখাগড়া
21. "আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম"- কোন্ অধীশ্বরের কথা বলা হয়েছে?
ক) জুলিয়াস সিজার
খ) আলেকজান্ডার
গ) ফ্রেডারিক
ঘ) নেপোলিয়ন
উত্তর: ক) জুলিয়াস সিজার
22. ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হল-
ক) স্কাইলাস
খ) স্টাইলাস
গ) স্টাইলিস
ঘ) স্কাইলস
উত্তর: খ) স্টাইলাস
23. সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন?
ক) কাসকাকে
খ) মুনশিকে
গ) ওয়াটারম্যানকে
ঘ) ম্যাকলানকে
উত্তর: ক) কাসকাকে
24. সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, তার পোশাকি নাম-
ক) রিজার্ভার
খ) স্টাইলাস
গ) পার্কার
ঘ) পাইলট
উত্তর: খ) স্টাইলাস
25. গ্রামাঞ্চলেও আজ আর কীসের কলম খুঁজে পাওয়া যাবে না বলে লেখক ভেবেছেন?
ক) বাঁশের কঞ্চির কলম
খ) খাগের কলম
গ) পার্কার পেন
ঘ) ফাউন্টেন পেন
উত্তর: ক) বাঁশের কঞ্চির কলম
Krishna Saikia